ETV Bharat / state

জলপাইগুড়িতে ৯০ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত ব্যক্তি - জলপাইগুড়ি

ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 90 হাজার টাকা, একটি বন্দুক ও দু'রাউন্ড গুলি । জলপাইগুড়ি শহরের কদমতলার মিউনিসিপালিটি মার্কেটের সামনে ঘটনাটি ঘটে ।

ধৃত ব্যক্তি
author img

By

Published : Aug 30, 2019, 7:53 PM IST

Updated : Aug 30, 2019, 8:09 PM IST

জলপাইগুড়ি, 30 অগাস্ট : ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি । ধৃতের নাম দেবানন্দ সিং । বাড়ি বিহারে । তার কাছ থেকে উদ্ধার 90 হাজার টাকা, একটি বন্দুক ও দু' রাউন্ড গুলি ।

দেবানন্দের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে হরিয়ানার নম্বরের একটি বাইকও । জলপাইগুড়ি শহরের কদমতলার মিউনিসিপালিটি মার্কেটের সামনে ঘটনাটি ঘটে । অভিযুক্তকে আটক করেছে জলপাইগুড়ি থানার পুলিশ ।

পেশায় ব্যবসায়ী রায়কত পাড়ার বাসিন্দা জয়দীপ মুখোপাধ্যায় উকিলপাড়ার এক ব্যাঙ্ক থেকে টাকা তোলেন । টাকা বাইকের ডিকিতে রাখেন । এরপর তিনি কিছুটা দূরে এক পরিচিতর বাড়ি যান । টাকা বাইকের ডিকিতেই রেখে যান । হঠাৎ জয়দীপ একটা আওয়াজ শুনে বাইরে এসে দেখেন অভিযুক্ত দেবানন্দ টাকা বের করে পালাতে যাচ্ছে । সেই সময় জয়দীপ দৌড়ে গিয়ে ধরে ফেলেন । দেবানন্দ ব্যাঙ্ক থেকে জয়দীপের উপর নজর রাখছিল বলে পুলিশের অনুমান ।

জয়দীপ বলেন, "আমি ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে আমার মোটর বাইকের ডিকিতে রেখেছিলাম । তারপর বাইক নিয়ে কিছুটা দূরে এক পরিচিতের বাড়িতে ঢুকি । হঠাৎ একটা আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি আমার বাইকের ডিকি খোলা । দেখি একটা হেলমেট পরা লোক বাইকে স্টার্ট দিতে যাচ্ছে । আমি দৌড়ে গিয়ে তাকে ধরি । এরপর চোর চোর বলে চিৎকার করাতে স্থানীয়রা দৌঁড়ে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলে । এরপর ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।"

জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "ছিনতাই করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । তার কাছ থেকে ৯০ হাজার টাকা, বন্দুক ও গুলি উদ্ধার হয়েছে ।"

জলপাইগুড়ি, 30 অগাস্ট : ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি । ধৃতের নাম দেবানন্দ সিং । বাড়ি বিহারে । তার কাছ থেকে উদ্ধার 90 হাজার টাকা, একটি বন্দুক ও দু' রাউন্ড গুলি ।

দেবানন্দের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে হরিয়ানার নম্বরের একটি বাইকও । জলপাইগুড়ি শহরের কদমতলার মিউনিসিপালিটি মার্কেটের সামনে ঘটনাটি ঘটে । অভিযুক্তকে আটক করেছে জলপাইগুড়ি থানার পুলিশ ।

পেশায় ব্যবসায়ী রায়কত পাড়ার বাসিন্দা জয়দীপ মুখোপাধ্যায় উকিলপাড়ার এক ব্যাঙ্ক থেকে টাকা তোলেন । টাকা বাইকের ডিকিতে রাখেন । এরপর তিনি কিছুটা দূরে এক পরিচিতর বাড়ি যান । টাকা বাইকের ডিকিতেই রেখে যান । হঠাৎ জয়দীপ একটা আওয়াজ শুনে বাইরে এসে দেখেন অভিযুক্ত দেবানন্দ টাকা বের করে পালাতে যাচ্ছে । সেই সময় জয়দীপ দৌড়ে গিয়ে ধরে ফেলেন । দেবানন্দ ব্যাঙ্ক থেকে জয়দীপের উপর নজর রাখছিল বলে পুলিশের অনুমান ।

