ETV Bharat / state

Jalpaiguri Brutal Attack : 60 টাকা নিয়ে বিবাদে চোখ খোয়ালেন জলপাইগুড়ির যুবক - eye sight lost due to fight for 60 rupees

কাস্তে কেনার 60 টাকা বকেয়া ছিল ৷ সেই টাকা চাওয়াতেই মারধরের অভিযোগ ৷ সেই ঘটনায় চোখের দৃষ্টিশক্তি চলে যেতে বসেছে জলপাইগুড়ির এক যুবকের (jalpaiguri youth lost eye sight) ৷

jalpaiguri youth lost eye sight due to fight for 60 rupees
বিষ্ণু দাস
author img

By

Published : Nov 26, 2021, 2:45 PM IST

জলপাইগুড়ি, 26 অক্টোবর : বকেয়া 60 টাকা চাইতে গিয়ে খোয়াতে হল চোখ (eye sight lost due to fight for 60 rupees) । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) প্লেনঘাঁটিতে ৷ আহত যুবকের নাম বিষ্ণু দাস ৷ স্থানীয় নতুন বস্তির বাসিন্দা ওই যুবক আঘাত পাওয়া চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছেন ৷

বছর 24-এর বিষ্ণু দাসের দাবি, তিনি দু’টি কাস্তে কিনেছিলেন ধান কাটার জন্য ৷ প্রতিটির দাম 60 টাকা করে ৷ সেই কাস্তে দু’টির একটি নিয়েছিলেন প্রতিবেশী মাধব বৈদ্য ৷ টাকাও দিয়ে দেওয়ার কথা ছিল মাধবের ৷

আরও পড়ুন : Alipurduar Student Murder: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে খুন, ধৃত প্রতিবেশী যুবক

বিষ্ণুর অভিযোগ, সেই টাকা চাইতে গেলে মাধব প্রথমে বলেন যে পরে দেবেন ৷ তার পর হঠাৎ করে আক্রমণ করেন (Jalpaiguri Brutal Attack) ৷ মারধরের জেরে তাঁর একটি চোখে আর দেখতে পাচ্ছেন না সেদিন থেকে ৷

জানা গিয়েছে, ওই ঘটনার পর স্থানীয়রা বিষ্ণুকে সদর হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে প্রাথমিক চিকিৎসা হয় ৷ কিন্তু আঘাতপ্রাপ্ত চোখে ভাল দেখতে পাচ্ছেন না তিনি ৷ তাই চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনার পর থেকে পলাতক মাধব ৷

আরও পড়ুন : Pistol Seized in Jalpaiguri : পিস্তল বিক্রি করতে গিয়ে জলপাইগুড়িতে পুলিশের জালে যুবক

বিষ্ণুর ভাই গৌতম দাসের অভিযোগ, দাদাকে মারধর করে ফেলে রেখে পালিয়ে গিয়েছেন মাধব । এতদিন ওই পরিবার চিকিৎসা করাচ্ছিল । হঠাৎ করে তারা চিকিৎসা করানো বন্ধ করে দিয়েছে । একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে । দ্বিতীয়টির অবস্থাও খারাপ ৷

অভিযুক্ত মাধব বৈদ্যর মা যোগমায়া বৈদ্য বলেন, ‘‘ছেলে কোথায় আছে জানি না । তবে মেরে থাকলে অন্যায় করেছে ।’’ অন্যদিকে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্ত মাধব বৈদ্য পলাতক । তাঁর খোঁজ চলছে ৷

আরও পড়ুন : Siliguri Road Accident : শিলিগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ডাম্পার, নিহত 4

জলপাইগুড়ি, 26 অক্টোবর : বকেয়া 60 টাকা চাইতে গিয়ে খোয়াতে হল চোখ (eye sight lost due to fight for 60 rupees) । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) প্লেনঘাঁটিতে ৷ আহত যুবকের নাম বিষ্ণু দাস ৷ স্থানীয় নতুন বস্তির বাসিন্দা ওই যুবক আঘাত পাওয়া চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছেন ৷

বছর 24-এর বিষ্ণু দাসের দাবি, তিনি দু’টি কাস্তে কিনেছিলেন ধান কাটার জন্য ৷ প্রতিটির দাম 60 টাকা করে ৷ সেই কাস্তে দু’টির একটি নিয়েছিলেন প্রতিবেশী মাধব বৈদ্য ৷ টাকাও দিয়ে দেওয়ার কথা ছিল মাধবের ৷

আরও পড়ুন : Alipurduar Student Murder: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে খুন, ধৃত প্রতিবেশী যুবক

বিষ্ণুর অভিযোগ, সেই টাকা চাইতে গেলে মাধব প্রথমে বলেন যে পরে দেবেন ৷ তার পর হঠাৎ করে আক্রমণ করেন (Jalpaiguri Brutal Attack) ৷ মারধরের জেরে তাঁর একটি চোখে আর দেখতে পাচ্ছেন না সেদিন থেকে ৷

জানা গিয়েছে, ওই ঘটনার পর স্থানীয়রা বিষ্ণুকে সদর হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে প্রাথমিক চিকিৎসা হয় ৷ কিন্তু আঘাতপ্রাপ্ত চোখে ভাল দেখতে পাচ্ছেন না তিনি ৷ তাই চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনার পর থেকে পলাতক মাধব ৷

আরও পড়ুন : Pistol Seized in Jalpaiguri : পিস্তল বিক্রি করতে গিয়ে জলপাইগুড়িতে পুলিশের জালে যুবক

বিষ্ণুর ভাই গৌতম দাসের অভিযোগ, দাদাকে মারধর করে ফেলে রেখে পালিয়ে গিয়েছেন মাধব । এতদিন ওই পরিবার চিকিৎসা করাচ্ছিল । হঠাৎ করে তারা চিকিৎসা করানো বন্ধ করে দিয়েছে । একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে । দ্বিতীয়টির অবস্থাও খারাপ ৷

অভিযুক্ত মাধব বৈদ্যর মা যোগমায়া বৈদ্য বলেন, ‘‘ছেলে কোথায় আছে জানি না । তবে মেরে থাকলে অন্যায় করেছে ।’’ অন্যদিকে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্ত মাধব বৈদ্য পলাতক । তাঁর খোঁজ চলছে ৷

আরও পড়ুন : Siliguri Road Accident : শিলিগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ডাম্পার, নিহত 4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.