ETV Bharat / state

BJP Mega Rally in Kolkata: কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে কলকাতায় মহাসমাবেশ, ঘোষণা জলপাইগুড়ি বিজেপির - সৈকত চট্টোপাধ্যায়

যাঁরা কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধে পাননি, তাঁদের নিয়ে কলকাতায় আসবে জলপাইগুড়ি জেলা বিজেপি ৷ 21 জুলাই তৃণমূল যেখানে সভা করে, সেখানেই সভা করবে গেরুয়া শিবির ৷ থাকবেন জেপি নাড্ডা, অমিত শাহ ৷

ETV Bharat
কলকাতায় মহাসমাবেশের ডাক বিজেপির
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 2:24 PM IST

Updated : Nov 7, 2023, 2:58 PM IST

জলপাইগুড়ি, 7 নভেম্বর: কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বঞ্চিত হয়েছেন, এমন মানুষদের নিয়ে সভা করবে বিজেপি ৷ 29 নভেম্বর কলকাতায় এই মহাসমাবেশের আয়োজন করছে গেরুয়া শিবির ৷ এই সভায় উপস্থিত থাকতে পারেন দলের সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

জলপাইগুড়ি বিজেপি সভাপতি বাপি গোস্বামী জানিয়েছেন, উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মীদের বিশেষ ট্রেনে ও বাসে কলকাতায় নিয়ে আসা হবে ৷ এদিকে জেলার ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় দাবি করেছেন, 21 জুলাই তৃণমূল যেখানে সভা করে, সেখানেই বিজেপির এই সভা হবে ৷ সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে বিজেপির জেলা বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিজেপির একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন জেলা সভাপতি ৷

বাপি গোস্বামী বলেন, "রাজ্য সরকারের দুর্নীতি-সহ কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিতে যাঁরা তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের নিয়ে কলকাতায় যাব ৷ সেখানে কেন্দ্রীয় সমাবেশ হবে ৷ সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ আসবেন ৷"

বিজয়া সম্মিলনীতে এসে শিখা চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূলের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় প্রভাব খাটিয়ে জামিন পেয়েছেন ৷ তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রীর জোড়া আত্মহত্যায় অভিযুক্ত তৃণমূলের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ৷ বিজেপি বিধায়ক বলেন, "বাড়ির ভিতরে যতই মারামারি থাক, আমাদের এক হয়ে থাকতে হবে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে জেতাতেই হবে ৷ সৈকত চট্টোপাধ্যায়কে জেল খাটিয়েই ছাড়ব ৷ আমরা ওর জামিনের বিরোধিতা করে উচ্চ আদালতে যাব ৷ যেখানে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে জামিন নাকচ হয়েছে, সেখানে নিম্ন আদালত কীভাবে জামিন দিল ?"

আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিজেপি বিধায়ক

তিনি আরও বলেন, "জেল হেফাজতে থাকাকালীন সৈকত চট্টোপাধ্যায় হাসপাতালে ছিলেন ৷ সেখান থেকেই তিনি তাঁর কালীপুজো পরিচালনা করেছেন ৷ তাহলে বুঝে নিতে হবে, তিনি কতটা প্রভাবশালী ৷" এদিকে জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "শিখা চট্টোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন ৷ আমার মন্তব্য করার বিষয় নয় ৷" এদিকে সৈকত চট্টোপাধ্যায় দাবি করেন, "আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷"

বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "এই মাসের শেষের দিকে বিজেপির পঞ্চায়েতদের নিয়ে প্রশিক্ষণ পর্ব হবে কোচবিহারে ৷ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 100 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৷" জেলা সভাপতি দলীয় কোন্দলের প্রসঙ্গ তুলে বলেন, "বিজেপি করেও বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অনেকে ৷ এমন কাউকে এই প্রকল্পের সুযোগ করে দেবেন না ৷ একে অপরের ভুল স্বীকার করে নিতে হবে ৷"

জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় বলেন, "অনেকেই ফেসবুকে লিখে বিভ্রান্তি ছড়ায় ৷ দলে থেকে দলেরই কর্মীদের বিরুদ্ধে ফেসবুকে লিখে হিরো হতে চায় ৷ আমাদের এমন কার্যকর্তা আছেন, যাঁরা দেখা হলেও কথা বলেন না ৷" তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে 167 জনকে সাহায্য করা হয়েছে ৷"

