ETV Bharat / state

পুলকার নিয়ে কড়া জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ - লপাইগুড়ি জেলা স্কুল পুলকার আসোসিয়েশন

পোলবা দুর্ঘটনার পর নড়েচড়ে বসল জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ ৷ কড়া পদক্ষেপ করল তারা ।

Jalpaiguri Traffic police
পুলকারে
author img

By

Published : Mar 2, 2020, 9:53 PM IST

জলপাইগুড়ি, 2 মার্চ: পোলবার দুর্ঘটনার পর পুলকার নিয়ে কড়া হতে চলেছে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ ৷ দশদিনের মধ্যে জলপাইগুড়ি ও শহরতলির প্রতিটি পুলকারের কাগজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তারা ৷ জানিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজনীয় কাগজ থাকলে তবেই ছাড়পত্র পাওয়া যাবে ৷ অবৈধভাবে প্রাইভেট কার বা টোটোকে পুলকার হিসেবে ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে তারা ৷

পুলকার ও টোটোচালকদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ ৷ বৈঠক শেষে জানানো হয়েছে, টোটো গাড়িকে কোনওভাবেই পুলকার হিসেবে ব্যবহার করা যাবে না ৷ পাশাপাশি পুলকারে অতিরিক্ত পড়ুয়াও তোলা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷

জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকার জানান, ‘‘আমরা কোনওভাবেই প্রাইভেট কারকে পুলকার বানাতে দেব না ৷ আমরা সব পুলকারের কাগজ চেয়েছি ৷ তারপর অভিযানে নামব ৷’’

IC বিশ্বাশ্রয় সরকার, পুলকার সংগঠনের সভাপতি দীপঙ্কর বসু ও টোটো সংগঠনের সম্পাদক বাপ্পা দে সরকারের বক্তব্য

সদর ট্রাফিক কার্যালয়ে জলপাইগুড়ি জেলা স্কুল পুলকার অ্যাসোসিয়েশন ও INTTUC প্রভাবিত টোটো সংগঠনকে নিয়ে বৈঠক করে পুলিশ । পুলকার সংগঠনের সভাপতি দীপঙ্কর বসু বলেন, ‘‘অভিভাবকরা বেশি ভাড়া দেয় না । আমরা নিয়ম মেনেই গাড়ি চালাতে চাই । আমাদের সংগঠনের সবাইকে বলা হয়েছে আইন মেনে গাড়ি চালাতে । যদি কেউ আইন ভেঙে বেশি পড়ুয়া নিয়ে পুলকার চালায়, তাহলে পুলিশ কড়া পদক্ষেপ করতেই পারে । ’’

এদিকে টোটো সংগঠনের সম্পাদক বাপ্পা দে সরকার বলেন, ‘‘অভিভাবক ছাড়া টোটোতে পড়ুয়াদের নেওয়া হয় না । অভিভাবকরাও চায় কম খরচে বাচ্চাকে স্কুলে পৌঁছাতে । আমরা সকলকে জানিয়েছি কেউ যেন আইন না ভাঙে ।’’

জলপাইগুড়ি, 2 মার্চ: পোলবার দুর্ঘটনার পর পুলকার নিয়ে কড়া হতে চলেছে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ ৷ দশদিনের মধ্যে জলপাইগুড়ি ও শহরতলির প্রতিটি পুলকারের কাগজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তারা ৷ জানিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজনীয় কাগজ থাকলে তবেই ছাড়পত্র পাওয়া যাবে ৷ অবৈধভাবে প্রাইভেট কার বা টোটোকে পুলকার হিসেবে ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে তারা ৷

পুলকার ও টোটোচালকদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ ৷ বৈঠক শেষে জানানো হয়েছে, টোটো গাড়িকে কোনওভাবেই পুলকার হিসেবে ব্যবহার করা যাবে না ৷ পাশাপাশি পুলকারে অতিরিক্ত পড়ুয়াও তোলা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷

জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকার জানান, ‘‘আমরা কোনওভাবেই প্রাইভেট কারকে পুলকার বানাতে দেব না ৷ আমরা সব পুলকারের কাগজ চেয়েছি ৷ তারপর অভিযানে নামব ৷’’

IC বিশ্বাশ্রয় সরকার, পুলকার সংগঠনের সভাপতি দীপঙ্কর বসু ও টোটো সংগঠনের সম্পাদক বাপ্পা দে সরকারের বক্তব্য

সদর ট্রাফিক কার্যালয়ে জলপাইগুড়ি জেলা স্কুল পুলকার অ্যাসোসিয়েশন ও INTTUC প্রভাবিত টোটো সংগঠনকে নিয়ে বৈঠক করে পুলিশ । পুলকার সংগঠনের সভাপতি দীপঙ্কর বসু বলেন, ‘‘অভিভাবকরা বেশি ভাড়া দেয় না । আমরা নিয়ম মেনেই গাড়ি চালাতে চাই । আমাদের সংগঠনের সবাইকে বলা হয়েছে আইন মেনে গাড়ি চালাতে । যদি কেউ আইন ভেঙে বেশি পড়ুয়া নিয়ে পুলকার চালায়, তাহলে পুলিশ কড়া পদক্ষেপ করতেই পারে । ’’

এদিকে টোটো সংগঠনের সম্পাদক বাপ্পা দে সরকার বলেন, ‘‘অভিভাবক ছাড়া টোটোতে পড়ুয়াদের নেওয়া হয় না । অভিভাবকরাও চায় কম খরচে বাচ্চাকে স্কুলে পৌঁছাতে । আমরা সকলকে জানিয়েছি কেউ যেন আইন না ভাঙে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.