ETV Bharat / state

Jalpaiguri Hospital: প্রসূতিদের লিফটে তুলতে ও বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবায় টাকা নেওয়ার অভিযোগ সরকারি হাসপাতালে - Jalpaiguri hospital accused of charging

সরকারি হাসপাতালে বিনামূল্যে যে সমস্ত পরিষেবা পাওয়া যায় তা দিতে নেওয়া হচ্ছে টাকা ৷ রোগী ও তাঁর আত্মীয়রা এমনটাই অভিযোগ এনেছেন জলপাইগুড়ি হাসপাতালের বিরুদ্ধে ৷ বিশেষত প্রসূতি মায়েদের ক্ষেত্রে লিফট ও মাতৃযানের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৷

Etv Bharat
জলপাইগুড়ি হাসপাতাল
author img

By

Published : Aug 1, 2023, 9:22 PM IST

জলপাইগুড়ি হাসপাতালে বিনামূল্যের পরিষেবায় টাকা নেওয়ার অভিযোগ

জলপাইগুড়ি, 1 অগস্ট: গর্ভবতী মায়েদের লিফটে তুলতে গুনতে হচ্ছে 100-200 টাকা । মাদার অ্যান্ড চাইল্ড হাবে প্রসূতি মায়েদের লিফটে ওঠাতে এমনি অভিযোগ উঠেছে । শুধু তাই নয় গর্ভবতী মা ও শিশুদের জন্য 102-এর বিনামূল্যে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতেও টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন আত্মীয়রা । জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে সন্তানের জন্ম দেবার পর প্রসূতিকে যখন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তখন সরকারিভাবে বিনামূল্যে 102-এর বা মাতৃযানের মাধ্যমে মা ও শিশুকে বাড়ি পৌঁছে দেওয়া হয় ।

কিন্তু অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্সের চালক তাদের কাছ থেকে টাকা চাইছে । জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন মাদার অ্যান্ড চাইল্ড হাবে গর্ভবতী মায়েদের হাসপাতালের উপর তলায় তোলার জন্য লিফটম্যানরাও টাকা নিচ্ছে । এই বিষয়ে ধূপগুড়ির বাসিন্দা রঞ্জিতা খাতুনের অভিযোগ, তিনদিন আগে তিনি মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি হন এবং পুত্রসন্তানের জন্ম দেন । শুক্রবার দুপুরে তাঁকে ছুটি দেওয়া হয় । তাঁর স্বামী হাসেম আলির অভিযোগ, তিনি বিনামূল্যে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা বুক করেন । কিন্তু পরিষেবা বিনামূল্যে হলেও অ্যাম্বুলেন্স চালক তাঁর কাছে 300 টাকা চান ৷

মাদার অ্যান্ড চাইল্ড হাবে আসা রোগীর আত্মীয় শ্যামল রায় অভিযোগ করে বলেন, "লিফটে রোগী ওঠা নামা করতেও আমাদের 100-200 টাকা দিতে হয় ।" 102 অ্যাম্বুলেন্স পরিষেবার কো-অর্ডিনেটর বাবলু মহম্মদ জানান, কোন চালক টাকা চেয়েছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে । যদি কোনও চালক টাকা দাবি করে থাকে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে । তাছাড়া দুই প্রসূতিকে একসঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।

এদিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ কল্যাণ খাঁ জানিয়েছেন, যদি হাসপাতালে পরিষেবার ক্ষেত্রে কারও টাকা চাইবার নয় । যদি কেউ টাকা চেয়ে থাকে তাহলে দয়া করে আমাদের কাছে অভিযোগ করুন তাহলে আমরা পদক্ষেপ নিতে পারি ।

আরও পড়ুন : দুর্ঘটনা রুখতে ট্রাফিক আইন মেনে অ্যাম্বুলেন্স চালানোর দাওয়াই পুলিশের

জলপাইগুড়ি হাসপাতালে বিনামূল্যের পরিষেবায় টাকা নেওয়ার অভিযোগ

জলপাইগুড়ি, 1 অগস্ট: গর্ভবতী মায়েদের লিফটে তুলতে গুনতে হচ্ছে 100-200 টাকা । মাদার অ্যান্ড চাইল্ড হাবে প্রসূতি মায়েদের লিফটে ওঠাতে এমনি অভিযোগ উঠেছে । শুধু তাই নয় গর্ভবতী মা ও শিশুদের জন্য 102-এর বিনামূল্যে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতেও টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন আত্মীয়রা । জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে সন্তানের জন্ম দেবার পর প্রসূতিকে যখন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তখন সরকারিভাবে বিনামূল্যে 102-এর বা মাতৃযানের মাধ্যমে মা ও শিশুকে বাড়ি পৌঁছে দেওয়া হয় ।

কিন্তু অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্সের চালক তাদের কাছ থেকে টাকা চাইছে । জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন মাদার অ্যান্ড চাইল্ড হাবে গর্ভবতী মায়েদের হাসপাতালের উপর তলায় তোলার জন্য লিফটম্যানরাও টাকা নিচ্ছে । এই বিষয়ে ধূপগুড়ির বাসিন্দা রঞ্জিতা খাতুনের অভিযোগ, তিনদিন আগে তিনি মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি হন এবং পুত্রসন্তানের জন্ম দেন । শুক্রবার দুপুরে তাঁকে ছুটি দেওয়া হয় । তাঁর স্বামী হাসেম আলির অভিযোগ, তিনি বিনামূল্যে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা বুক করেন । কিন্তু পরিষেবা বিনামূল্যে হলেও অ্যাম্বুলেন্স চালক তাঁর কাছে 300 টাকা চান ৷

মাদার অ্যান্ড চাইল্ড হাবে আসা রোগীর আত্মীয় শ্যামল রায় অভিযোগ করে বলেন, "লিফটে রোগী ওঠা নামা করতেও আমাদের 100-200 টাকা দিতে হয় ।" 102 অ্যাম্বুলেন্স পরিষেবার কো-অর্ডিনেটর বাবলু মহম্মদ জানান, কোন চালক টাকা চেয়েছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে । যদি কোনও চালক টাকা দাবি করে থাকে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে । তাছাড়া দুই প্রসূতিকে একসঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।

এদিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ কল্যাণ খাঁ জানিয়েছেন, যদি হাসপাতালে পরিষেবার ক্ষেত্রে কারও টাকা চাইবার নয় । যদি কেউ টাকা চেয়ে থাকে তাহলে দয়া করে আমাদের কাছে অভিযোগ করুন তাহলে আমরা পদক্ষেপ নিতে পারি ।

আরও পড়ুন : দুর্ঘটনা রুখতে ট্রাফিক আইন মেনে অ্যাম্বুলেন্স চালানোর দাওয়াই পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.