ETV Bharat / state

পিতৃবিয়োগের শোক বুঝল না ছোট্ট আমন, গান স্যালুটে শেষ বিদায় শহিদের - গান স্যালুটে জগন্নাথ রায়ের শেষকৃত্য

একদিকে শোকে পাথর মা, জগন্নাথ-পুত্র আমনকে ধরে রয়েছেন আত্মীয় পরিজনরা । তার বাবা ডিউটিতে আছেন, এটাই জানে 3 বছরের আমন ৷

পিতৃবিয়োগের শোক বুঝল না ছোট্ট আমন, গান স্যালুটে শেষ বিদায় শহিদের
পিতৃবিয়োগের শোক বুঝল না ছোট্ট আমন, গান স্যালুটে শেষ বিদায় শহিদের
author img

By

Published : Apr 1, 2021, 12:31 PM IST

ধুপগুড়ি, 1 এপ্রিল : বাড়ি ফিরলেন, তবে কফিনবন্দি হয়ে ৷ ধূপগুড়ির বাসিন্দা সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের নিথর দেহ গতকাল পৌঁছায় তাঁর বাসভবনে ৷ পরে বাসভবন সংলগ্ন এক মাঠে শহিদের মঞ্চ তৈরি করে সেখানে তাঁর দেহ রাখা হয় ৷ জওয়ানের পরিবার পরিজনের চোখের জলের বাঁধ মানেনি ৷ পরিবার পরিজনরা জগন্নাথের মৃত্যুর খবর সোমবার রাতেই পেয়েছিলেন ৷ তাঁর নিথর দেহ বাড়ি আসতেই শোকে পাথর তাঁরা ৷ জগন্নাথ রায়কে শহিদ মঞ্চে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মীরা ৷

25 মার্চ শ্রীনগরের বারমুল্লা লাওয়াপুরোতে টহল দেওয়ার সময় সিআরপিএফ-র 73 নম্বর ব্যাটেলিয়ানের উপর হামলা হয় ৷ জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ ঘটনায় শহিদ হন 2 সেনা জওয়ান এবং জগন্নাথ রায় গুরুতর আহত হন ৷ আহত জগন্নাথ রায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির পশ্চিম শালবাড়ির বাসিন্দা ৷ আহত অবস্থায় তাঁকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার রাতে তাঁর মৃত্যু হয় ৷

আরও পড়ুন : লালবাজারে গান স্যালুটে শেষ বিদায় অমিত ভাওয়ালকে

পিতৃবিয়োগের শোক যে কী তা বুঝতে পারল না 3 বছরের আমন ৷ বাড়ি ভর্তি লোক, কান্নায় ভারী হয়ে উঠেছে চারিদিক ৷ কিন্তু সবার সঙ্গে হাসতে খেলতেই ব্যস্ত সে ৷ অবশেষে, সবাইকে কাঁদতে দেখে কান্না জুড়ল আমনও ৷ তার মুখে একটাই কথা, ডিউটিতে রয়েছে তার বাবা ৷

অন্যদিকে জগন্নাথের দেহ আসতে শোকস্তব্ধ গোটা পরিবার ৷ শহিদের স্ত্রীর চোখে শুধুই শূন্যতা ৷ তাঁদের ছেলে আমন এতটাই ছোটে যে, সে এসব কিছুই বোঝে না ৷ ছুটিতে বাড়ি এলে দিনভর বাবার সঙ্গেই যত তার ভাব আর খেলা ৷ তার বাবা যে আর কোনওদিন ফিরবে না, তা বোঝার বয়স হয়নি ছোট্ট আমনের ৷

ধুপগুড়ি, 1 এপ্রিল : বাড়ি ফিরলেন, তবে কফিনবন্দি হয়ে ৷ ধূপগুড়ির বাসিন্দা সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের নিথর দেহ গতকাল পৌঁছায় তাঁর বাসভবনে ৷ পরে বাসভবন সংলগ্ন এক মাঠে শহিদের মঞ্চ তৈরি করে সেখানে তাঁর দেহ রাখা হয় ৷ জওয়ানের পরিবার পরিজনের চোখের জলের বাঁধ মানেনি ৷ পরিবার পরিজনরা জগন্নাথের মৃত্যুর খবর সোমবার রাতেই পেয়েছিলেন ৷ তাঁর নিথর দেহ বাড়ি আসতেই শোকে পাথর তাঁরা ৷ জগন্নাথ রায়কে শহিদ মঞ্চে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মীরা ৷

25 মার্চ শ্রীনগরের বারমুল্লা লাওয়াপুরোতে টহল দেওয়ার সময় সিআরপিএফ-র 73 নম্বর ব্যাটেলিয়ানের উপর হামলা হয় ৷ জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ ঘটনায় শহিদ হন 2 সেনা জওয়ান এবং জগন্নাথ রায় গুরুতর আহত হন ৷ আহত জগন্নাথ রায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির পশ্চিম শালবাড়ির বাসিন্দা ৷ আহত অবস্থায় তাঁকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার রাতে তাঁর মৃত্যু হয় ৷

আরও পড়ুন : লালবাজারে গান স্যালুটে শেষ বিদায় অমিত ভাওয়ালকে

পিতৃবিয়োগের শোক যে কী তা বুঝতে পারল না 3 বছরের আমন ৷ বাড়ি ভর্তি লোক, কান্নায় ভারী হয়ে উঠেছে চারিদিক ৷ কিন্তু সবার সঙ্গে হাসতে খেলতেই ব্যস্ত সে ৷ অবশেষে, সবাইকে কাঁদতে দেখে কান্না জুড়ল আমনও ৷ তার মুখে একটাই কথা, ডিউটিতে রয়েছে তার বাবা ৷

অন্যদিকে জগন্নাথের দেহ আসতে শোকস্তব্ধ গোটা পরিবার ৷ শহিদের স্ত্রীর চোখে শুধুই শূন্যতা ৷ তাঁদের ছেলে আমন এতটাই ছোটে যে, সে এসব কিছুই বোঝে না ৷ ছুটিতে বাড়ি এলে দিনভর বাবার সঙ্গেই যত তার ভাব আর খেলা ৷ তার বাবা যে আর কোনওদিন ফিরবে না, তা বোঝার বয়স হয়নি ছোট্ট আমনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.