ETV Bharat / state

বানারহাটে পায়ে হেঁটে জনস্রোতে মিশে গেলেন মমতা, বৃদ্ধার বাড়িতে ঢুকে খেলেন চা - জলপাইগুড়িতে মমতা

Mamata Banerjee in Jalpaiguri: আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়িতে গিয়ে জনস্রোতে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক বৃদ্ধার বাড়িতে ঢুকে পড়ে সেখানে চা খেলেন তিনি ৷

Mamata Banerjee visits house of local old lady
বৃদ্ধার বাড়িতে ঢুকে চা খেলেন মমতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 5:13 PM IST

Updated : Dec 10, 2023, 7:20 PM IST

বানারহাটে পায়ে হেঁটে জনস্রোতে মিশে গেলেন মমতা

বানারহাট, 10 ডিসেম্বর: আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি পৌঁছেই ফের জনসংযোগে মন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার জলপাইগুড়িতে পৌঁছে জনস্রোতে মিশে গেলেন তিনি । স্থানীয় এক বৃদ্ধার বাড়িতে ঢুকে পড়ে সেখানে চা খেলেন মুখ্যমন্ত্রী ৷ খোশ গল্প জুড়ে দিলেন উপস্থিত সবার সঙ্গে ৷ মুখ্যমন্ত্রীকে চেনা ছন্দে পেয়ে আপ্লুত স্থানীয় মানুষজন ৷

রবিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক শেষ করে বানারহাট হাইস্কুলের মাঠে হেলিকপ্টারে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।হেলিকপ্টার থেকে নেমেই প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পায়ে হাঁটা শুরু করেন তিনি । এরপরই তিনি আদর্শপল্লির শীতলা মন্দিরে পুজো দেন ।পুজো দিয়ে বেরিয়ে রাস্তার পাশে প্রতিভা ভদ্র নামে এক বৃদ্ধাকে দেখে প্রণাম করেন মুখ্যমন্ত্রী । তাঁর শারীরিক খোঁজ খবর নিতে সোজা ঢুকে পড়েন ওই বৃদ্ধার কাঠের বাড়িতে ।

স্বয়ং মুখ্যমন্ত্রীকে এভাবে বাড়ির ভেতরে দেখে তখন সবকিছু তালগোল পাকিয়ে গিয়েছে পরিবারের সদস্যদের ৷ বাড়িতে ঢুকেই ঠাকুরঘর, রান্নাঘর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী । এরপরই তিনি চা খেতে চান ওই বাড়ির লোকেদের হাতে ৷ প্রতিভা ভদ্রের ছেলের বউ মুখ্যমন্ত্রীকে চা বানিয়ে দেন । তাঁদের শীতের চাদর উপহার দিয়েছেন মমতা ।

মুখ্যমন্ত্রীকে চা খাইয়ে আবেগে ভাসছে বানারহাটের আদর্শপল্লির প্রতিভা ভদ্রের পরিবার । প্রতিভা ভদ্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "প্রথমেই মুখ্যমন্ত্রী আমাকে প্রণাম করেন । এরপর আমার শারীরিক খোঁজখবর নেন । আমার বাড়ির ঠাকুরঘর, রান্নাঘর ঘুরে দেখেন । কী রান্না হয়েছে তাও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী । আমার অনেকদিনের ইচ্ছে ছিল, মুখ্যমন্ত্রীকে দেখব । সেই স্বপ্ন এ দিন পূরণ হল । এটা আমার কাছে স্বপ্নেরও অতীত ।"

প্রতিভার ভদ্রের পুত্রবধূ রীতা পোখরেল ভদ্র বলেন, "জানতাম না মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে আসবেন । এক কাপ চা আর জল খেলেন । আমরা সত্যি খুবই আনন্দিত । কী যে বলব তা ভাষায় প্রকাশ করতে পারছি না ।"

আরও পড়ুন:

