ETV Bharat / state

Nisith Pramanik : 250 নারায়ণী সেনা গ্রেফতার, নিশীথের বিরুদ্ধে মামলা রুজু - Nisith Pramanik

পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, কোভিডবিধি ভাঙা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে । ময়নাগুড়িতে থানার বাইরে 200 মিটার এলাকা ও ময়নাগুড়ি বাজারে 144 ধারা জারি করল প্রশাসন ।

jalpaiguri-police-booked-union-minister-nisith-pramanik-with-various-charges
250 জন নারায়ণী সেনা গ্রেফতার, নিশীথের বিরুদ্ধে মামলা রুজু
author img

By

Published : Aug 19, 2021, 4:49 PM IST

জলপাইগুড়ি, 19 অগস্ট : কোভিডবিধি ভেঙে জমায়েত ও পুলিশের উপর আক্রমণ-সহ একাধিক অভিযোগে 250 জন নারায়ণী সেনাকে গ্রেফতার করল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ । তাঁদের বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, কোভিডবিধি ভাঙা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে ।

পাশাপাশি কেন্দ্রের স্বরাষ্ট্র ও ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ তাঁর সঙ্গে থাকা কর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানালেন পুলিশ সুপার । একই সঙ্গে ময়নাগুড়িতে থানার বাইরে 200 মিটার এলাকা ও ময়নাগুড়ি বাজারে 144 ধারা জারি করল প্রশাসন ।

আরও পড়ুন : BJP MLA : স্বামীকে ছেড়ে বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে ? বিরোধীদের অপপ্রচার, অভিযোগ চন্দনার

নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর কনভয়ের সঙ্গে নারায়ণী সেনার কর্মীরা ছিলেন । আজ, ময়নাগুড়ি ধর্মশালাতে নারায়ণী সেনাকে আটকে দেয় পুলিশ । এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় । পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে, গাড়ির কাঁচ ভাঙা হয় । নিশীথ সেখান থেকে চলে যান । এরপর ইন্দিরা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন ময়নাগুড়ির বিধায়ক-সহ নারায়ণী সেনার কর্মীরা । এদিন নিশীথের সঙ্গে থাকা নারায়ণী সেনাকে ছাড়াতে থানায় আসেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় । পুলিশ সুপার সাংসদের সঙ্গে দেখা না করায় তিনি থানাতেই ধর্নায় বসেন পড়েন ৷ পরে পুলিশ সুপার দেখা করেন ।

jalpaiguri-police-booked-union-minister-nisith-pramanik-with-various-charges
নারায়ণীর সদস্য়র সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ

আরও পড়ুন : NHRC Case : হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত বিজেপি, সাবধানী তৃণমূল

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘আমাদের কাছে খবর ছিল বাইরে থেকে দুই শতাধিক মানুষ এসেছে । ডিএসপি ক্রাইম ও ময়নাগুড়ি থানার আইসি পুলিশ নিয়ে তাদের করোনার ভ্যাকসিন বা করোনা টেস্ট করা হয়েছে কি না তা জানার জন্য যান । কিন্তু তাঁরা পুলিশকে সহযোগিতা করেননি । সঙ্গে নিশীথ প্রামাণিক ছিলেন । তার কারণেই নারায়ণী সেনা উত্তেজিত হয়ে পড়ে ।’’

তিনি জানান, সেখান থেকে নিশীথ জল্পেশে পুজো দেওয়ার জন্য বেরিয়ে যান । নারায়ণী সেনা পুলিশের ওপর আক্রমণ করে ৷ ঢিল ছোড়ে । ডিএসপি-সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন । এরপর ইন্দিরা জাতীয় সড়ক অবরোধ করে নারায়ণী সেনা ।

আরও পড়ুন : Nisith Pramanik : ময়নাগুড়িতে নিশীথকে আটকানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ নারায়ণী সেনার

তিনি বলেন, ‘‘253 জন বেশি নারায়ণী সেনাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ৷ ময়নাগুড়িতে থানার বাইরে 200 মিটার ও ময়নাগুড়ি বাজারে 144 ধারা জারি করা হয়েছে ।’’

জলপাইগুড়ি, 19 অগস্ট : কোভিডবিধি ভেঙে জমায়েত ও পুলিশের উপর আক্রমণ-সহ একাধিক অভিযোগে 250 জন নারায়ণী সেনাকে গ্রেফতার করল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ । তাঁদের বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, কোভিডবিধি ভাঙা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে ।

পাশাপাশি কেন্দ্রের স্বরাষ্ট্র ও ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ তাঁর সঙ্গে থাকা কর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানালেন পুলিশ সুপার । একই সঙ্গে ময়নাগুড়িতে থানার বাইরে 200 মিটার এলাকা ও ময়নাগুড়ি বাজারে 144 ধারা জারি করল প্রশাসন ।

আরও পড়ুন : BJP MLA : স্বামীকে ছেড়ে বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে ? বিরোধীদের অপপ্রচার, অভিযোগ চন্দনার

নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর কনভয়ের সঙ্গে নারায়ণী সেনার কর্মীরা ছিলেন । আজ, ময়নাগুড়ি ধর্মশালাতে নারায়ণী সেনাকে আটকে দেয় পুলিশ । এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় । পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে, গাড়ির কাঁচ ভাঙা হয় । নিশীথ সেখান থেকে চলে যান । এরপর ইন্দিরা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন ময়নাগুড়ির বিধায়ক-সহ নারায়ণী সেনার কর্মীরা । এদিন নিশীথের সঙ্গে থাকা নারায়ণী সেনাকে ছাড়াতে থানায় আসেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় । পুলিশ সুপার সাংসদের সঙ্গে দেখা না করায় তিনি থানাতেই ধর্নায় বসেন পড়েন ৷ পরে পুলিশ সুপার দেখা করেন ।

jalpaiguri-police-booked-union-minister-nisith-pramanik-with-various-charges
নারায়ণীর সদস্য়র সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ

আরও পড়ুন : NHRC Case : হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত বিজেপি, সাবধানী তৃণমূল

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘আমাদের কাছে খবর ছিল বাইরে থেকে দুই শতাধিক মানুষ এসেছে । ডিএসপি ক্রাইম ও ময়নাগুড়ি থানার আইসি পুলিশ নিয়ে তাদের করোনার ভ্যাকসিন বা করোনা টেস্ট করা হয়েছে কি না তা জানার জন্য যান । কিন্তু তাঁরা পুলিশকে সহযোগিতা করেননি । সঙ্গে নিশীথ প্রামাণিক ছিলেন । তার কারণেই নারায়ণী সেনা উত্তেজিত হয়ে পড়ে ।’’

তিনি জানান, সেখান থেকে নিশীথ জল্পেশে পুজো দেওয়ার জন্য বেরিয়ে যান । নারায়ণী সেনা পুলিশের ওপর আক্রমণ করে ৷ ঢিল ছোড়ে । ডিএসপি-সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন । এরপর ইন্দিরা জাতীয় সড়ক অবরোধ করে নারায়ণী সেনা ।

আরও পড়ুন : Nisith Pramanik : ময়নাগুড়িতে নিশীথকে আটকানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ নারায়ণী সেনার

তিনি বলেন, ‘‘253 জন বেশি নারায়ণী সেনাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ৷ ময়নাগুড়িতে থানার বাইরে 200 মিটার ও ময়নাগুড়ি বাজারে 144 ধারা জারি করা হয়েছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.