ETV Bharat / state

সেরা পুজোর তালিকা প্রকাশ জলপাইগুড়ি জেলা প্রশাসনের

author img

By

Published : Oct 22, 2020, 8:00 PM IST

পুজোর শুরুতেই জলপাইগুড়ির সেরা পুজোর তালিকা প্রকাশ করল জেলা প্রশাসন । চারটি বিভাগে 12টি পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হয়েছে ।

Jal
Jal

জলপাইগুড়ি, 22 অক্টোবর : সেরা COVID সচেতেনতা পুজোর শিরোপা পেল জলপাইগুড়ি অসম মোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি । শিরোপা পেয়েছে মহুরিপাড়া সর্বজনীন দুর্গাপুজো সমিতি ও সারদা সেবক সংঘ শিলিগুড়িও (জলপাইগুড়ি জেলার অন্তর্গত) ।

বিশ্ব বাংলা শারদ সম্মান । চারটি বিভাগে 12টি পুজো কমিটিকে সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা ও সেরা COVID সচেতেনতা পুজোর সম্মান জানানো হচ্ছে । জেলার সেরা পুজা কমিটি হল মিলন সংঘ ধুপগুড়ি, শিলিগুড়ির হায়দার পাড়া স্পোর্টিং ক্লাব এবং জলপাইগুড়ির দিশারি ক্লাব । সেরা পুজোর বিজেতাদের সরকারের তরফে 50 হাজার টাকা দেওয়া হবে ।

জেলার সেরা পুজা মণ্ডপ হিসেবে পুরস্কার পেল সানরাইজ় ক্লাব ময়নাগুড়ি, ময়নাগুড়ি বিবেকানন্দ ক্লাব এবং সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি । তারা পাবে 30 হাজার টাকা । জেলার সেরা প্রতিমা পুরস্কার পাচ্ছে জলপাইগুড়ি পাণ্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি, জলপাইগুড়ি বামন পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি ও পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ও পাঠাগার । এই কমিটিগুলি 20 হাজার টাকা পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে ।

আজ জলপাইগুড়ির জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা COVID সচেতেনতার পুজো কমিটিগুলির নাম ঘোষণা করেন । জেলা প্রশাসনের কাছে আবেদনের ভিত্তিতেই এই পুজো কমিটিগুলি বেছে নেওয়া হয় । এবার পুজো কমিটিগুলি ই-মেলে জেলা প্রশাসনকে তাদের পুজো ভিডিয়ো পাঠায় । সেই ভিত্তিতেই চলে সেরা পুজোর নির্বাচন ।

জলপাইগুড়ি, 22 অক্টোবর : সেরা COVID সচেতেনতা পুজোর শিরোপা পেল জলপাইগুড়ি অসম মোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি । শিরোপা পেয়েছে মহুরিপাড়া সর্বজনীন দুর্গাপুজো সমিতি ও সারদা সেবক সংঘ শিলিগুড়িও (জলপাইগুড়ি জেলার অন্তর্গত) ।

বিশ্ব বাংলা শারদ সম্মান । চারটি বিভাগে 12টি পুজো কমিটিকে সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা ও সেরা COVID সচেতেনতা পুজোর সম্মান জানানো হচ্ছে । জেলার সেরা পুজা কমিটি হল মিলন সংঘ ধুপগুড়ি, শিলিগুড়ির হায়দার পাড়া স্পোর্টিং ক্লাব এবং জলপাইগুড়ির দিশারি ক্লাব । সেরা পুজোর বিজেতাদের সরকারের তরফে 50 হাজার টাকা দেওয়া হবে ।

জেলার সেরা পুজা মণ্ডপ হিসেবে পুরস্কার পেল সানরাইজ় ক্লাব ময়নাগুড়ি, ময়নাগুড়ি বিবেকানন্দ ক্লাব এবং সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি । তারা পাবে 30 হাজার টাকা । জেলার সেরা প্রতিমা পুরস্কার পাচ্ছে জলপাইগুড়ি পাণ্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি, জলপাইগুড়ি বামন পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি ও পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ও পাঠাগার । এই কমিটিগুলি 20 হাজার টাকা পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে ।

আজ জলপাইগুড়ির জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা COVID সচেতেনতার পুজো কমিটিগুলির নাম ঘোষণা করেন । জেলা প্রশাসনের কাছে আবেদনের ভিত্তিতেই এই পুজো কমিটিগুলি বেছে নেওয়া হয় । এবার পুজো কমিটিগুলি ই-মেলে জেলা প্রশাসনকে তাদের পুজো ভিডিয়ো পাঠায় । সেই ভিত্তিতেই চলে সেরা পুজোর নির্বাচন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.