জলপাইগুড়ি, 18 জুলাই: স্কুল আছে । কিন্তু তা তালা বন্ধ । প্রতিদিন ছাত্রছাত্রীরা স্কুলে আসে তবে ক্লাস হয় না । শিক্ষকের আসার অপেক্ষা করে আবার বাড়ি ফিরে যেতে হয় তাদের । শিক্ষকের অভাবে বন্ধ হয়ে রয়েছে স্কুল (Junior High School in Rajganj Jalpaiguri closed)। ফলে বিপাকে পড়েছেন পড়ুয়ারা । ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা ৷ অভিযোগ, দীর্ঘ প্রায় 5-6 মাস ধরেই এই অবস্থা চলছে ৷
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রামপঞ্চায়েতের আমারবাড়ি পানাশগুড়ি জুনিয়ার হাইস্কুলের অবস্থা এমনি । প্রতিদিন সকালে স্কুলের পোশাক পরে বই-খাতার ব্যাগ পিঠে নিয়ে স্কুলে আসে ছাত্রছাত্রীরা । কিন্তু স্কুলে আর শিক্ষক আসে না । ফলে বন্ধ স্কুল দেখে বাড়ি ফিরে যেতে হয় পড়ুয়াদের ৷ আজ বোধ হয় স্কুল খুলবে, আসবেন নতুন শিক্ষক প্রতিদিন এই আশা নিয়েই ছাত্রছাত্রীরা আসে স্কুলে ৷ কিন্তু হতাশ হতে হয় তাদের ৷ সাড়ে বারোটা বেজে যাবার পরেও যখন স্কুলে শিক্ষক আসেন না, স্কুল খোলা হয় না তখন মনে এক রাশ হতাশা নিয়ে ফের বেড়ি ফিরে যেতে হয় ববিতা, কোয়েলদের । আবার পরেরদিন সকালে স্কুলে আসে ওরা । ফের বাড়ি ফিরে যায় হতাশ হয়েই ৷
আরও পড়ুন: সৌমেন্দু অধিকারীর শ্মশানের জমি সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি
পড়ুয়া ও আভিভাবকদের প্রশ্ন, আর ক'দিন এভাবে চলবে ৷ এই স্কুলে না-হয় ক্লাস, না-হয় পরীক্ষা, না-দেওয়া হয় মিডডে মিল ৷ পাশেই প্রাইমারি স্কুলে ক্লাস হয় ৷ কিন্তু এই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের বারান্দায় সময় কাটিয়ে বাড়ি ফেরে । শিকারপুর গ্রামপঞ্চায়েতেই বাড়ি সভাধিপতি উত্তরা বর্মন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়ের । কিন্তু অভিযোগ স্থানীয় পঞ্চায়েত-সহ অন্যান্য আধিকারিকদের একাধিকবার জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি ৷ রাজগঞ্জের আমারবাড়ি পানাশগুড়ি জুনিয়ার হাই স্কুলটিতে পানাশগুড়ি, জলারা বাড়ি, হাটুর বাড়ি, কান্দিভিটা, ভোচকের বাড়ি, পানাশগুড়ি হরোমন্দির, ঢোপের হাট গ্রামের ছাত্রছাত্রীরা পড়তে আসে ৷ ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে অবিলম্বে এই স্কুল খোলার ও শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন পড়ুয়ারা ৷