ETV Bharat / state

জমি বিবাদ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন মহিলাকে

author img

By

Published : Jul 5, 2019, 9:56 AM IST

জমি বিবাদের জের । ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশীর হাতে খুন মহিলা।

চিত্র

জলপাইগুড়ি, 5 জুলাই : প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ । বিবাদের জেরে খুন হলেন মহিলা। মারধরে জখম আরও 2 । মৃতের নাম প্রতিমা রায় (54) । ঘটনাটি বুধবার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকার । ঘটনার পর আজ তাঁর মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থানে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল ।

অভিযোগ বৃহস্পতিবার নীরেন্দ্রপুরে জমি নিয়ে বিবাদে জড়িয়ে পরেন প্রতিমা রায়ের পরিবার ও প্রতিবেশী অক্ষয় মন্ডলের পরিবার । প্রতিমা রায় ও তাঁর পরিবারের সঙ্গে প্রতিবেশী অক্ষয় মন্ডল ,সঞ্জয় মন্ডল,মমতা মন্ডল ও সুজিত মন্ডলের বচসা শুরু হয়ে যায় । এরপরই ধারালো অস্ত্র দিয়ে রায় পরিবারের উপর আক্রমণ করা হয় এমনটাই অভিযোগ । তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হলে , সেখানেই মারা যান প্রতিমা দেবী । তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করা হয় সদর হাসপাতালে ।

মৃত্যুর ঘটনার পর আজ অভিযুক্তদের বাড়ি আক্রমণ করেন স্থানীয়রা । আগুন লাগিয়ে দেওয়া হয় মণ্ডল বাড়িতে । ঘটনাস্থানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর যায় দমকলেও । দোষীদের গ্রেপ্তার করার দাবিতে টেকাটুলিতে ময়নাগুড়ি ধূপগুড়ি গামী 31 নং জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা।

মৃত প্রতিমা রায়ের স্বামী প্রিয়নাথ রায় বলেন " আমাদের বাড়ির পাশেই জমি দিয়ে প্রতিবেশী সঞ্জয় মণ্ডলদের সাথে দীর্ঘদিনের সমস্যা ছিল । গতকাল তাঁর পরিবারের লোকজন ঐ জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে গেলে আমার স্ত্রী প্রতিমা,মেয়ে তপতী ও বৌমা ভারতী বাধা দেন । তখনই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁদের উপরে । স্থানীয় লোকজন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় প্রতিমা দেবীকে। সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ঘটনার পরেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এলাকায় পুলিশি টহলদারি চলছে ।

জলপাইগুড়ি, 5 জুলাই : প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ । বিবাদের জেরে খুন হলেন মহিলা। মারধরে জখম আরও 2 । মৃতের নাম প্রতিমা রায় (54) । ঘটনাটি বুধবার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকার । ঘটনার পর আজ তাঁর মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থানে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল ।

অভিযোগ বৃহস্পতিবার নীরেন্দ্রপুরে জমি নিয়ে বিবাদে জড়িয়ে পরেন প্রতিমা রায়ের পরিবার ও প্রতিবেশী অক্ষয় মন্ডলের পরিবার । প্রতিমা রায় ও তাঁর পরিবারের সঙ্গে প্রতিবেশী অক্ষয় মন্ডল ,সঞ্জয় মন্ডল,মমতা মন্ডল ও সুজিত মন্ডলের বচসা শুরু হয়ে যায় । এরপরই ধারালো অস্ত্র দিয়ে রায় পরিবারের উপর আক্রমণ করা হয় এমনটাই অভিযোগ । তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হলে , সেখানেই মারা যান প্রতিমা দেবী । তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করা হয় সদর হাসপাতালে ।

মৃত্যুর ঘটনার পর আজ অভিযুক্তদের বাড়ি আক্রমণ করেন স্থানীয়রা । আগুন লাগিয়ে দেওয়া হয় মণ্ডল বাড়িতে । ঘটনাস্থানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর যায় দমকলেও । দোষীদের গ্রেপ্তার করার দাবিতে টেকাটুলিতে ময়নাগুড়ি ধূপগুড়ি গামী 31 নং জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা।

মৃত প্রতিমা রায়ের স্বামী প্রিয়নাথ রায় বলেন " আমাদের বাড়ির পাশেই জমি দিয়ে প্রতিবেশী সঞ্জয় মণ্ডলদের সাথে দীর্ঘদিনের সমস্যা ছিল । গতকাল তাঁর পরিবারের লোকজন ঐ জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে গেলে আমার স্ত্রী প্রতিমা,মেয়ে তপতী ও বৌমা ভারতী বাধা দেন । তখনই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁদের উপরে । স্থানীয় লোকজন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় প্রতিমা দেবীকে। সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ঘটনার পরেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এলাকায় পুলিশি টহলদারি চলছে ।

Intro:জলপাইগুড়িঃঃ জমিবিবাদের জেরে গতকালই বুধবার প্রতিবেশীদের হাতে মৃত্যু হয় ১ মহিলার, আহত হন আরও ২ জন মহিলা ।আজ মৃত্যুর ঘটনার প্রতিবাদে স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়।এবং আগুন লাগিয়ে দেয়।ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল।মৃত মহিলার নাম প্রতিমা রায়(৫৪)।


ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার নিরেন্দ্রপুর এলাকায়।অভিযোগ গতকাল নিরেন্দ্র পুরে এই জমি নিয়ে বিবাদে জড়িয়ে পরেন প্রতিমা রায়ের পরিবার ও অক্ষয় মন্ডলের পরিবার। অভিযোগ প্রতিমা রায় ও তার তপতি রায় ও বৌমা ভারতী রায়ের সাথে প্রতিবেশি অক্ষয় মন্ডল,সঞ্জয় মন্ডল,মমতা মন্ডল ও সুজিত মন্ডলের বাকবিতন্ডা শুরু হয়ে যায়।এরপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করা হয় প্রতিমাদেবীদের ওপর বলে অভিযোগ।জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান প্রতিমা দেবী। এদিন তার মৃতদেহ ময়নাতদন্ত করা হয় সদর হাসপাতালে।এদিকে মৃত্যুর ঘটনার পর আজ অভিযুক্তদের বাড়ি আক্রমন চালায় স্থানীয়রা।বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং দমকল আগুন নেভায়।এরপর মৃত্যুর কারনে দোষীদের গ্রেপ্তার করার দাবিতে টেকাটুলিতে ময়নাগুড়ি ধুপগুড়ি গামী ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা।

এদিকে মৃত প্রতিমা রায়ের স্বামী প্রিয়নাথ রায় বলেন আমাদের বাড়ির পাশেই জমি দিয়ে প্রতিবেশি সঞ্জয় মন্ডলদের সাথে দির্ঘদিনের সমস্যা ছিল।গতকাল তার পরিবারের লোকজন ঐ জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে গেলে আমার স্ত্রী প্রতিমা রায়,মেয়ে তপতি রায় ও বৌমা ভারতী রায় বাঁধা দিতে গেলে তাদের ওপ্র ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
এরপর মাটিয়ে লুটিয়ে পরে তারা।স্থানীয় কিছু লোকজন তাদের ময়নাগুড়ি গ্রামী হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হলে আমার স্ত্রীকে মৃত বলে ঘোষনা করা হয় । এদিকে ঘটনার পরেই ময়নাগুড়ু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথম রয়েছে।এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। Body:WB_JAL_04JULY_MAYNAGURI_CAWAS_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_04JULY_MAYNAGURI_CAWAS_ABHIJIT_7203427

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.