ETV Bharat / state

গোরু পাচার সন্দেহে গাড়ি আটকে বিক্ষোভ, রাস্তা অবরোধ

পিক আপ ভ্যানে করে গোরু পাচার করা হচ্ছে সন্দেহে ভ্যানগুলি আটকে, চাকার হাওয়া খুলে নিলেন স্থানীয়রা ৷ চলল পথ অবরোধ, বিক্ষোভ ৷ পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ ৷

বিক্ষোভ স্থানীয়দের
author img

By

Published : Oct 11, 2019, 3:14 PM IST

Updated : Oct 11, 2019, 3:41 PM IST

ধুপগুড়ি, 11 অক্টোবর : গোরু পাচার করা হচ্ছে সন্দেহে তিনটি পিক আপ ভ্যান আটকে বিক্ষোভ ৷ পথ অবরোধ স্থানীয়দের ৷ ধুপগুড়ি ব্লকের শালবাড়ির এলাকার ঘটনা ৷ ঘটনাস্থানে পুলিশ ও RAF গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

আজ সকালে ধুপগুড়ি জুড়াপানি এলাকায় ওভারব্রিজের কাছে একটি গোরু বোঝাই পিক আপ ভ্যান ধুপগুড়ির দিক থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল ৷ ওই সময় পিক আপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ দুটি গোরুর মৃত্যু হয় ৷ আহত হয় দুটি গোরু ৷ সেইসময় দুর্ঘটনাস্থান দিয়ে যাচ্ছিল অন্য তিনটি পিক আপ ভ্যান ৷ দুর্ঘটনাগ্রস্ত পিক আপ ভ্যানটিকে দেখে ওই তিনটি পিক আপ ভ্যান দাঁড়িয়ে যায় ৷ আহত দুটি গোরুকে সেই পিক আপ ভ্যানগুলিতে তুলে নেওয়া হয় ৷ এরপর ওই তিনটি পিক আপ ভ্যান রওনা দেয় ধুপগুড়ির দিকে ৷ কিন্তু শালবাড়ি এলাকায় একটি পিক আপ ভ্যান থেকে আহত একটি গোরু রাস্তায় পড়ে যায় ৷ ওই পিক আপ ভ্যানগুলিতে গোরু পাচার করা হচ্ছে এই সন্দেহে ঘটনাটি দেখতে পেয়েই সেগুলিকে আটক করেন স্থানীয়রা ৷ পিক আপ ভ্যানের চালকদের জিজ্ঞাসাবাদ করায় তাদের কথায় অসংগতি ধরা পড়ে বলে অভিযোগ ৷

দেখুন ভিডিয়ো . . .

এরপরই স্থানীয়রা ওই পিক আপ ভ্যানগুলির চাকার হাওয়া ছেড়ে দেন ৷ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা ৷ RAF নামানো হয় ৷ পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ৷ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷

ধুপগুড়ি, 11 অক্টোবর : গোরু পাচার করা হচ্ছে সন্দেহে তিনটি পিক আপ ভ্যান আটকে বিক্ষোভ ৷ পথ অবরোধ স্থানীয়দের ৷ ধুপগুড়ি ব্লকের শালবাড়ির এলাকার ঘটনা ৷ ঘটনাস্থানে পুলিশ ও RAF গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

আজ সকালে ধুপগুড়ি জুড়াপানি এলাকায় ওভারব্রিজের কাছে একটি গোরু বোঝাই পিক আপ ভ্যান ধুপগুড়ির দিক থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল ৷ ওই সময় পিক আপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ দুটি গোরুর মৃত্যু হয় ৷ আহত হয় দুটি গোরু ৷ সেইসময় দুর্ঘটনাস্থান দিয়ে যাচ্ছিল অন্য তিনটি পিক আপ ভ্যান ৷ দুর্ঘটনাগ্রস্ত পিক আপ ভ্যানটিকে দেখে ওই তিনটি পিক আপ ভ্যান দাঁড়িয়ে যায় ৷ আহত দুটি গোরুকে সেই পিক আপ ভ্যানগুলিতে তুলে নেওয়া হয় ৷ এরপর ওই তিনটি পিক আপ ভ্যান রওনা দেয় ধুপগুড়ির দিকে ৷ কিন্তু শালবাড়ি এলাকায় একটি পিক আপ ভ্যান থেকে আহত একটি গোরু রাস্তায় পড়ে যায় ৷ ওই পিক আপ ভ্যানগুলিতে গোরু পাচার করা হচ্ছে এই সন্দেহে ঘটনাটি দেখতে পেয়েই সেগুলিকে আটক করেন স্থানীয়রা ৷ পিক আপ ভ্যানের চালকদের জিজ্ঞাসাবাদ করায় তাদের কথায় অসংগতি ধরা পড়ে বলে অভিযোগ ৷

দেখুন ভিডিয়ো . . .

এরপরই স্থানীয়রা ওই পিক আপ ভ্যানগুলির চাকার হাওয়া ছেড়ে দেন ৷ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা ৷ RAF নামানো হয় ৷ পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ৷ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷

Intro:Body:দুর্ঘাটনাগ্রস্থ গরুর গাড়ি, মৃত ২ টি গরু।আহত গরু নিয়ে যাবার পথে ফের দুর্ঘটনা। চুরির গরু সন্দেহে গাড়ি আটকে বিক্ষোভ,পথ অবরোধ স্থানীয়দের।ঘটনাস্থলে উত্তেজনা।বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ নিয়ে ঘটনাস্থলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকায়।জানা যায় এদিন সকালে ধূপগুড়ি জুড়াপানী এলাকায় ওভারব্রিজের কাছে একটি গরু বোঝাই পিক আপ ভ্যান ধুপগুড়ির দিক থেকে ফালাকাটার দিকে যাওয়ার পথে দুর্ঘটনা গ্রস্থ হয়।আহত হয় দুইটি গরু এবং দুইটি গরুর মৃত্যু হয়।এরপর দুর্ঘটনাস্থলের সামনে দিয়ে যাওয়া তিনটি পিক আপ ঘটনা দেখে দাঁড়িয়ে যায়।আহত গরু নিয়ে সেই পিক আপ গুলি ধুপগুড়ির দিকে যাওয়ার পথে শালবাড়ি এলাকায় একটি পিক আপ থেকে আহত একটি গরু রাস্তায় পড়ে যায়।ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পিক আপ ভ্যান গুলিকে আটক করে। ঐ তিন পিক আপ ভ্যানের চালকদের জিঞ্জাসাবাদ করলে তাদ্রর কথায় অসঙ্গতি মেলে বলে অভিযোগ।এরপর স্থানীয়রা পিক আপের চাকার হাওয়া ছেড়ে দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। তারা প্রাথমিক পর্যায়ে ব্যর্থ হয়।পরে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন ডেন্ডুপ শেরপা র‍্যাপ নিয়ে ঘটনাস্থলে পৌছান এবং অবরোধ কারীদের সঙ্গে বসে আলোচনা করেন।পুলিশের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হলে সমস্যার জট কাটে।ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর।Conclusion:
Last Updated : Oct 11, 2019, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.