ETV Bharat / state

প্রথম সভা দিনহাটায়, 5 এপ্রিল থেকে টানা প্রচারে মমতা - coochbehar

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে 7-9 টি সভা করবেন তৃণমূল নেত্রী।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 1, 2019, 2:01 AM IST

Updated : Apr 1, 2019, 7:30 AM IST

জলপাইগুড়ি, 1এপ্রিল : জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সাত থেকে ন'টি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য তিনটি, আলিপুরদুয়ারে চারটি ও জলপাইগুড়িতে দু'টি সভা করবেন তিনি।

4 এপ্রিল অসমে সভা রয়েছে তৃণমূল নেত্রীর। সেখান থেকে আসবেন কোচবিহারে। 5এপ্রিল দিনহাটায় সভা করার পাশাপাশি আরও দু'টি সভা করবেন। সেখান থেকে আসবেন জলপাইগুড়ির চালসায়।

6 এপ্রিল চালসা থেকে হেলিকপ্টারে যাবেন বারোবিশায়। সেখানে আলিপুরদুয়ারের প্রার্থী দশরথ তিরকের হয়ে সভা করবেন। সেখান থেকে যাবেন কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে। সেখানে সভা করে ফের আসবেন চালসায়।

7 এপ্রিল চালসা থেকে যাবেন ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে। সেখানে প্রার্থী বিজয়চন্দ্র বর্মণের হয়ে সভা করবেন তৃণমূল নেত্রী। সভার পর সেখান থেকে হেলিকপ্টারে আলিপুরদুয়ারের ফালাকাটা টাউন ক্লাবের মাঠে সভা করতে যাবেন। সেখানে থেকে ফের চালসায় আসবেন।

পরদিন নাগরাকাটার ইউরোপিয়ান ক্লাবের মাঠে সভা করবেন। সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহার টাউন রাসমেলার মাঠে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে সভা করবেন। সভা শেষে যাবেন শিলিগুড়িতে। 8তারিখ সেখানেই থাকবেন। পরদিন রাজগঞ্জ ব্লকে সভা করবেন বলে খবর।

জলপাইগুড়ি, 1এপ্রিল : জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সাত থেকে ন'টি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য তিনটি, আলিপুরদুয়ারে চারটি ও জলপাইগুড়িতে দু'টি সভা করবেন তিনি।

4 এপ্রিল অসমে সভা রয়েছে তৃণমূল নেত্রীর। সেখান থেকে আসবেন কোচবিহারে। 5এপ্রিল দিনহাটায় সভা করার পাশাপাশি আরও দু'টি সভা করবেন। সেখান থেকে আসবেন জলপাইগুড়ির চালসায়।

6 এপ্রিল চালসা থেকে হেলিকপ্টারে যাবেন বারোবিশায়। সেখানে আলিপুরদুয়ারের প্রার্থী দশরথ তিরকের হয়ে সভা করবেন। সেখান থেকে যাবেন কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে। সেখানে সভা করে ফের আসবেন চালসায়।

7 এপ্রিল চালসা থেকে যাবেন ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে। সেখানে প্রার্থী বিজয়চন্দ্র বর্মণের হয়ে সভা করবেন তৃণমূল নেত্রী। সভার পর সেখান থেকে হেলিকপ্টারে আলিপুরদুয়ারের ফালাকাটা টাউন ক্লাবের মাঠে সভা করতে যাবেন। সেখানে থেকে ফের চালসায় আসবেন।

পরদিন নাগরাকাটার ইউরোপিয়ান ক্লাবের মাঠে সভা করবেন। সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহার টাউন রাসমেলার মাঠে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে সভা করবেন। সভা শেষে যাবেন শিলিগুড়িতে। 8তারিখ সেখানেই থাকবেন। পরদিন রাজগঞ্জ ব্লকে সভা করবেন বলে খবর।

Intro:জলপাইগুড়ি ঃ ভোটের মুখে পুলিশের নাকা চেকিং এ উদ্ধার টাকা। জলপাইগুড়ি শিলিগুড়ি গামী ৩১ ঞ্জং জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং এর সময় উদ্ধার টাকা।পাশাপাশি এক গাড়ি থেকে উদ্ধার হল গাঁজা। আসাম নম্বরের গাড়ি থেকে 35 কেজি গাঁজা উদ্ধার করে পুলিস।অন্যদিকে টাকা নিয়ে গাড়িটি শিলিগুড়ির দিক থেকে আসামের দিকে যাচ্ছিল। পাঞ্জাবের দুই বাসিন্দার থেকে জলপাইগুড়ি গোশালা মোড়ে নাকা চেকিং এর সময় উদ্ধার দেড় লক্ষ টাকা। মারুতি সুইফট গাড়ি যার ML 10 A5687 থেকেই টাকা উদ্ধার করেছে পুলিশ।বলদেব সিং (৪৮) ও গুরপ্রতি সিং (২২) দুজনকে আটক করেছে পুলিশ।দুজনেরই বাড়ি পাঞ্জাবের বারনালা থানা এলাকায়।তাদের কাছ থেকে গাড়িতে থাকা একটি ব্যাগে দেড় লক্ষ টাকা পাওয়া যায় বলে কোতয়ালির আইসি বিশ্বাশ্রয় সরকার জানান।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভোটের মুখে তারা এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন।এই টাকা কোন উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।এই টাকা তারা কোথা থেকে পেয়েছে বা কোন ব্যাঙ্ক থেকে তুলেছে এখনো কোন কাগজ দেখাতে পারে নি।


Body:WB_JAL_31MAR_NAKA_ABHIJIT_7203427


Conclusion:WB_JAL_31MAR_NAKA_ABHIJIT_7203427
Last Updated : Apr 1, 2019, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.