জলপাইগুড়ি, 21 অক্টোবর : জলপাইগুড়ি (Jalpaiguri) রিহ্যাব সেন্টারে (Rehab Home) মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু (Madhyamik Student Died) । রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে ওই ছাত্রের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে ছাত্রের পরিবার । মৃত ছাত্রের নাম ময়ুখ গুহ (15)। বাড়ি ময়নাগুড়ি ফার্ম শহিদগড় পাড়ায় । হাসপাতালে মৃতদেহ ফেলে রেখে হোম কর্তৃপক্ষ পালিয়ে যায় বলে অভিযোগ ।
ছাত্রের মা রুমকি গুহর অভিযোগ, "মোবাইলে আসক্তি কাটাতে ছেলেকে জলপাইগুড়ি পাণ্ডাপাড়ার পরিবর্তন ফাউন্ডেশন নামে একটি হোমে দিয়েছিলাম । গত জুলাই মাসে হোমে দিয়েছিলাম ছেলেকে । গত দু'দিন ধরে ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম । কিন্তু আমাদের দেখা করতে দেওয়া হয়নি । শুধু তাই নয়, ছেলে যে অসুস্থ সেটাও আমাদের জানানো হয়নি । আজ দেখা করতে চাইলে বলা হয় পরে আসতে । আজই দুপুরে হঠাৎ আমাদের ফোন করে জানানো হয়, ছেলে গুরুতর অসুস্থ । সুপার স্পেশালিটি হাসপাতালে এসে দেখি ছেলে মরে পড়ে আছে । আমার ছেলেকে মেরে ফেলেছে হোম কর্তৃপক্ষ ৷"
আরও পড়ুন: Durgapur Suicide : পরকীয়ার জেরে আত্মঘাতী যুবক, বাড়ি ভাঙচুর কাঁকসায়
ছাত্রের বাবা বিভাস গুহ বলেছেন, "আমার ছেলে জেলা স্কুলের মাধ্যমিকের ছাত্র ছিল । দু'দিন থেকে ছেলের মা গরম জামাকাপড় দেবে বলে ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু দেখা করতে দেওয়া হয়নি । ওরা বলে দু'দিন পরে আসতে । কিন্তু আজ হঠাৎ বলে ছেলে অসুস্থ । এসে দেখি ছেলে মারা গিয়েছে । আমি হোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব ।"
আরও পড়ুন : Life Imprisonment: আসানসোলে পোস্টমাস্টার খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড
যদিও পাণ্ডাপাড়া হোম কর্তৃপক্ষ যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে ৷ তাদের প্রতিনিধি সৌনক মণ্ডল বলেন, "আমাদের কোনও গাফিলতি নেই । আজ সকাল থেকে সব ঠিকঠাকই ছিল । সকালে পেটে ব্যথার কথা বলায় ছেলেটিকে আমরা ভিডিয়ো কলিঙের মাধ্যমে ডাক্তার দেখাই । তিনি হাসপাতালে ভর্তি করাতে বলেন ৷ আমরা হাসপাতালে নিয়ে যাই, সেখানেই ছেলেটি মারা যায় । আমরা ছেলেটির কাকাকে অসুস্থ হওয়ার কথা জানিয়েছিলাম ।"
আরও পড়ুন: House Collapse : পাথুরিয়াঘাটা স্ট্রিটে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ
এ দিকে কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে ৷
আরও পড়ুন: Mamata Banerjee : বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে চলতি মাসেই গোয়া যেতে পারেন মমতা