ETV Bharat / state

Lady Killed at Jalpaiguri: সৎমাকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে আটক যুবতি - সৎ মাকে খুন মেয়ের

জলপাইগুড়ি শহরের জমিদারপাড়া এলাকায় সৎমাকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ যুবতীর বিরুদ্ধে ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷

ETV Bharat
সৎমাকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ
author img

By

Published : Jun 2, 2023, 7:54 PM IST

Updated : Jun 2, 2023, 8:57 PM IST

জলপাইগুড়ি, 2 জুন: সৎমাকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহর সংলগ্ন জমিদারপাড়া এলাকায় । অভিযোগ সৎমাকে খুন করে নিজের বাড়িতেই মাটিতে পুঁতে রাখে মেয়ে । মৃত মহিলার নাম লক্ষ্মী মাঝি (55)। অভিযুক্ত মেয়ের নাম পিংকি মাঝি, বয়স ছাব্বিশ বছর ৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ৷

ঘটনাক্রম থেকে জানা গিয়েছে, সৎ মাকে খুন করে মাটির নিচে পুঁতে রেখে দিব্যি থাকছিল মেয়ে । কয়েকদিন ধরে মহিলাকে দেখতে না পেয়ে সন্দেহ দানা বাঁধে এলাকার বাসিন্দাদের মধ্যে । এরপর শুক্রবার দুপুরে কোতয়ালি থানার পুলিশ এসে বাড়িতে মাটি চাপা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে । মৃতদেহ মাটি খুঁড়ে বের করার কাজ শুরু করে পুলিশ । পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদারপাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ৷

জমিদারপাড়ার বাসিন্দা অসীম রায় বলেন,"আমাকে সকালে স্থানীয়রা ফোন করে জানান এই বাড়ির বৌ কে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না । আমরা পুলিশকে বিষয়টি জানাই । তালা ভেঙে বাড়িতে ঢুকে খোঁজাখুজির পর বাড়িতে কিছুই পাইনি । এরপর এই বাড়ির মেয়ে পিঙ্কি মাঝিকে আমি ফোন করে ডাকি । পিঙ্কি এসে পুলিশকে জানায় গত সেপ্টেম্বর মাসে পিঙ্কির বাবা মারা যান । এরপর থেকে তাঁর সৎ মা লক্ষ্মী মাঝি এই বাড়িতেই থাকতেন ।"

আরও পড়ুন : বিবাদের জেরে পুরুষের ছদ্মবেশে ঘুমন্ত শাশুড়িকে পিটিয়ে হত্যা, গ্রেফতার বউমা

স্থানীয়দের দাবি, পিঙ্কি এই মহিলার ওপর অত্যাচার করত ৷ মাঝেমধ্যেই মারধরও করত । পিঙ্কি অবশ্য জানিয়েছে, লক্ষ্মী মাঝি অসুস্থ হয়ে মারা যাবার পর সে প্রশাসনকে না জানিয়ে বাড়ির এক জায়গায় পুঁতে রেখেছে । খুনের ঘটনা অস্বীকার করেছে পিঙ্কি । এদিন, স্থানীয়দের অভিযোগ পেয়েই কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ওই বাড়িতে যায় ৷ সেখানে ঢুকেই তাঁরা পচা গন্ধ পান ৷ দেখেন বাড়ির এক কোণায় মাটির নীচে মৃতদেহ চাপা দেওয়া আছে । তবে এই ঘটনায় অবাক স্থানীয়রা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার ।

জলপাইগুড়ি, 2 জুন: সৎমাকে খুন করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহর সংলগ্ন জমিদারপাড়া এলাকায় । অভিযোগ সৎমাকে খুন করে নিজের বাড়িতেই মাটিতে পুঁতে রাখে মেয়ে । মৃত মহিলার নাম লক্ষ্মী মাঝি (55)। অভিযুক্ত মেয়ের নাম পিংকি মাঝি, বয়স ছাব্বিশ বছর ৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ৷

ঘটনাক্রম থেকে জানা গিয়েছে, সৎ মাকে খুন করে মাটির নিচে পুঁতে রেখে দিব্যি থাকছিল মেয়ে । কয়েকদিন ধরে মহিলাকে দেখতে না পেয়ে সন্দেহ দানা বাঁধে এলাকার বাসিন্দাদের মধ্যে । এরপর শুক্রবার দুপুরে কোতয়ালি থানার পুলিশ এসে বাড়িতে মাটি চাপা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে । মৃতদেহ মাটি খুঁড়ে বের করার কাজ শুরু করে পুলিশ । পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদারপাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ৷

জমিদারপাড়ার বাসিন্দা অসীম রায় বলেন,"আমাকে সকালে স্থানীয়রা ফোন করে জানান এই বাড়ির বৌ কে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না । আমরা পুলিশকে বিষয়টি জানাই । তালা ভেঙে বাড়িতে ঢুকে খোঁজাখুজির পর বাড়িতে কিছুই পাইনি । এরপর এই বাড়ির মেয়ে পিঙ্কি মাঝিকে আমি ফোন করে ডাকি । পিঙ্কি এসে পুলিশকে জানায় গত সেপ্টেম্বর মাসে পিঙ্কির বাবা মারা যান । এরপর থেকে তাঁর সৎ মা লক্ষ্মী মাঝি এই বাড়িতেই থাকতেন ।"

আরও পড়ুন : বিবাদের জেরে পুরুষের ছদ্মবেশে ঘুমন্ত শাশুড়িকে পিটিয়ে হত্যা, গ্রেফতার বউমা

স্থানীয়দের দাবি, পিঙ্কি এই মহিলার ওপর অত্যাচার করত ৷ মাঝেমধ্যেই মারধরও করত । পিঙ্কি অবশ্য জানিয়েছে, লক্ষ্মী মাঝি অসুস্থ হয়ে মারা যাবার পর সে প্রশাসনকে না জানিয়ে বাড়ির এক জায়গায় পুঁতে রেখেছে । খুনের ঘটনা অস্বীকার করেছে পিঙ্কি । এদিন, স্থানীয়দের অভিযোগ পেয়েই কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ওই বাড়িতে যায় ৷ সেখানে ঢুকেই তাঁরা পচা গন্ধ পান ৷ দেখেন বাড়ির এক কোণায় মাটির নীচে মৃতদেহ চাপা দেওয়া আছে । তবে এই ঘটনায় অবাক স্থানীয়রা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার ।

Last Updated : Jun 2, 2023, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.