জলপাইগুড়ি, 23 নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উলটে গেল পাট বোঝাই লরি। লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুইজনের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানার অন্তর্গত হসুলডাঙ্গা টোল প্লাজা সংলগ্ন ধারাইগুড়ি এলাকায়। মৃত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ধূপগুড়ি থেকে একটি পাট বোঝাই লরি ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। আচমকাই ধারাইগুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় পাট-সহ উলটে যায় লরিটি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা ৷ গুরুতর আহত অবস্থায় তাঁরাই লরির চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷
এক স্থানীয় বাসিন্দা বলেন, " একটা বিকট আওয়াজ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই ৷ এসেই দেখি একটি পাট বোঝাই লরি উলটে পড়ে আছে ৷ পুলিশ আসার আগেই উদ্ধার কাজে হাত লাগাই ৷ আহত খালাসি ও চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি ৷ "
স্থানীয় বাসিন্দার দুর্ঘটনার খবর দেন ময়নাগুড়ি থানা ও দমকল কেন্দ্রে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীর। স্থানীয়দের সহযোগিতায় উলটে যাওয়া লরির নীচে থেকে পাট সরাতে শুরু করেন ৷ পাটের নীচ থেকে দুইজনের দেহ উদ্ধার হয়। পুলিশ তাদের উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, পাট বোঝাই লরিটিকে আটক করা হয়েছে । পাশাপাশি মৃত দুই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । আরও কেউ পাটের নীচে চাপা পড়ে আছেন কি না তাও দেখা হচ্ছে ৷
আরও পড়ুন: