জলপাইগুড়ি, 20 অগস্ট : বিহারের নম্বরপ্লেট দেওয়া দু’টি গাড়ি থেকে 7 কোটি টাকা পাওয়া গিয়েছে, এমন খবর চাউর হতেই হুলস্থুল পড়ে যায় ভারত-বাংলাদেশ সীমান্তের (India-Bangladesh Border) জলপাইগুড়ির চাউলহাটিতে । সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ গাড়ি-সহ টাকা আটকে রেখেছে বলেও খবর ছড়ায় ৷ পুলিশ গাড়ি দু’টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । থানায় একটি গাড়িতে তল্লাশি করে পুলিশ 1 লক্ষ 22 হাজার টাকা উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ (Jalpaiguri Police) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত সকালে বিহার নম্বরের গাড়িতে দুই ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় গেলে সেই গাড়িটিকে আটকায় এলাকার বাসিন্দারা । তার পরই গাড়ি থেকে টাকা উদ্ধারের খবর ছড়ায় ৷ ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ । গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ ৷ দু’টি গাড়িতে থাকা সাতজনকেও থানায় নিয়ে আসা হয় ৷ উদ্ধার হয় 1 লক্ষ 22 হাজার টাকা (Money Recovered) ৷
গোটা ঘটনাটি যখন চলছে, তখন রাজগঞ্জ থানার বাইরে এলাকার বাসিন্দারা ভিড় করেন ৷ তাঁরা টাকা দেখানোর দাবি করতে থাকেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনতার সমানে টাকার ব্যাগ দেখানোও হয় পুলিশের তরফে ৷ তার পরও স্থানীয়রা পুলিশের দাবি মানতে রাজি হয়নি ৷
এদিকে জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, কুকুর্যান গ্রাম পঞ্চায়েতের চাউলহাটি এলাকা থেকে বিহার নম্বরের দু’টি গাড়ি উদ্ধার হয়েছে । সীমান্তবর্তী এলাকায় খুব দ্রুত গতিতে দু’টি গাড়ি যাচ্ছিল । একটি গাড়িতে দু’জন । আর একটি গাড়িতে 5 জন ছিল । বলা হয়েছিল 7 কোটি টাকা নিয়ে পালিয়ে আসছে । এরপর স্থানীয়রা ধরে ফেলে একটি গাড়িকে । রাজগঞ্জ থানার পুলিশ গিয়ে দু’টি গাড়ির 7 জনকে আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে । একটি গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে 1 লক্ষ 22 হাজার টাকা উদ্ধার হয়েছে ।
এদিকে আটক হওয়াদের একজন বিহারের নারায়ণপুরের বাসিন্দা সঞ্জীব কুমারের অভিযোগ, ‘‘আমাদের প্রায় 104 জনের গাড়ি রাহুল কুমার ও ভূপেশ্বর প্রসাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে গাড়ি দেওয়া ছিল । রাহুল কুমার আর্মিতে কাজ করেন ৷ রাহুলের বাড়ি পাটনার বিশ্বম্বরপুরে । অন্য অভিযুক্ত ভূপেশ্বর প্রসাদ বিহারের নগদপুর থানা এলাকার বাসিন্দা । দীর্ঘদিন ধরে গাড়িগুলোকে তাঁদের কোম্পানিতে না দিয়ে ওলা উবেরে দিত । আমাদের টাকাও আটকে রেখেছিল । আমরা তাদের অফিসে গেলে তাঁরা চম্পট দেন ।এরপর আমরা তাঁদের খোঁজে বেরিয়ে পড়ি । জলপাইগুড়ি জেলা এলাকায় তাঁদেরকে ধরে ফেলি । 104 জনের প্রায় কয়েক কোটি টাকা এই দুইজন মেরে দিয়েছে । আমরা এঁদের বিরুদ্ধে বিহারের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছি ।’’
আরও পড়ুন : Red Panda and Leopard Skin Recovered চিতাবাঘ ও রেড পান্ডার চামড়া উদ্ধার, গ্রেফতার নেপালের 3 বাসিন্দা