আরও পড়ুন: জলপাইগুড়িতে আত্মহত্যার প্ররোচনা মামলায় আত্মসমর্পণ তৃণমূলের পলাতক যুবনেতার

জলপাইগুড়ি, 7 নভেম্বর: কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বঞ্চিত হয়েছেন, এমন মানুষদের নিয়ে সভা করবে বিজেপি ৷ 29 নভেম্বর কলকাতায় এই মহাসমাবেশের আয়োজন করছে গেরুয়া শিবির ৷ এই সভায় উপস্থিত থাকতে পারেন দলের সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

জলপাইগুড়ি বিজেপি সভাপতি বাপি গোস্বামী জানিয়েছেন, উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মীদের বিশেষ ট্রেনে ও বাসে কলকাতায় নিয়ে আসা হবে ৷ এদিকে জেলার ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় দাবি করেছেন, 21 জুলাই তৃণমূল যেখানে সভা করে, সেখানেই বিজেপির এই সভা হবে ৷ সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে বিজেপির জেলা বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিজেপির একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন জেলা সভাপতি ৷

বাপি গোস্বামী বলেন, "রাজ্য সরকারের দুর্নীতি-সহ কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিতে যাঁরা তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের নিয়ে কলকাতায় যাব ৷ সেখানে কেন্দ্রীয় সমাবেশ হবে ৷ সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ আসবেন ৷"

বিজয়া সম্মিলনীতে এসে শিখা চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূলের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় প্রভাব খাটিয়ে জামিন পেয়েছেন ৷ তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রীর জোড়া আত্মহত্যায় অভিযুক্ত তৃণমূলের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ৷ বিজেপি বিধায়ক বলেন, "বাড়ির ভিতরে যতই মারামারি থাক, আমাদের এক হয়ে থাকতে হবে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে জেতাতেই হবে ৷ সৈকত চট্টোপাধ্যায়কে জেল খাটিয়েই ছাড়ব ৷ আমরা ওর জামিনের বিরোধিতা করে উচ্চ আদালতে যাব ৷ যেখানে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে জামিন নাকচ হয়েছে, সেখানে নিম্ন আদালত কীভাবে জামিন দিল ?"

আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিজেপি বিধায়ক

তিনি আরও বলেন, "জেল হেফাজতে থাকাকালীন সৈকত চট্টোপাধ্যায় হাসপাতালে ছিলেন ৷ সেখান থেকেই তিনি তাঁর কালীপুজো পরিচালনা করেছেন ৷ তাহলে বুঝে নিতে হবে, তিনি কতটা প্রভাবশালী ৷" এদিকে জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "শিখা চট্টোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন ৷ আমার মন্তব্য করার বিষয় নয় ৷" এদিকে সৈকত চট্টোপাধ্যায় দাবি করেন, "আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ৷"

বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "এই মাসের শেষের দিকে বিজেপির পঞ্চায়েতদের নিয়ে প্রশিক্ষণ পর্ব হবে কোচবিহারে ৷ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 100 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৷" জেলা সভাপতি দলীয় কোন্দলের প্রসঙ্গ তুলে বলেন, "বিজেপি করেও বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অনেকে ৷ এমন কাউকে এই প্রকল্পের সুযোগ করে দেবেন না ৷ একে অপরের ভুল স্বীকার করে নিতে হবে ৷"

জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় বলেন, "অনেকেই ফেসবুকে লিখে বিভ্রান্তি ছড়ায় ৷ দলে থেকে দলেরই কর্মীদের বিরুদ্ধে ফেসবুকে লিখে হিরো হতে চায় ৷ আমাদের এমন কার্যকর্তা আছেন, যাঁরা দেখা হলেও কথা বলেন না ৷" তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে 167 জনকে সাহায্য করা হয়েছে ৷"

আরও পড়ুন: জলপাইগুড়িতে আত্মহত্যার প্ররোচনা মামলায় আত্মসমর্পণ তৃণমূলের পলাতক যুবনেতার

Last Updated : Nov 7, 2023, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.