জলপাইগুড়ি, 26 জুন : ছেলের খুনের বদলা নিতে পালটা খুন । ছেলের খুনে অভিযুক্ত জামিন পেয়ে বাড়িতে ফিরতেই তাঁকে খুন করার অভিযোগ উঠল(Murdered Accused Man Murder at Jalpaiguri)। "আমার ছেলেকে ওরা মেরেছিল । তাই মারের বদলা মার । আমরা ওকে এখানে থাকতে দেব না । আমার ছেলেকে মেরে ফেলেছে বলেই আজকের এই ঘটনা । তবে কে মেরেছে তা আমি দেখিনি বলতে পারব না ৷" অকপট স্বীকার অভিযুক্তের স্ত্রীর ৷ মৃতের নাম দিনেশ বর্মন (59)। রবিবার দিনেশ বর্মনের বাড়িতে ঢুকে তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী খোকা বসাকের পরিবারের বিরুদ্ধে ৷
খবর পেয়েই জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । মৃত দিনেশ বর্মনের দেহ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বাটাম, বাঁশ ও পাথর । আইসি অর্ঘ্য সরকার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
আরও পড়ুন : Love Triangle Murder : অন্য ছেলের সঙ্গে সম্পর্কের কারণে প্রেমিকাকে খুন ! অকপট প্রেমিক
গত বছর 26 অগস্ট জলপাইগুড়ি শহর সংলগ্ন সেনপাড়া উত্তর সুকান্তনগরে মৃত দিনেশ বর্মনের বাড়ির পাশে তাঁর শ্যালকের বাড়িতে রাজা বসাক নামে এক যুবককে ঘরের ভিতর বেঁধে খুন করা হয় । অভিযোগ ছিল, জলপাইগুড়ি উত্তর সুকান্ত নগর কলোনির বাসিন্দা দিনেশ বর্মনের বাড়িতে তাঁর শ্যালক পরেশ বর্মন স্ত্রী রীনাকে নিয়ে থাকতেন । খোকা বসাকের ছেলে রাজার সঙ্গে পরেশের স্ত্রী-র অবৈধ সম্পর্ক ছিল । 26 অগস্ট 2021 তারিখ বিকেলে রীনার সঙ্গে দেখা করতে আসে রাজা ৷ শ্যালকের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে রাজার দুই চোখ খুবলে, হাত কেটে নিয়ে তাঁকে খুন করা হয় ৷ সেই খুনের অভিযোগ ওঠে দিনেশ বর্মন, তাঁর ছেলে অনন্ত বর্মন ও দিনেশের শ্যালক পরেশ বর্মনের বিরুদ্ধে ৷ আদালতের নির্দেশে জেল হয় অভিযুক্তদের ৷
আরও পড়ুন : Minor Girl Raped: ধূপগুড়িতে পাটের খেতে নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্ত যুবক পলাতক
মৃত দিনেশ বর্মনের ছেলে অনন্ত বর্মন এই প্রসঙ্গে বলেন, "জেল খেটে বাড়ি ফেরার আগে থেকেই মৃত রাজার বসাকের পরিবারের থেকে হুমকি আসছিল ৷ দু'মাস ধরে বাড়িতে আসতে পারছিলাম না খোকা বসাকের পরিবারের হুমকির কারণে । এলেই আমাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছিল । কিন্তু স্থানীয় পঞ্চায়েত, ক্লাবের ছেলে ও প্রতিবেশীদের কথায় রবিবার সকালে আমি, বাবা দিনেশ বর্মন, মা অলোকা বর্মন ও বোন নমিতাকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকে দেখি বাড়ির সব কিছুই ভাঙচুর করা হয়েছে । সব পরিষ্কার করছিলাম । এমন সময় খোকা বসাকের পরিবারের ও আত্মীয়রা আমাদের উপর চড়াও হয় ও ঢিল মারতে থাকে । বাবাকে একা পেয়ে ঘরে পেটাতে থাকে । তাতেই বাবা মারা যায় । আমরা এই এলাকাতেই থাকতে চাইছিলাম না । জমি বাড়ি বিক্রি করে চলে যেতে চাইছিলাম । কিন্তু আসার পর এমন হবে ভাবতেই পারিনি ।"
এদিকে অভিযুক্ত খোকা বসাকের স্ত্রী সোমা বসাক বলেন, "আমি কাজের থেকে ফিরে এসে শুনি মারধরের ঘটনা ঘটেছে । যারা আমার ছেলেকে মারল তারা সাহস পায় কীভাবে বাড়ি ফেরার ৷ আমার ছেলেকে ওরা মেরেছিল । সেই আক্রোশ আমার যাবে না । আমি এখন কী করব ? তাই মারের বদলা মার । আমরা ওকে এখানে থাকতে দেব না । আমার ছেলেকে মেরে ফেলেছে বলেই আজকের এই ঘটনা ।"
আরও পড়ুন : Husband Attempt to Murder Wife : স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা ! 10 বছরের সশ্রম কারাদণ্ড স্বামীর