ETV Bharat / state

KLO Chief Jeevan Singh: ভিডিয়ো বার্তায় মমতা-অভিষেককে হুঁশিয়ারি ! শালীনতার মাত্রা ছাড়ালেন কেএলও নেতা - জীবন সিং

মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) হুঁশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা পাঠালেন কেএলও প্রধান জীবন সিং (KLO Chief Jeevan Singh) ৷ কী বললেন তিনি ?

KLO Chief Jeevan Singh video message threatening Mamata Banerjee and Abhishek Banerjee
KLO Chief Jeevan Singh: ভিডিয়ো বার্তায় মমতা-অভিষেককে হুঁশিয়ারি ! শালীনতার মাত্রা ছাড়ালেন কেএলও নেতা
author img

By

Published : Jul 24, 2022, 7:21 PM IST

জলপাইগুড়ি, 24 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একদিকে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক সেই সময়েই আবারও খবরে কেএলও প্রধান জীবন সিং (KLO Chief Jeevan Singh) ৷ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) হুঁশিয়ারি দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি ৷ ইতিমধ্যেই সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

ওই ভিডিয়োয় ফের একবার পৃথক কামতাপুর রাজ্য গঠনের পক্ষে সওয়াল করেছেন জীবন ৷ তাঁর অভিযোগ, মমতা ও অভিষেক বাঙালি এবং অবাঙালির মধ্যে বিভেদ ঘটাতে চাইছেন ৷

জীবন সিংয়ের ভিডিয়ো বার্তা ৷

তাঁর দাবি, কামতাপুরীরা অত্যন্ত দুর্দশায় দিন কাটাচ্ছেন ৷ তাঁদের দুর্ভোগ মমতা বা অভিষেকের পক্ষে কলকাতা থেকে বোঝা সম্ভব নয় ৷ এমনকী, মমতা এবং অভিষেককে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে এক জায়গায় শালীনতা ও সৌজন্যের মাত্রাও ছাড়িয়ে যান এই বিচ্ছিন্নতাকামী নেতা ৷

আরও পড়ুন: KLO threat to Mamata: কামতাপুরে পা রাখবেন না, উত্তরবঙ্গ সফরের আগে মমতাকে হুঁশিয়ারি কেএলও'র

এই একই ভিডিয়োয় অন্য তৃণমূল নেতাদেরও হুঁশিয়ারি দিয়েছেন জীবন ৷ তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগও তুলেছেন ৷ কাঠগড়ায় তুলেছেন কলকাতা পুলিশকেও ৷ গত সপ্তাহেও একইভাবে মুখ্যমন্ত্রী-সহ কলকাতার তৃণমূল নেতাদের হুশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা প্রকাশ করেছিলেন জীবন সিং ৷

জলপাইগুড়ি, 24 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একদিকে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক সেই সময়েই আবারও খবরে কেএলও প্রধান জীবন সিং (KLO Chief Jeevan Singh) ৷ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) হুঁশিয়ারি দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি ৷ ইতিমধ্যেই সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

ওই ভিডিয়োয় ফের একবার পৃথক কামতাপুর রাজ্য গঠনের পক্ষে সওয়াল করেছেন জীবন ৷ তাঁর অভিযোগ, মমতা ও অভিষেক বাঙালি এবং অবাঙালির মধ্যে বিভেদ ঘটাতে চাইছেন ৷

জীবন সিংয়ের ভিডিয়ো বার্তা ৷

তাঁর দাবি, কামতাপুরীরা অত্যন্ত দুর্দশায় দিন কাটাচ্ছেন ৷ তাঁদের দুর্ভোগ মমতা বা অভিষেকের পক্ষে কলকাতা থেকে বোঝা সম্ভব নয় ৷ এমনকী, মমতা এবং অভিষেককে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে এক জায়গায় শালীনতা ও সৌজন্যের মাত্রাও ছাড়িয়ে যান এই বিচ্ছিন্নতাকামী নেতা ৷

আরও পড়ুন: KLO threat to Mamata: কামতাপুরে পা রাখবেন না, উত্তরবঙ্গ সফরের আগে মমতাকে হুঁশিয়ারি কেএলও'র

এই একই ভিডিয়োয় অন্য তৃণমূল নেতাদেরও হুঁশিয়ারি দিয়েছেন জীবন ৷ তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগও তুলেছেন ৷ কাঠগড়ায় তুলেছেন কলকাতা পুলিশকেও ৷ গত সপ্তাহেও একইভাবে মুখ্যমন্ত্রী-সহ কলকাতার তৃণমূল নেতাদের হুশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা প্রকাশ করেছিলেন জীবন সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.