ETV Bharat / state

Jalpaiguri Police: পুলিশ হল সমাজের ময়লা সাফ করার ঝাঁটা, জানালেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত - জেলার পড়ুয়াদের ইউপিএসসি পরীক্ষায় উৎসাহিত করতে জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে আলোচনা সভা

জেলার পড়ুয়াদের ইউপিএসসি পরীক্ষায় উৎসাহ জোগাতে আলোচনা সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে ৷ জলপাইগুড়ি জেলা পুলিশ(Jalpaiguri Police)ও জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন জেলার ছাত্র-ছাত্রীরা ৷

jalpaiguri police
জেলার পড়ুয়াদের ইউপিএসসি পরীক্ষায় উৎসাহিত করতে জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে আলোচনা সভা
author img

By

Published : Jul 8, 2022, 10:35 PM IST

জলপাইগুড়ি, 8 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্র-ছাত্রীদের ইউপিএসসি পরীক্ষায় উৎসাহিত করতে কলকাতায় প্রথম শুরু হয় পুলিশি উদ্যোগে আলোচনা সভা ৷ যেখানে পড়ুয়াদের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ কর্তারা ৷ কলকাতায় সাফল্য মিলতেই জেলায় জেলায় এই আলোচনা সভা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ তারপরই শুক্রবার জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে বোধি ট্রি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে জলপাইগুড়ি থানা(Jalpaiguri District police in discussion with students to encourage UPSC exam)৷

এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, বোধি ট্রি ফাউন্ডেশনের চেয়ারম্যান শিবশঙ্কর মুখোপাধ্যায়, আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস দাস, জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই, জলপাইগুড়ি পৌরসভার উপ-পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায়-সহ জেলার ডিএসপিরা ।

জেলার পড়ুয়াদের ইউপিএসসি পরীক্ষায় উৎসাহিত করতে জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে আলোচনা সভা

আরও পড়ুন : সংশোধনাগারে সাইরেন বাজিয়ে চলছে কয়েদি গোনার কাজ

এই আলোচনায় বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন পড়ুয়ারা ৷ যেভাবে একাধিক সরকারি চাকরির নিয়োগে দুর্নীতির ঘটনা সামনে আসছে ও রাজনৈতিক পরিস্থিতি যা তাতে তাঁদের প্রশ্ন পুলিশের চাকরিতে যাবে কি না !

এই প্রশ্নের উত্তরে পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, খুব বেসিকভাবে বলতে গেলে পুলিশ এমন একটি সংস্থা যাকে দিয়ে সরকার তথা সমাজ কিছু সামাজিক ময়লা সাফ করে ৷ পুলিশ হল সমাজের ময়লা সাফ করার ঝাঁটা ৷ তাই ময়লা সাফ করতে গেলে ঝাঁটায় তো নোংরা লাগবেই ৷ যত বেশি ময়লা সাফ করবে তত নোংরা হবে ৷ যে ঝাঁটায় ময়লা সাফ হয় না, তা আলমারিতে তুলে রাখে সবাই ৷ কাজ করতে গেলে সমালোচনা তো হবেই ৷ তার জন্য ভয় পেলে চলবে না ৷ আম থাকে বলেই আমগাছে ঢিল মারা হয় ৷
আরও পড়ুন : মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে পুলিশি বাধা, দাবি বিজেপির

জলপাইগুড়ি, 8 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্র-ছাত্রীদের ইউপিএসসি পরীক্ষায় উৎসাহিত করতে কলকাতায় প্রথম শুরু হয় পুলিশি উদ্যোগে আলোচনা সভা ৷ যেখানে পড়ুয়াদের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ কর্তারা ৷ কলকাতায় সাফল্য মিলতেই জেলায় জেলায় এই আলোচনা সভা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ তারপরই শুক্রবার জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে বোধি ট্রি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে জলপাইগুড়ি থানা(Jalpaiguri District police in discussion with students to encourage UPSC exam)৷

এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, বোধি ট্রি ফাউন্ডেশনের চেয়ারম্যান শিবশঙ্কর মুখোপাধ্যায়, আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস দাস, জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই, জলপাইগুড়ি পৌরসভার উপ-পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায়-সহ জেলার ডিএসপিরা ।

জেলার পড়ুয়াদের ইউপিএসসি পরীক্ষায় উৎসাহিত করতে জলপাইগুড়ি পুলিশের উদ্যোগে আলোচনা সভা

আরও পড়ুন : সংশোধনাগারে সাইরেন বাজিয়ে চলছে কয়েদি গোনার কাজ

এই আলোচনায় বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন পড়ুয়ারা ৷ যেভাবে একাধিক সরকারি চাকরির নিয়োগে দুর্নীতির ঘটনা সামনে আসছে ও রাজনৈতিক পরিস্থিতি যা তাতে তাঁদের প্রশ্ন পুলিশের চাকরিতে যাবে কি না !

এই প্রশ্নের উত্তরে পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, খুব বেসিকভাবে বলতে গেলে পুলিশ এমন একটি সংস্থা যাকে দিয়ে সরকার তথা সমাজ কিছু সামাজিক ময়লা সাফ করে ৷ পুলিশ হল সমাজের ময়লা সাফ করার ঝাঁটা ৷ তাই ময়লা সাফ করতে গেলে ঝাঁটায় তো নোংরা লাগবেই ৷ যত বেশি ময়লা সাফ করবে তত নোংরা হবে ৷ যে ঝাঁটায় ময়লা সাফ হয় না, তা আলমারিতে তুলে রাখে সবাই ৷ কাজ করতে গেলে সমালোচনা তো হবেই ৷ তার জন্য ভয় পেলে চলবে না ৷ আম থাকে বলেই আমগাছে ঢিল মারা হয় ৷
আরও পড়ুন : মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে পুলিশি বাধা, দাবি বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.