জলপাইগুড়ি, 24 মে: স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার কৌশল-সহ সচেতনতা বৃদ্ধি করতে বুধবার 'বিজয়িনী' নামে এক প্রকল্পের সূচনা করল জলপাইগুড়ি জেলা পুলিশ ৷ এই প্রকল্পের মাধ্যমে ক্যারাটে-সহ জীবনে চলার পথে কী কী সমস্যা আসতে পারে সেই সম্পর্কে সচেতন করা হবে । জলপাইগুড়ি জেলার প্রতিটি থানা এলাকায় স্কুল ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী হলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গণপত ।
বুধবার জলপাইগুড়ি পুলিশ লাইনে বিজয়িনী নামে এই প্রকল্পের সূচনা করেন পুলিশ সুপার । জলপাইগুড়ি জেলা শহরের অরবিন্দ মাধ্যমিক স্কুলের 50 জন ছাত্রীকে নিয়ে প্রথম পর্যায়ে বিজয়িনীর সূচনা হয় । প্রকল্পের বিষয়ে পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, "এই প্রকল্পে ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি ড্রাগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা হবে । আমরা 5 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি । বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা-সহ সমাজসেবকরা সচেতন করবেন । অপরাধ তো হয়ে থাকে । কিন্তু কীভাবে তা আমরা রুখতে পারব তার জন্যই এই সচেতনতা শিবির । প্রত্যেক থানা এলাকাতেই এই প্রশিক্ষণ শিবির করব । পড়ুয়াদের সঙ্গে কথা বলব । আমরাও তাদের কাছ থেকে শিখব । এই পড়ুয়ারা স্কুলে গিয়ে অন্যদের শেখাবে ।"
জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ক্ষৌনিশ গুহ বলেন, "এটা খুব ভালো দিক ৷ আমাদের স্কুলের 50 জন ছাত্রীকে জেলা পুলিশের আত্মরক্ষার কৌশল শেখানো হবে । জলপাইগুড়ি জেলা পুলিশ একটা ভালো উদ্যোগ নিয়েছে ৷ এখানে মেয়েরা আত্মরক্ষার কৌশল শিখবে । এর পাশাপাশি একজন মেয়ে হিসেবে তাদের জীবনে সফল হবার অধিকার-সহ শিক্ষার অধিকার এবং কী কী সুরক্ষা কবচ তাদের আছে তা জানতে পারবে । আমাদের ছাত্রীরা এখানে শেখার পর স্কুলে গিয়ে তাদের সহপাঠীদের শেখাবে ৷"
এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (গ্রামীণ) ওয়াংদেন ভূমিকা, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল, ডিএসপি ডিআইবি মানবেন্দ্র দাস, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, ডিএসপি ট্রাফিক অরিন্দম চৌধুরী-সহ জেলার পুলিশ আধিকারিকরা ।
আরও পড়ুন : 100 ডায়ালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে পুলিশের বাইকবাহিনী, নয়া পরিষেবা লালবাজারের