জলপাইগুড়ি, 1এপ্রিল : জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সাত থেকে ন'টি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য তিনটি, আলিপুরদুয়ারে চারটি ও জলপাইগুড়িতে দু'টি সভা করবেন তিনি।
4 এপ্রিল অসমে সভা রয়েছে তৃণমূল নেত্রীর। সেখান থেকে আসবেন কোচবিহারে। 5এপ্রিল দিনহাটায় সভা করার পাশাপাশি আরও দু'টি সভা করবেন। সেখান থেকে আসবেন জলপাইগুড়ির চালসায়।
6 এপ্রিল চালসা থেকে হেলিকপ্টারে যাবেন বারোবিশায়। সেখানে আলিপুরদুয়ারের প্রার্থী দশরথ তিরকের হয়ে সভা করবেন। সেখান থেকে যাবেন কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে। সেখানে সভা করে ফের আসবেন চালসায়।
7 এপ্রিল চালসা থেকে যাবেন ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে। সেখানে প্রার্থী বিজয়চন্দ্র বর্মণের হয়ে সভা করবেন তৃণমূল নেত্রী। সভার পর সেখান থেকে হেলিকপ্টারে আলিপুরদুয়ারের ফালাকাটা টাউন ক্লাবের মাঠে সভা করতে যাবেন। সেখানে থেকে ফের চালসায় আসবেন।
পরদিন নাগরাকাটার ইউরোপিয়ান ক্লাবের মাঠে সভা করবেন। সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহার টাউন রাসমেলার মাঠে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে সভা করবেন। সভা শেষে যাবেন শিলিগুড়িতে। 8তারিখ সেখানেই থাকবেন। পরদিন রাজগঞ্জ ব্লকে সভা করবেন বলে খবর।