নাগরাকাটা, 22 জুলাই : জলপাইগুড়ির নাগরাকাটায় ছেলেধরা সন্দেহে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হল একজনকে ৷ মৃতের নাম বা পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷ তবে, বছর 45-এর ওই ব্যক্তি বৃহন্নলা সেজে এলাকায় ভিক্ষা করতেন বলে জানা গেছে ৷
আজ সকালে নাগরাকাটার সুখানি বস্তিতে শিশু চুরি হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে ৷ সেখানে ওই ব্যক্তি ভিক্ষা করতে এলে তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় এলাকাবাসী ৷ পরে রেললাইনের দিকে নিয়ে গিয়ে পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থানে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় তার ৷ দেহটি পরে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷
জানা গেছে, আলিপুরদুয়ারের কালচিনির বাসিন্দা ওই ব্যক্তি এলাকায় নিজেকে বৃহন্নলা পরিচয় দিত ৷ সঙ্গে মহিলাদের নাম ব্যবহার করত ৷ সকাল হলেই বের হত ভিক্ষা করতে ৷ প্রতিদিনের মতো আজও ভিক্ষা করতে যায় সে ৷ সেখানেই তাকে মারধর করা হয় ৷ পালানোর চেষ্টা করলেও লাভ হয়নি ৷ এবিষয়ে পুলিশ জানিয়েছে, যারা খুন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
এবিষয়ে জলপাইগুড়ির SDPO বলেন, "খুবই দুঃখজনক ঘটনা ৷ সন্দেহের বশে একজনকে মারধর করে মারল ৷ বাচ্চা চোর বলে কিছু নেই ৷ কয়েকজন ইচ্ছে করে এসব গুজব ছড়াচ্ছে আর এলাকায় অশান্তি পাকাচ্ছে ৷ যারা এসব করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ আমরা বারবার মানুষকে সতর্ক করছি ৷ বলছি সেরকম কিছু হলে আমাদের কাছে অভিযোগ জানান ৷ আমরা দেখছি ৷ আইন নিজের হাতে তুলে নেবেন না ৷ তাতেও কোনও লাভ হচ্ছে না ৷ কিছু বোকা মানুষ গুজবে কান দিয়ে এসব করছে ৷"