ETV Bharat / state

রেশন নিয়ে অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে তদন্ত জলপাইগুড়ি জেলা প্রশাসনের - Ration

মণ্ডলঘাটের রেশন দোকানের মালিকের দিলীপ সোমের বিরুদ্ধে রেশনে কম খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ আসে জেলা প্রশাসনের কাছে ।

রেশন থেকে কম খাদ্যসামগ্রী দেবার অভিযোগ
রেশন থেকে কম খাদ্যসামগ্রী দেবার অভিযোগ
author img

By

Published : May 11, 2020, 10:54 PM IST

জলপাইগুড়ি, 11 মে: রেশনে কম পরিমাণে খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ পেয়ে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করল জলপাইগুড়ি জেলা প্রশাসন । অভিযোগের ভিত্তিতে রেশন দোকান সিল করা হল । জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট এলাকার রেশন দোকান সিল করে দেয় জেলা প্রশাসন ।

রেশন দোকানের মালিকের দিলীপ সোমের বিরুদ্ধে রেশনে কম খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ আসে জেলা প্রশাসনের কাছে । অভিযোগ পেয়ে তদন্তে নামে জেলা প্রশাসন । আজ জলপাইগুড়ি জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল আজ মণ্ডলঘাট বাড়ি বাড়ি ঘুরে দেখেন ওই রেশন দোকানি অনেককেই তাদের প্রাপ্য রেশন সামগ্রী দেয়নি । এরপর রেশন দোকানটি সিল করে দেওয়া হয় । রেশনে কম পরিমাণে সামগ্রী দেওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত রেশন ডিলার ।

ডেপুটি ম্যাজিস্ট্রেট রিচার্ড লেপচা বলেন, "1 মে থেকে খাদ্যসামগ্রী দেওয়ার কথা থাকলেও ওই রেশন ডিলার সামগ্রী দেয়নি । তাই আমরা তদন্ত করতে এসেছি । তদন্ত রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তর ও জেলাশাসককে দেব ।"

জলপাইগুড়ি, 11 মে: রেশনে কম পরিমাণে খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ পেয়ে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করল জলপাইগুড়ি জেলা প্রশাসন । অভিযোগের ভিত্তিতে রেশন দোকান সিল করা হল । জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট এলাকার রেশন দোকান সিল করে দেয় জেলা প্রশাসন ।

রেশন দোকানের মালিকের দিলীপ সোমের বিরুদ্ধে রেশনে কম খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ আসে জেলা প্রশাসনের কাছে । অভিযোগ পেয়ে তদন্তে নামে জেলা প্রশাসন । আজ জলপাইগুড়ি জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল আজ মণ্ডলঘাট বাড়ি বাড়ি ঘুরে দেখেন ওই রেশন দোকানি অনেককেই তাদের প্রাপ্য রেশন সামগ্রী দেয়নি । এরপর রেশন দোকানটি সিল করে দেওয়া হয় । রেশনে কম পরিমাণে সামগ্রী দেওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত রেশন ডিলার ।

ডেপুটি ম্যাজিস্ট্রেট রিচার্ড লেপচা বলেন, "1 মে থেকে খাদ্যসামগ্রী দেওয়ার কথা থাকলেও ওই রেশন ডিলার সামগ্রী দেয়নি । তাই আমরা তদন্ত করতে এসেছি । তদন্ত রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তর ও জেলাশাসককে দেব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.