ETV Bharat / state

CAB-র বিরোধিতায় উত্তরবঙ্গ অচলের হুঁশিয়ারি KPP-র - KPP নেতা অতুল রায় CAB

CAB ইশুতে উত্তরবঙ্গ অচলের হুঁশিয়ারি দিয়েছেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির (KPP) সভাপতি অতুল রায় । শনিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত এলাকার মানুষকে নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করবেন তাঁরা । এমন কী উত্তরবঙ্গে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটেরও হুঁশিয়ারি দেন ।

image
KPP সভাপতি
author img

By

Published : Dec 12, 2019, 2:18 PM IST

জলপাইগুড়ি, 12 ডিসেম্বর : সদ্য রাজ্যসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল । ইতিমধ্যে বিলটি নিয়ে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে প্রতিবাদ শুরু হয়েছে । এবার এই বিলের প্রতিবাদে নামছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (KPP) । উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য বনধ, BJP দলীয় কার্যালয় ঘেরাওয়ের প্রতিবাদে সামিল হচ্ছে তারা ।

CAB ইশুতে উত্তরবঙ্গ অচলের হুঁশিয়ারি দিয়েছেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অতুল রায় । তিনি বলেন, "আমরা উত্তরবঙ্গের মূল নিবাসী । উত্তরবঙ্গের আদিবাসী, রাজবংশীরা আদি নিবাসী । আমাদের যদি কেন্দ্রীয় সরকার সুরক্ষা না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব । উত্তরবঙ্গের CAB চালু হলে আমরা আমাদের ভাষা, সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশাঙ্কায় রয়েছি । আগামী শনিবার আমরা জলপাইগুড়ির ময়নাগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত এলাকার মানুষকে নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করব ।" তিনি আরও বলেন, "আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি উত্তরবঙ্গে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করব । উত্তরবঙ্গের সমস্ত সাংসদদের ঘেরাও করব । সাংসদদের প্রতি আমাদের ক্ষোভ আছে । তাঁরা কেউই উত্তরবঙ্গের মানুষের কথা ভাবেননি বা তাঁদের কথা সংসদে তোলেননি । কেন্দ্র সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে হিন্দু স্বার্থান্বেষী দলগুলির কথা ভাবছে ।"

CAB নিয়ে ইতিমধ্যে উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে প্রতিবাদ শুরু হয়েছে । উত্তাল অসম । এরপর উত্তরবঙ্গের রাজবংশীরা আন্দোলনে নামলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করা হচ্ছে ।

জলপাইগুড়ি, 12 ডিসেম্বর : সদ্য রাজ্যসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল । ইতিমধ্যে বিলটি নিয়ে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে প্রতিবাদ শুরু হয়েছে । এবার এই বিলের প্রতিবাদে নামছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (KPP) । উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য বনধ, BJP দলীয় কার্যালয় ঘেরাওয়ের প্রতিবাদে সামিল হচ্ছে তারা ।

CAB ইশুতে উত্তরবঙ্গ অচলের হুঁশিয়ারি দিয়েছেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অতুল রায় । তিনি বলেন, "আমরা উত্তরবঙ্গের মূল নিবাসী । উত্তরবঙ্গের আদিবাসী, রাজবংশীরা আদি নিবাসী । আমাদের যদি কেন্দ্রীয় সরকার সুরক্ষা না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব । উত্তরবঙ্গের CAB চালু হলে আমরা আমাদের ভাষা, সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশাঙ্কায় রয়েছি । আগামী শনিবার আমরা জলপাইগুড়ির ময়নাগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত এলাকার মানুষকে নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করব ।" তিনি আরও বলেন, "আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি উত্তরবঙ্গে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করব । উত্তরবঙ্গের সমস্ত সাংসদদের ঘেরাও করব । সাংসদদের প্রতি আমাদের ক্ষোভ আছে । তাঁরা কেউই উত্তরবঙ্গের মানুষের কথা ভাবেননি বা তাঁদের কথা সংসদে তোলেননি । কেন্দ্র সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে হিন্দু স্বার্থান্বেষী দলগুলির কথা ভাবছে ।"

CAB নিয়ে ইতিমধ্যে উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে প্রতিবাদ শুরু হয়েছে । উত্তাল অসম । এরপর উত্তরবঙ্গের রাজবংশীরা আন্দোলনে নামলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করা হচ্ছে ।

Intro:জলপাইগুড়িঃঃ CAB এর বিরোধীতায় আন্দোলনে নামতে চলছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি।উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য বনধ, সাংসদ ঘেরাও,বিজেপি পার্টি অফিস ঘেরাও এর পথে নামতে চলেছে কেপিপি।
Body:CAB ইস্যুতে উত্তরবঙ্গে ফের অশান্ত হবার হুশিয়ারি দিয়েছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অতুল রায়। আগামি শনিবার ময়নাগুড়িতে আলোচনায় বসে আন্দোলনের রূপরেখা বানাবে কেপিপি। ইতিমধ্যেই আসাম উত্তাল হয়েছে।এরপর উত্তরবঙ্গের রাজবংশীরা CAB ইস্যুতে আন্দোলনে নামলে পরিস্থিতি খারাপ হবে পারে বলে মনে করা হচ্ছে। Conclusion:কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অতুল রায় হুশিয়ারি দিয়ে বলেন, আমরা
উত্তরবঙ্গের মুল নিবাসী। উত্তরবঙ্গের আদিবাসী, রাজবংশীরা আদি নিবাসী আমাদের যদি সুরক্ষা কেন্দ্রীয় সরকার না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোনলে নামব। উত্তরবঙ্গের CAB লাঘু হলে আমরা আমাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাবার আশাঙ্কায় রয়েছি।কেন্দ্র সরকার যদি উত্তরবঙ্গে বসবাসকারী ভুমিপুত্রদের যদি রক্ষাকবচ না দেয় কেন্দ্র সরকার তাহলে আমরা আন্দোলনে নামব।আগামি শনিবার আমরা জলপাইগুড়ির ময়নাগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত এলাকায় মানুষদের নিয়ে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করব।

অতুল রায় জানান,আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি উত্তরবঙ্গে অনিদিষ্ট কালের জন্য ধর্মঘট করব।উত্তরবঙ্গের সমস্ত সাংসদদের ঘেরাও করব।সাংসদদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ তারা উত্তরবঙ্গের মানুষের কথা তারা কেন সংসদের তুললেন না।কেন্দ্র সরকার সমস্ত কিছু জলাজ্বলি দিয়ে হিন্দু স্বার্থান্বেষী দল গুলোর কথা ভাবছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.