জয়দীপ বলেন, "আমি ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে আমার মোটর বাইকের ডিকিতে রেখেছিলাম । তারপর বাইক নিয়ে কিছুটা দূরে এক পরিচিতের বাড়িতে ঢুকি । হঠাৎ একটা আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি আমার বাইকের ডিকি খোলা । দেখি একটা হেলমেট পরা লোক বাইকে স্টার্ট দিতে যাচ্ছে । আমি দৌড়ে গিয়ে তাকে ধরি । এরপর চোর চোর বলে চিৎকার করাতে স্থানীয়রা দৌঁড়ে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলে । এরপর ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।"

জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "ছিনতাই করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । তার কাছ থেকে ৯০ হাজার টাকা, বন্দুক ও গুলি উদ্ধার হয়েছে ।"

Intro:জলপাইগুড়ি ঃ- দিনদুপুরে জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র কদমতলা থেকে ছিনতাইয়ের চেষ্টা। স্থানীয়দের তৎপরতায় আটক ছিনতাইকারী।ধৃতের কাছ থেকে উদ্ধার ৯০ হাজার টাকা। পুজোর আগে দিনদুপুরে জলপাইগুড়ির ব্যস্ততম জলপাইগুড়ি শহরের কদমতলায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াও।

এদিন ক্ষিপ্ত জনতা গণপিটুনি হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে কোতয়ালি থানায় পুলিশ।ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে হরিয়ানা নম্বরের একটি বাইক।তার কাছ থেকে উদ্ধার বন্ধুক ও দুই রাউন্ড, গুলি উদ্ধার হয়েছে। ধৃতের নাম দেবানন্দ সিং তার বাড়ি বিহারে।

শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কদমতলা সংলগ্ন মিউনিসিপালিটি মার্কেটের সামনে। পেশায় ব্যবসায়ী রায়কতপাড়ার বাসিন্দা জয়দীপ মুখোপাধ্যায় উকিলপাড়ার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তোলে।টাকা বাইকের ডিগিতে রাখে।এরপর সে কীছুটা দূরে এক পরিচিতি বাড়িতে যায়। টাকা বাইকের ডিগিতেই ছিল। পরিচিত বাড়িতে ঢুকতেই এক ব্যক্তি বাইকের ডিগি ভেঙে টাকা বের করে পালাতে যায়। সেই সময় জয়দীপ দৌড়ে গিয়ে ধরে ফেলেন। জানা গেছে ধৃত অভিযুক্ত ব্যক্তি ব্যাঙ্ক থেকে জয়দীপের উপর নজর রাখছিল। Body:এদিন জয়দীপ মুখোপাধ্যায় বলেন, আমি ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে আমার মোটর বাইকের ডিগিতে রেখেছিলাম। তারপর বাইক নিয়ে কিছুটা দূরে এক পরিচিতের বাড়িতে ঢুকি।হঠাৎ একটা আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি আমার বাইকের ডিগি খোলা।দেখি একটা হেলমেট পরা লোক বাইকে স্ট্রার্ট দিতে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে তাকে ধরি।এরপর চোর চোর বলে চিৎকার করাতে স্থানীয়রা দৌড়ে এসে চোরটিকে ধরে ফেলে। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত ব্যক্তিকে।Conclusion:প্রত্যক্ষদর্শী উত্তম দাস বলেন, বাইকের ডিঙ্গি লক খুলে টাকা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে যায় ঐ ব্যক্তি। এরপর স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়।

এদিক কোতয়ালির আই সি বিশ্বাশ্রয় সরকার বলেন, ছিনতাই করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।তার কাছ থেকে বন্ধুক, গুলি উদ্ধার হয়েছে।।
Last Updated : Aug 30, 2019, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.