ETV Bharat / state

জলপাইগুড়িতে রাস্তা সংস্কার নিয়ে গন্ডগোল, মারধরের অভিযোগ - some noises makes at jalpaiguri municipality

জলপাইগুড়ি পৌরসভা এলাকায় রাস্তা সংস্কারের কাজকে কেন্দ্র করে উত্তেজনা ৷ মারধরের অভিযোগ ।

জলপাইগুড়ি পৌরসভার রাস্তা সংষ্কার নিয়ে বচসা
জলপাইগুড়ি পৌরসভার রাস্তা সংষ্কার নিয়ে বচসা
author img

By

Published : Nov 5, 2020, 11:04 AM IST

জলপাইগুড়ি, 5 নভেম্বর : সিমেন্টের রাস্তা তৈরিকে কেন্দ্র করে ঝামেলা জলপাইগুড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে ৷ ঘটনায় 24 নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর অম্লান মুন্সিকে মারধর ও গালিগালাজের অভিযোগ উঠল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোসের ভাই উত্তম বোস ও পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যশপ্রকাশ দেবদাসের বিরুদ্ধে । জলপাইগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন অম্লান মুন্সি ।

গতকাল পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের দেবনাথ কলোনি এলাকায় একটি সিমেন্টের রাস্তা তৈরির করার কাজ চলছিল । কিন্তু কাজ শুরু হওয়ার পর পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পৌরসভার কোঅর্ডিনেটর অম্লান মুন্সি ওই কাজ বন্ধ করে দেন ।

নিম্নমানের কাজ হচ্ছিল বলে অভিযোগ । ওই রাস্তাটি 18 ও 24 নম্বর ওয়ার্ডের সংযোগকারী রাস্তা । কিন্তু পুরো রাস্তাটি সংস্কার না করে শুধু 18 নম্বর ওয়ার্ডের অংশেই কাজ করা হচ্ছিল । কাজ বন্ধ করতে গেলে অম্লান মুন্সির সঙ্গে উত্তম বোসের বচসা হয় ৷

পৌরসভার রাস্তা সংস্কার নিয়ে বচসা ৷ দেখুন ভিডিয়ো...

খবর পেয়ে যশপ্রকাশ দেবদাস ঘটনাস্থানে আসেন ৷ তার সঙ্গেও বচসা হয় অম্লান মুন্সির ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ অম্লান মুন্সি বলেন, "স্থানীয়দের অভিযোগ পেয়ে কাজ দেখতে যাই ৷ সেখানে গিয়ে দেখি নিম্নমানের কাজ হচ্ছে ৷ তার প্রতিবাদ করতেই উত্তম বোস আমার উপর চড়াও হয় ৷ আমাকে গলা ধাক্কা দেয় ৷ তারপর যশপ্রকাশ দেবদাস এলে তার সঙ্গেও বচসা হয় ৷ আমাকে গালিগালাজ করা হয় ৷"

তিনি আরও বলেন, "রাস্তা করতে গেলে পুরো রাস্তা করার প্রয়োজন ৷ তা কেন হচ্ছে না ? আর কেন নিম্নমানের রাস্তা তৈরি করা হচ্ছে ? এসব প্রশ্ন করাটাই আমার অন্যায় হয়ে দাঁড়িয়েছে ৷ থানার দ্বারস্থ হয়েছি ৷"

অভিযুক্ত উত্তম বোস বলেন, "হঠাৎ করে আমাদের 18 নম্বর ওয়ার্ডের কাজ বন্ধ করে দেন অম্লান মুন্সি । এরপর বচসা হয় । পৌরসভার ইঞ্জিনিয়ার আসেন । তাঁর দাবি, কেন পুরো কাজ হচ্ছে না । আমার সঙ্গে কারও মারপিট হয়নি ।" অন্য অভিযুক্ত যশপ্রকাশ দেবদাস এপ্রসঙ্গে বলেন, "কাজ বন্ধ হয়ে আছে খবর পেয়েই আমি ঘটনাস্থানে যাই । সিমেন্টের রাস্তা তৈরির কাজ হচ্ছিল । পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে 51 মিটারের কাজ ছিল । অম্লান মুন্সি এসে কাজ বন্ধ করে দিয়েছিলেন । আমি এসে কাজ শুরু করিয়েছি ।"

জলপাইগুড়ি, 5 নভেম্বর : সিমেন্টের রাস্তা তৈরিকে কেন্দ্র করে ঝামেলা জলপাইগুড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে ৷ ঘটনায় 24 নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর অম্লান মুন্সিকে মারধর ও গালিগালাজের অভিযোগ উঠল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোসের ভাই উত্তম বোস ও পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যশপ্রকাশ দেবদাসের বিরুদ্ধে । জলপাইগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন অম্লান মুন্সি ।

গতকাল পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের দেবনাথ কলোনি এলাকায় একটি সিমেন্টের রাস্তা তৈরির করার কাজ চলছিল । কিন্তু কাজ শুরু হওয়ার পর পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পৌরসভার কোঅর্ডিনেটর অম্লান মুন্সি ওই কাজ বন্ধ করে দেন ।

নিম্নমানের কাজ হচ্ছিল বলে অভিযোগ । ওই রাস্তাটি 18 ও 24 নম্বর ওয়ার্ডের সংযোগকারী রাস্তা । কিন্তু পুরো রাস্তাটি সংস্কার না করে শুধু 18 নম্বর ওয়ার্ডের অংশেই কাজ করা হচ্ছিল । কাজ বন্ধ করতে গেলে অম্লান মুন্সির সঙ্গে উত্তম বোসের বচসা হয় ৷

পৌরসভার রাস্তা সংস্কার নিয়ে বচসা ৷ দেখুন ভিডিয়ো...

খবর পেয়ে যশপ্রকাশ দেবদাস ঘটনাস্থানে আসেন ৷ তার সঙ্গেও বচসা হয় অম্লান মুন্সির ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ অম্লান মুন্সি বলেন, "স্থানীয়দের অভিযোগ পেয়ে কাজ দেখতে যাই ৷ সেখানে গিয়ে দেখি নিম্নমানের কাজ হচ্ছে ৷ তার প্রতিবাদ করতেই উত্তম বোস আমার উপর চড়াও হয় ৷ আমাকে গলা ধাক্কা দেয় ৷ তারপর যশপ্রকাশ দেবদাস এলে তার সঙ্গেও বচসা হয় ৷ আমাকে গালিগালাজ করা হয় ৷"

তিনি আরও বলেন, "রাস্তা করতে গেলে পুরো রাস্তা করার প্রয়োজন ৷ তা কেন হচ্ছে না ? আর কেন নিম্নমানের রাস্তা তৈরি করা হচ্ছে ? এসব প্রশ্ন করাটাই আমার অন্যায় হয়ে দাঁড়িয়েছে ৷ থানার দ্বারস্থ হয়েছি ৷"

অভিযুক্ত উত্তম বোস বলেন, "হঠাৎ করে আমাদের 18 নম্বর ওয়ার্ডের কাজ বন্ধ করে দেন অম্লান মুন্সি । এরপর বচসা হয় । পৌরসভার ইঞ্জিনিয়ার আসেন । তাঁর দাবি, কেন পুরো কাজ হচ্ছে না । আমার সঙ্গে কারও মারপিট হয়নি ।" অন্য অভিযুক্ত যশপ্রকাশ দেবদাস এপ্রসঙ্গে বলেন, "কাজ বন্ধ হয়ে আছে খবর পেয়েই আমি ঘটনাস্থানে যাই । সিমেন্টের রাস্তা তৈরির কাজ হচ্ছিল । পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে 51 মিটারের কাজ ছিল । অম্লান মুন্সি এসে কাজ বন্ধ করে দিয়েছিলেন । আমি এসে কাজ শুরু করিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.