জলপাইগুড়ি, 12 ডিসেম্বর : সদ্য রাজ্যসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল । ইতিমধ্যে বিলটি নিয়ে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে প্রতিবাদ শুরু হয়েছে । এবার এই বিলের প্রতিবাদে নামছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (KPP) । উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য বনধ, BJP দলীয় কার্যালয় ঘেরাওয়ের প্রতিবাদে সামিল হচ্ছে তারা ।
CAB ইশুতে উত্তরবঙ্গ অচলের হুঁশিয়ারি দিয়েছেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অতুল রায় । তিনি বলেন, "আমরা উত্তরবঙ্গের মূল নিবাসী । উত্তরবঙ্গের আদিবাসী, রাজবংশীরা আদি নিবাসী । আমাদের যদি কেন্দ্রীয় সরকার সুরক্ষা না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব । উত্তরবঙ্গের CAB চালু হলে আমরা আমাদের ভাষা, সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশাঙ্কায় রয়েছি । আগামী শনিবার আমরা জলপাইগুড়ির ময়নাগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত এলাকার মানুষকে নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করব ।" তিনি আরও বলেন, "আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি উত্তরবঙ্গে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করব । উত্তরবঙ্গের সমস্ত সাংসদদের ঘেরাও করব । সাংসদদের প্রতি আমাদের ক্ষোভ আছে । তাঁরা কেউই উত্তরবঙ্গের মানুষের কথা ভাবেননি বা তাঁদের কথা সংসদে তোলেননি । কেন্দ্র সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে হিন্দু স্বার্থান্বেষী দলগুলির কথা ভাবছে ।"
CAB নিয়ে ইতিমধ্যে উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে প্রতিবাদ শুরু হয়েছে । উত্তাল অসম । এরপর উত্তরবঙ্গের রাজবংশীরা আন্দোলনে নামলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করা হচ্ছে ।