ETV Bharat / state

Kamtapuri Rail Roko: পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে কামতাপুরী, ময়নাগুড়ি রেললাইন অবরোধ

আলাদা একটি রাজ্যের দাবি জানিয়ে আসছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম ৷ তাকে সামনে রেখেই আজ সকালে নিউ ময়নাগুড়ি স্টেশনের রেললাইনে বসে পড়লেন অবরোধকারীরা (KSDF protests demanding separate State) ৷

Kamtapur Protest
ETV Bharat
author img

By

Published : Dec 6, 2022, 8:48 AM IST

Updated : Dec 6, 2022, 2:15 PM IST

জলপাইগুড়ি, 6 ডিসেম্বর: পৃথক রাজ্যের দাবিতে রেল রোকো কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম (Kamtapur State Demand Forum, KSDF) ৷ নিউ ময়নাগুড়ি স্টেশনের রেললাইনে বসে পড়লেন অবরোধকারীরা ৷ 6 ডিসেম্বর কামতাপুর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গজুড়ে রেল অবরোধ কর্মসূচি নিয়েছে কেএসডিএফ ৷ স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল আরপিএফ, রেলপুলিশ ও রাজ্য পুলিশ বাহিনী (Kamtapur State Demand Forum agitation demanding separate state) ৷ ঘণ্টা চারেক বাদে রেল অবরোধ উঠে যায় ।

কামতাপুর পিপলস পার্টি (Kamtapur People's Party) ও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির (Kamtapur Progressive Party) যৌথ মঞ্চ কামতাপুর স্টেস্ট ডিমান্ড ফোরামের পক্ষ থেকে উত্তরবঙ্গজুড়ে 12 ঘণ্টার রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল ৷ নিউ কোচবিহার, মালদা ও জলপাইগুড়ি জেলার নিউ ময়নাগুড়ি স্টেশনে রেল রোকো কর্মসূচি শুরু করেছে কেএসডিএফ-এর সদস্যরা ৷

পৃথক রাজ্যের দাবিতে 12 ঘণ্টা রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম

আরও পড়ুন: গড় হাজির আন্দোলনকারীরা, কোচবিহারে সফল হল না রেল রোকো অভিযান

ফোরামের চেয়ারম্যান তথা কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর সভাপতি নিখিল রায় বলেন, "উত্তরবঙ্গজুড়ে 12 ঘণ্টার রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড জয়েন্ট ফোরামের পক্ষ থেকে ৷" সংগঠনের ভাইস চেয়ারম্যান অমিত রায় বলেন, "আমরা সব জায়গাতেই জমায়েত করে আন্দোলনে সামিল হয়েছি ৷ সব বাধা অতিক্রম করে রেল রোকো আন্দোলন সফল করা হবে ৷ আমাদের অনেক কর্মীকে পুলিশ আটক করেছে ৷"

জলপাইগুড়ি, 6 ডিসেম্বর: পৃথক রাজ্যের দাবিতে রেল রোকো কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম (Kamtapur State Demand Forum, KSDF) ৷ নিউ ময়নাগুড়ি স্টেশনের রেললাইনে বসে পড়লেন অবরোধকারীরা ৷ 6 ডিসেম্বর কামতাপুর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গজুড়ে রেল অবরোধ কর্মসূচি নিয়েছে কেএসডিএফ ৷ স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল আরপিএফ, রেলপুলিশ ও রাজ্য পুলিশ বাহিনী (Kamtapur State Demand Forum agitation demanding separate state) ৷ ঘণ্টা চারেক বাদে রেল অবরোধ উঠে যায় ।

কামতাপুর পিপলস পার্টি (Kamtapur People's Party) ও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির (Kamtapur Progressive Party) যৌথ মঞ্চ কামতাপুর স্টেস্ট ডিমান্ড ফোরামের পক্ষ থেকে উত্তরবঙ্গজুড়ে 12 ঘণ্টার রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল ৷ নিউ কোচবিহার, মালদা ও জলপাইগুড়ি জেলার নিউ ময়নাগুড়ি স্টেশনে রেল রোকো কর্মসূচি শুরু করেছে কেএসডিএফ-এর সদস্যরা ৷

পৃথক রাজ্যের দাবিতে 12 ঘণ্টা রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম

আরও পড়ুন: গড় হাজির আন্দোলনকারীরা, কোচবিহারে সফল হল না রেল রোকো অভিযান

ফোরামের চেয়ারম্যান তথা কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর সভাপতি নিখিল রায় বলেন, "উত্তরবঙ্গজুড়ে 12 ঘণ্টার রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড জয়েন্ট ফোরামের পক্ষ থেকে ৷" সংগঠনের ভাইস চেয়ারম্যান অমিত রায় বলেন, "আমরা সব জায়গাতেই জমায়েত করে আন্দোলনে সামিল হয়েছি ৷ সব বাধা অতিক্রম করে রেল রোকো আন্দোলন সফল করা হবে ৷ আমাদের অনেক কর্মীকে পুলিশ আটক করেছে ৷"

Last Updated : Dec 6, 2022, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.