  1. 'আমাদের টাকা দিন, নয়তো গদি ছাড়ুন !' আলিপুরদুয়ার থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
  2. চা শ্রমিকরা জমির পাট্টা ছাড়াও পাবেন বাড়ি তৈরির টাকা, আলিপুরদুয়ারে কল্পতরু মমতা
  3. রাজ্যে আদিবাসীদের বহু ভুয়ো শংসাপত্র হয়েছে, বাতিল করবে সরকার: মমতা

বানারহাটে পায়ে হেঁটে জনস্রোতে মিশে গেলেন মমতা

বানারহাট, 10 ডিসেম্বর: আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি পৌঁছেই ফের জনসংযোগে মন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার জলপাইগুড়িতে পৌঁছে জনস্রোতে মিশে গেলেন তিনি । স্থানীয় এক বৃদ্ধার বাড়িতে ঢুকে পড়ে সেখানে চা খেলেন মুখ্যমন্ত্রী ৷ খোশ গল্প জুড়ে দিলেন উপস্থিত সবার সঙ্গে ৷ মুখ্যমন্ত্রীকে চেনা ছন্দে পেয়ে আপ্লুত স্থানীয় মানুষজন ৷

রবিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক শেষ করে বানারহাট হাইস্কুলের মাঠে হেলিকপ্টারে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।হেলিকপ্টার থেকে নেমেই প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পায়ে হাঁটা শুরু করেন তিনি । এরপরই তিনি আদর্শপল্লির শীতলা মন্দিরে পুজো দেন ।পুজো দিয়ে বেরিয়ে রাস্তার পাশে প্রতিভা ভদ্র নামে এক বৃদ্ধাকে দেখে প্রণাম করেন মুখ্যমন্ত্রী । তাঁর শারীরিক খোঁজ খবর নিতে সোজা ঢুকে পড়েন ওই বৃদ্ধার কাঠের বাড়িতে ।

স্বয়ং মুখ্যমন্ত্রীকে এভাবে বাড়ির ভেতরে দেখে তখন সবকিছু তালগোল পাকিয়ে গিয়েছে পরিবারের সদস্যদের ৷ বাড়িতে ঢুকেই ঠাকুরঘর, রান্নাঘর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী । এরপরই তিনি চা খেতে চান ওই বাড়ির লোকেদের হাতে ৷ প্রতিভা ভদ্রের ছেলের বউ মুখ্যমন্ত্রীকে চা বানিয়ে দেন । তাঁদের শীতের চাদর উপহার দিয়েছেন মমতা ।

মুখ্যমন্ত্রীকে চা খাইয়ে আবেগে ভাসছে বানারহাটের আদর্শপল্লির প্রতিভা ভদ্রের পরিবার । প্রতিভা ভদ্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "প্রথমেই মুখ্যমন্ত্রী আমাকে প্রণাম করেন । এরপর আমার শারীরিক খোঁজখবর নেন । আমার বাড়ির ঠাকুরঘর, রান্নাঘর ঘুরে দেখেন । কী রান্না হয়েছে তাও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী । আমার অনেকদিনের ইচ্ছে ছিল, মুখ্যমন্ত্রীকে দেখব । সেই স্বপ্ন এ দিন পূরণ হল । এটা আমার কাছে স্বপ্নেরও অতীত ।"

প্রতিভার ভদ্রের পুত্রবধূ রীতা পোখরেল ভদ্র বলেন, "জানতাম না মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে আসবেন । এক কাপ চা আর জল খেলেন । আমরা সত্যি খুবই আনন্দিত । কী যে বলব তা ভাষায় প্রকাশ করতে পারছি না ।"

আরও পড়ুন:

  1. 'আমাদের টাকা দিন, নয়তো গদি ছাড়ুন !' আলিপুরদুয়ার থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার
  2. চা শ্রমিকরা জমির পাট্টা ছাড়াও পাবেন বাড়ি তৈরির টাকা, আলিপুরদুয়ারে কল্পতরু মমতা
  3. রাজ্যে আদিবাসীদের বহু ভুয়ো শংসাপত্র হয়েছে, বাতিল করবে সরকার: মমতা
Last Updated : Dec 10, 2023, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.