ETV Bharat / state

HC on Jalpesh Mandir Issue জল্পেশ মন্দিরে ঢোকার নিষেধাজ্ঞা তোলার আবেদন নাকচ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - Jalpesh Mandir

জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের ঢোকার নিষেধাজ্ঞার বিষয়ে আগের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (HC on Jalpesh Mandir Issue)৷ মন্দির কমিটির আবেদন সরাসরি নাকচ করে দেন তিনি ৷

jalpaiguri
জল্পেশ মন্দিরে ঢোকার নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আবেদন নাকচ করলেন বিচারপতি
author img

By

Published : Aug 12, 2022, 10:15 PM IST

জলপাইগুড়ি, 12 অগস্ট: জল্পেশ মন্দিরে গর্ভগৃহে পুণ্যার্থীদের ঢোকার নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ(Justice Abhijit Ganguly rejected the plea to lift the ban on entering Jalpesh temple)। রবিবার ও সোমবার মন্দিরে ঢোকার নিষেধাজ্ঞা তোলার বিষয়ে জল্পেশ মন্দির কমিটির আবেদন নাকচ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পুণ্যার্থীদের ভিড়ের কথা চিন্তা করেই এমন নির্দেশ দিয়েছেন কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হয় । তার মধ্যে এটাই শ্রাবণ মাসের শেষ সোমবার ৷

চলতি মাসে জল্পেশ মন্দিরের গর্ভগৃহে ঢুকে রাজকুমার দাস নামে এক পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন । মন্দিরের ভিতরে তাঁকে দেখার মত কেউ ছিল না । এরপর রাজকুমার দাস সার্কিট বেঞ্চে বিষয়টির রিড পিটিশন করেন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাটি শোনার জন্য ময়নাগুড়ির ব্লক পুলিশ প্রশাসন ও জল্পেশ মন্দির কমিটিকে ডেকে পাঠায় । গত 5 তারিখ বিচারপতি রায় দেন শ্রাবণ মাসে মন্দিরের ভেতরে ভিড় এড়াতে মন্দিরে কোনও পুণ্যার্থীকে রবি ও সোমবার ঢুকতে দেওয়া যাবে না । বাইরে থেকেই জল ঢালার ব্যবস্থা করতে হবে এবং তা জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করতে হবে বলে মন্দির কমিটিকে নির্দেশ দেন ।

আরও পড়ুন : জল্পেশ মন্দিরে পুণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের

যেহেতু জল্পেশ মন্দিরে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা তাই আগামী রবি ও সোমবার কোনও টিকিট নেওয়া যাবে না । গত রবি ও সোমবার ব্যবস্থাপনা ঠিক ছিল কি না তা আজ বিচারপতি জানতে চান এবং আগামী রবি ও সোমবার একই নির্দেশ বহাল রাখেন ।

জল্পেশ মন্দিরে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আবেদন নাকচ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এই বিষয়ে এদিন সরকার পক্ষের আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ বলেন,"বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসের রবিবার ও সোমবার ঢোকার বিষয়ে যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন সেটাই পুনর্বহাল থাকছে । পুণ্যার্থীদের জল ঢালার সময় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন রাখার কথা বলা হয়েছে । তিনটি জায়গা দিয়ে চ্যানেলের মাধ্যমে মন্দিরের বাইরে থেকে জল ঢালার ব্যবস্থার যে নির্দেশ ছিল সেটাই থাকছে । মন্দির কমিটি বিচারপতির নির্দেশের বিরুদ্ধে একটি আবেদন করে বলেছিল এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হয়নি । যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্দির কমিটির এই আবেদন শোনেননি ।"

আরও পড়ুন : আর কোনও দিন জল্পেশ মন্দিরে পুজো দিতে আসব না: পুণ্যার্থী

জলপাইগুড়ি, 12 অগস্ট: জল্পেশ মন্দিরে গর্ভগৃহে পুণ্যার্থীদের ঢোকার নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ(Justice Abhijit Ganguly rejected the plea to lift the ban on entering Jalpesh temple)। রবিবার ও সোমবার মন্দিরে ঢোকার নিষেধাজ্ঞা তোলার বিষয়ে জল্পেশ মন্দির কমিটির আবেদন নাকচ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পুণ্যার্থীদের ভিড়ের কথা চিন্তা করেই এমন নির্দেশ দিয়েছেন কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হয় । তার মধ্যে এটাই শ্রাবণ মাসের শেষ সোমবার ৷

চলতি মাসে জল্পেশ মন্দিরের গর্ভগৃহে ঢুকে রাজকুমার দাস নামে এক পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন । মন্দিরের ভিতরে তাঁকে দেখার মত কেউ ছিল না । এরপর রাজকুমার দাস সার্কিট বেঞ্চে বিষয়টির রিড পিটিশন করেন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাটি শোনার জন্য ময়নাগুড়ির ব্লক পুলিশ প্রশাসন ও জল্পেশ মন্দির কমিটিকে ডেকে পাঠায় । গত 5 তারিখ বিচারপতি রায় দেন শ্রাবণ মাসে মন্দিরের ভেতরে ভিড় এড়াতে মন্দিরে কোনও পুণ্যার্থীকে রবি ও সোমবার ঢুকতে দেওয়া যাবে না । বাইরে থেকেই জল ঢালার ব্যবস্থা করতে হবে এবং তা জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করতে হবে বলে মন্দির কমিটিকে নির্দেশ দেন ।

আরও পড়ুন : জল্পেশ মন্দিরে পুণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের

যেহেতু জল্পেশ মন্দিরে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা তাই আগামী রবি ও সোমবার কোনও টিকিট নেওয়া যাবে না । গত রবি ও সোমবার ব্যবস্থাপনা ঠিক ছিল কি না তা আজ বিচারপতি জানতে চান এবং আগামী রবি ও সোমবার একই নির্দেশ বহাল রাখেন ।

জল্পেশ মন্দিরে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আবেদন নাকচ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এই বিষয়ে এদিন সরকার পক্ষের আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ বলেন,"বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসের রবিবার ও সোমবার ঢোকার বিষয়ে যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন সেটাই পুনর্বহাল থাকছে । পুণ্যার্থীদের জল ঢালার সময় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন রাখার কথা বলা হয়েছে । তিনটি জায়গা দিয়ে চ্যানেলের মাধ্যমে মন্দিরের বাইরে থেকে জল ঢালার ব্যবস্থার যে নির্দেশ ছিল সেটাই থাকছে । মন্দির কমিটি বিচারপতির নির্দেশের বিরুদ্ধে একটি আবেদন করে বলেছিল এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হয়নি । যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্দির কমিটির এই আবেদন শোনেননি ।"

আরও পড়ুন : আর কোনও দিন জল্পেশ মন্দিরে পুজো দিতে আসব না: পুণ্যার্থী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.