ETV Bharat / state

Illegal Foreign Liquor Seize : ট্রাক বোঝাই বেআইনি মদ পাচার রুখল কোতোয়ালি থানার পুলিশ - Jalpaiguri Kotwali Police seize liquor

জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে মদ বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ৷ আনুমানিক 14 লাখ টাকার মদ অসম থেকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল ৷ (Kotwali Police of Jalpaiguri illegal foreign liquor Seize)

foreign liquor illegal transportation
বেআইনি মদ পাচার
author img

By

Published : Nov 28, 2021, 11:13 AM IST

Updated : Nov 28, 2021, 11:52 AM IST

জলপাইগুড়ি, 28 নভেম্বর : রাসায়নিক পদার্থ নিয়ে যাওয়ার কাগজ দেখিয়ে মদ পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন ট্রাকচালক ও খালাসি ৷ তাদের নাম নীলেশ্বর শ্রীবাস্তব ও রমন । শনিবার 31 নং জাতীয় সড়কে অভিযান চালিয়ে ট্রাক থেকে প্রচুর মদ বাজেয়াপ্ত করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ (Kotwali Police of Jalpaiguri seizes illegal foreign liquor) ৷ সেখানেই তাদের গ্রেফতার করা হয় ৷

রাজস্থানের নম্বরের ওই ট্রাকে অসমের তেজপুর থেকে দিল্লিতে মদ পাচার করা হচ্ছিল । ট্রাকটিতে পশ্চিমবঙ্গের নম্বরের একটি নম্বর প্লেট পাওয়া গিয়েছে । ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল বলেন, "দুপুর 1টা নাগাদ একটি বড়ো কন্টেনারে কী নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে ট্রাকচালক বলে ওর মধ্যে কেমিক্যালস রয়েছে ৷ রসিদও দেখায় ৷" কিন্তু ট্রাকের ভিতর তল্লাশি চালিয়ে 300টি কার্টুন ভর্তি মদ পাওয়া যায়, জানান তিনি ৷ এই মদ শুধুমাত্র অরুণাচল প্রদেশে বিক্রির জন্য ৷ ডিএসপি জানান, ট্রাকচালক ও খালাসিকে গ্রেফতারের পর আরও 3 জনের নাম পাওয়া গিয়েছে (Illegal foreign liquor Seize) ৷

মদ বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ

আরও পড়ুন : Gold Biscuits Seized : পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে বাজেয়াপ্ত প্রায় কোটি টাকার সোনার বিস্কুট

ডিএসপি-র দেওয়া হিসেব অনুযায়ী প্রতি কার্টুনে 12টি করে মদের বোতল থাকে ৷ তাই মোট 3 হাজার 600টি বোতল পাওয়া গিয়েছে ৷ প্রতি বোতলে 175 মিলিলিটার মদ আছে ৷ বাজেয়াপ্ত মদের দাম প্রায় 14 লাখ টাকা বলে দাবি পুলিশের ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অসমের তেজপুর থেকে শিলিগুড়ি হয়ে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল মদ বোঝাই ট্রাকটিতে । বাজেয়াপ্ত সব মদ অরুণাচল প্রদেশের বলে দাবি পুলিশের । ট্রাকের ভেতরে লোহার পাত দিয়ে চেম্বার বানিয়ে মদ নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশ তদন্ত শুরু করেছে ।

জলপাইগুড়ি, 28 নভেম্বর : রাসায়নিক পদার্থ নিয়ে যাওয়ার কাগজ দেখিয়ে মদ পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন ট্রাকচালক ও খালাসি ৷ তাদের নাম নীলেশ্বর শ্রীবাস্তব ও রমন । শনিবার 31 নং জাতীয় সড়কে অভিযান চালিয়ে ট্রাক থেকে প্রচুর মদ বাজেয়াপ্ত করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ (Kotwali Police of Jalpaiguri seizes illegal foreign liquor) ৷ সেখানেই তাদের গ্রেফতার করা হয় ৷

রাজস্থানের নম্বরের ওই ট্রাকে অসমের তেজপুর থেকে দিল্লিতে মদ পাচার করা হচ্ছিল । ট্রাকটিতে পশ্চিমবঙ্গের নম্বরের একটি নম্বর প্লেট পাওয়া গিয়েছে । ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল বলেন, "দুপুর 1টা নাগাদ একটি বড়ো কন্টেনারে কী নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে ট্রাকচালক বলে ওর মধ্যে কেমিক্যালস রয়েছে ৷ রসিদও দেখায় ৷" কিন্তু ট্রাকের ভিতর তল্লাশি চালিয়ে 300টি কার্টুন ভর্তি মদ পাওয়া যায়, জানান তিনি ৷ এই মদ শুধুমাত্র অরুণাচল প্রদেশে বিক্রির জন্য ৷ ডিএসপি জানান, ট্রাকচালক ও খালাসিকে গ্রেফতারের পর আরও 3 জনের নাম পাওয়া গিয়েছে (Illegal foreign liquor Seize) ৷

মদ বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ

আরও পড়ুন : Gold Biscuits Seized : পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে বাজেয়াপ্ত প্রায় কোটি টাকার সোনার বিস্কুট

ডিএসপি-র দেওয়া হিসেব অনুযায়ী প্রতি কার্টুনে 12টি করে মদের বোতল থাকে ৷ তাই মোট 3 হাজার 600টি বোতল পাওয়া গিয়েছে ৷ প্রতি বোতলে 175 মিলিলিটার মদ আছে ৷ বাজেয়াপ্ত মদের দাম প্রায় 14 লাখ টাকা বলে দাবি পুলিশের ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অসমের তেজপুর থেকে শিলিগুড়ি হয়ে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল মদ বোঝাই ট্রাকটিতে । বাজেয়াপ্ত সব মদ অরুণাচল প্রদেশের বলে দাবি পুলিশের । ট্রাকের ভেতরে লোহার পাত দিয়ে চেম্বার বানিয়ে মদ নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশ তদন্ত শুরু করেছে ।

Last Updated : Nov 28, 2021, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.