ETV Bharat / state

Jalpaiguri Police: স্কুলছাত্রীদের আত্মরক্ষার কৌশল ও সচেতনতা বৃদ্ধি করতে জেলা পুলিশের উদ্যোগে শুরু 'বিজয়িনী' - self defense

ছাত্রীদের নিজেদের জীবনরক্ষার্থে আত্মরক্ষার কৌশল শেখাতে নয়া উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ ৷ 50 জন ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া শুরু হল আজ ৷

ETV Bharat
বিজয়িনী প্রকল্প
author img

By

Published : May 24, 2023, 8:57 PM IST

জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে স্কুল পড়ুয়াদের আত্মরক্ষার কৌশল ও সচেতনতার পাঠ

জলপাইগুড়ি, 24 মে: স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার কৌশল-সহ সচেতনতা বৃদ্ধি করতে বুধবার 'বিজয়িনী' নামে এক প্রকল্পের সূচনা করল জলপাইগুড়ি জেলা পুলিশ ৷ এই প্রকল্পের মাধ্যমে ক্যারাটে-সহ জীবনে চলার পথে কী কী সমস্যা আসতে পারে সেই সম্পর্কে সচেতন করা হবে । জলপাইগুড়ি জেলার প্রতিটি থানা এলাকায় স্কুল ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী হলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গণপত ।

বুধবার জলপাইগুড়ি পুলিশ লাইনে বিজয়িনী নামে এই প্রকল্পের সূচনা করেন পুলিশ সুপার । জলপাইগুড়ি জেলা শহরের অরবিন্দ মাধ্যমিক স্কুলের 50 জন ছাত্রীকে নিয়ে প্রথম পর্যায়ে বিজয়িনীর সূচনা হয় । প্রকল্পের বিষয়ে পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, "এই প্রকল্পে ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি ড্রাগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা হবে । আমরা 5 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি । বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা-সহ সমাজসেবকরা সচেতন করবেন । অপরাধ তো হয়ে থাকে । কিন্তু কীভাবে তা আমরা রুখতে পারব তার জন্যই এই সচেতনতা শিবির । প্রত্যেক থানা এলাকাতেই এই প্রশিক্ষণ শিবির করব । পড়ুয়াদের সঙ্গে কথা বলব । আমরাও তাদের কাছ থেকে শিখব । এই পড়ুয়ারা স্কুলে গিয়ে অন্যদের শেখাবে ।"

জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ক্ষৌনিশ গুহ বলেন, "এটা খুব ভালো দিক ৷ আমাদের স্কুলের 50 জন ছাত্রীকে জেলা পুলিশের আত্মরক্ষার কৌশল শেখানো হবে । জলপাইগুড়ি জেলা পুলিশ একটা ভালো উদ্যোগ নিয়েছে ৷ এখানে মেয়েরা আত্মরক্ষার কৌশল শিখবে । এর পাশাপাশি একজন মেয়ে হিসেবে তাদের জীবনে সফল হবার অধিকার-সহ শিক্ষার অধিকার এবং কী কী সুরক্ষা কবচ তাদের আছে তা জানতে পারবে । আমাদের ছাত্রীরা এখানে শেখার পর স্কুলে গিয়ে তাদের সহপাঠীদের শেখাবে ৷"

Jalpaiguri
বিজয়িনী প্রকল্পের টি শার্টের উদ্বোধন

এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (গ্রামীণ) ওয়াংদেন ভূমিকা, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল, ডিএসপি ডিআইবি মানবেন্দ্র দাস, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, ডিএসপি ট্রাফিক অরিন্দম চৌধুরী-সহ জেলার পুলিশ আধিকারিকরা ।

আরও পড়ুন : 100 ডায়ালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে পুলিশের বাইকবাহিনী, নয়া পরিষেবা লালবাজারের

জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে স্কুল পড়ুয়াদের আত্মরক্ষার কৌশল ও সচেতনতার পাঠ

জলপাইগুড়ি, 24 মে: স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার কৌশল-সহ সচেতনতা বৃদ্ধি করতে বুধবার 'বিজয়িনী' নামে এক প্রকল্পের সূচনা করল জলপাইগুড়ি জেলা পুলিশ ৷ এই প্রকল্পের মাধ্যমে ক্যারাটে-সহ জীবনে চলার পথে কী কী সমস্যা আসতে পারে সেই সম্পর্কে সচেতন করা হবে । জলপাইগুড়ি জেলার প্রতিটি থানা এলাকায় স্কুল ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী হলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গণপত ।

বুধবার জলপাইগুড়ি পুলিশ লাইনে বিজয়িনী নামে এই প্রকল্পের সূচনা করেন পুলিশ সুপার । জলপাইগুড়ি জেলা শহরের অরবিন্দ মাধ্যমিক স্কুলের 50 জন ছাত্রীকে নিয়ে প্রথম পর্যায়ে বিজয়িনীর সূচনা হয় । প্রকল্পের বিষয়ে পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, "এই প্রকল্পে ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি ড্রাগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা হবে । আমরা 5 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি । বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা-সহ সমাজসেবকরা সচেতন করবেন । অপরাধ তো হয়ে থাকে । কিন্তু কীভাবে তা আমরা রুখতে পারব তার জন্যই এই সচেতনতা শিবির । প্রত্যেক থানা এলাকাতেই এই প্রশিক্ষণ শিবির করব । পড়ুয়াদের সঙ্গে কথা বলব । আমরাও তাদের কাছ থেকে শিখব । এই পড়ুয়ারা স্কুলে গিয়ে অন্যদের শেখাবে ।"

জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ক্ষৌনিশ গুহ বলেন, "এটা খুব ভালো দিক ৷ আমাদের স্কুলের 50 জন ছাত্রীকে জেলা পুলিশের আত্মরক্ষার কৌশল শেখানো হবে । জলপাইগুড়ি জেলা পুলিশ একটা ভালো উদ্যোগ নিয়েছে ৷ এখানে মেয়েরা আত্মরক্ষার কৌশল শিখবে । এর পাশাপাশি একজন মেয়ে হিসেবে তাদের জীবনে সফল হবার অধিকার-সহ শিক্ষার অধিকার এবং কী কী সুরক্ষা কবচ তাদের আছে তা জানতে পারবে । আমাদের ছাত্রীরা এখানে শেখার পর স্কুলে গিয়ে তাদের সহপাঠীদের শেখাবে ৷"

Jalpaiguri
বিজয়িনী প্রকল্পের টি শার্টের উদ্বোধন

এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (গ্রামীণ) ওয়াংদেন ভূমিকা, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল, ডিএসপি ডিআইবি মানবেন্দ্র দাস, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, ডিএসপি ট্রাফিক অরিন্দম চৌধুরী-সহ জেলার পুলিশ আধিকারিকরা ।

আরও পড়ুন : 100 ডায়ালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে পুলিশের বাইকবাহিনী, নয়া পরিষেবা লালবাজারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.