ETV Bharat / state

বানারহাটে চা বাগানে উদ্ধার চিতাবাঘের দেহ - চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘ শাবকের দেহ

বানারহাটের ডায়না চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের শাবকের মৃতদেহ ৷

leopard deadbody recovered by gorumara range officers from tea garden in jalpaiguri
চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘ শাবকের দেহ
author img

By

Published : Apr 18, 2020, 12:19 AM IST

জলপাইগুড়ি , 17 এপ্রিল : চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের শাবকের মৃতদেহ ৷ বানারহাট থানার ডায়না চা বাগানের ঘটনা ৷ অভিযোগ, ওই শাবকটিকে পিটিয়ে মারা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন গোরুমারা বন্যপ্রাণী শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা ৷ তাঁরা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷

আজ বানারহাট থানার ডায়না চা বাগানের 55 নম্বর সেকশনে একটি চিতাবাঘের শাবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা । শাবকটির দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে ।

এরপর খবর পেয়ে গোরুমারা বন্যপ্রাণী শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা সেখানে আসেন ৷ সেখানে পৌঁছে শাবকটির দেহ উদ্ধার করে নিয়ে যান তাঁরা । বিন্নাগুড়ি রেঞ্জের অর্ঘ্যদীপ রায় বলেন, চিতাবাঘের শাবকটির দেহে আঘাতের চিহ্ন দেখা গেছে । তবে ঠিক কী কারণে চিতাবাঘটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে ।

জলপাইগুড়ি , 17 এপ্রিল : চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের শাবকের মৃতদেহ ৷ বানারহাট থানার ডায়না চা বাগানের ঘটনা ৷ অভিযোগ, ওই শাবকটিকে পিটিয়ে মারা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন গোরুমারা বন্যপ্রাণী শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা ৷ তাঁরা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷

আজ বানারহাট থানার ডায়না চা বাগানের 55 নম্বর সেকশনে একটি চিতাবাঘের শাবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা । শাবকটির দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে ।

এরপর খবর পেয়ে গোরুমারা বন্যপ্রাণী শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা সেখানে আসেন ৷ সেখানে পৌঁছে শাবকটির দেহ উদ্ধার করে নিয়ে যান তাঁরা । বিন্নাগুড়ি রেঞ্জের অর্ঘ্যদীপ রায় বলেন, চিতাবাঘের শাবকটির দেহে আঘাতের চিহ্ন দেখা গেছে । তবে ঠিক কী কারণে চিতাবাঘটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.