জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর : ড্রাইভারকে মেরে দূরপাল্লার বাস হাইজ্যাক করে ডাকাতির ঘটনা ঘটল । 31 নম্বর জাতীয় সড়কের ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি গামী সড়কে ঘটনাটি ঘটেছে । অসমের দিক থেকে করিমপুর গামী ওই বেসরকারি বাসে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ।
জানা গেছে, আজ সন্ধ্যায় অসমের দিক থেকে করিমপুরের দিকে যাচ্ছিল । বাসটিতে প্রায় 60 জন যাত্রী ছিল । পথে ধুপগুড়ি এলাকা থেকে যাত্রী সেজে কয়েকজন ওঠে । গাড়িটি জলঢাকা সেতু পার করে ময়নাগুড়ি থানা এলাকায় ঢুকতেই যাত্রী সেজে ওঠা পাঁচ জন দুষ্কৃতী ড্রাইভারের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে । ড্রাইভারের সিট থেকে উঠিয়ে দেওয়া হয় তাঁকে । গাড়িতে থাকা যাত্রীদের টাকা পয়সা লুটপাট শুরু করে । মারধর করা হয় কন্ডাকটরকেও । ময়নাগুড়ি শহরে ঢোকার কিছু আগে দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে পালিয়ে যায় বলে অভিযোগ ।
গাড়ির চালক কোনওরকমে গাড়িটিকে ময়নাগুড়িতে নিয়ে আসে । এরপর পুলিশকে বিষয়টি জানানো হয় । জখম অবস্থায় গাড়ির ড্রাইভার ও কন্ডাকটরকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । ময়নাগুড়িতে আসেন অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ডেন্ডুপ শেরপা । ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ।