ETV Bharat / state

Sitalkuchi Firing Case: শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে তলব হাইকোর্টের

বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার (Sitalkuchi Firing Case) ঘটনায় কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের জবাব তলব করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ । ওই ঘটনায় সিআইএসএফের গুলিতে চারজনের মৃত্যু হয় ৷

Sitalkuchi Firing
শিতলকুচি গুলিকাণ্ড
author img

By

Published : Dec 3, 2021, 4:24 PM IST

Updated : Dec 3, 2021, 5:40 PM IST

জলপাইগুড়ি, 3 ডিসেম্বর : বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার (Sitalkuchi Firing Case) ঘটনায় কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের জবাব তলব করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ । মামলার পরবর্তী শুনানির দিন সব পক্ষকে সার্কিট বেঞ্চে ডাকা হয়েছে (jalpaiguri circuit bench of calcutta high court summons state, centre and EC in sitalkuchi firing case) ৷

এই গুলি চালনাকাণ্ডে ক্ষতিপূরণ চেয়ে গত 30 নভেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল নিহতদের পরিবারের পক্ষ থেকে ৷ একইসঙ্গে, এই নিয়ে রাজ্য সরকারের সিআইডি তদন্ত কোন পথে চলছে তাও জানতে চাওয়া হয়েছে এই আবেদনে ৷ মামলা ট্রান্সফারের পরে বর্তমানে এই আবেদনের শুনানি চলছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ৷ শুক্রবার সার্কিট বেঞ্চের বিচারপতি রবি কিষান কাপুরের এজলাসে মামলাটি ওঠে । এই মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনের জবাব তলব করেছেন ৷ এদিন বিচারক নির্দেশ দেন, সব পক্ষের প্রতিনিধিকে ওই দিন সার্কিট বেঞ্চে হাজির থাকতে হবে ৷

শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে তলব হাইকোর্টের

আরও পড়ুন : Visva-Bharati Land Dispute : বিশ্বভারতীকে কলোনি উচ্ছেদ না করার আবেদন রাজ্য সরকারের

পাশাপাশি, শীতলকুচি গুলি চালনাকাণ্ডে অভিযুক্ত 6 সিএইএসএফ জওয়ান আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছেন, সেই মামলাটিও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে। অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ওয়াইজে দস্তুরের সওয়াল সত্ত্বেও এই আবেদনের শুনানি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের বদলে সার্কিট বেঞ্চেই হবে বলে জানা গিয়েছে ৷

গত 10 এপ্রিল রাজ্যে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন চলাকালীন শীতলকুচির এক ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ ওঠে ৷ গুলিতে মনিরুজ্জামান মিঞা, হামিদুল মিঞা, সামিউল হক ও নুর আলম মিঞা নামে চারজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয় ৷ রাজ্যের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারের একজনকে হোমিগার্ডের চাকরি দেওয়া হয়েছে ৷ রাজ্য সরকারের নির্দেশে ঘটনার সিআইডি তদন্তও হচ্ছে।

জলপাইগুড়ি, 3 ডিসেম্বর : বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার (Sitalkuchi Firing Case) ঘটনায় কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের জবাব তলব করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ । মামলার পরবর্তী শুনানির দিন সব পক্ষকে সার্কিট বেঞ্চে ডাকা হয়েছে (jalpaiguri circuit bench of calcutta high court summons state, centre and EC in sitalkuchi firing case) ৷

এই গুলি চালনাকাণ্ডে ক্ষতিপূরণ চেয়ে গত 30 নভেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল নিহতদের পরিবারের পক্ষ থেকে ৷ একইসঙ্গে, এই নিয়ে রাজ্য সরকারের সিআইডি তদন্ত কোন পথে চলছে তাও জানতে চাওয়া হয়েছে এই আবেদনে ৷ মামলা ট্রান্সফারের পরে বর্তমানে এই আবেদনের শুনানি চলছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ৷ শুক্রবার সার্কিট বেঞ্চের বিচারপতি রবি কিষান কাপুরের এজলাসে মামলাটি ওঠে । এই মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনের জবাব তলব করেছেন ৷ এদিন বিচারক নির্দেশ দেন, সব পক্ষের প্রতিনিধিকে ওই দিন সার্কিট বেঞ্চে হাজির থাকতে হবে ৷

শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে তলব হাইকোর্টের

আরও পড়ুন : Visva-Bharati Land Dispute : বিশ্বভারতীকে কলোনি উচ্ছেদ না করার আবেদন রাজ্য সরকারের

পাশাপাশি, শীতলকুচি গুলি চালনাকাণ্ডে অভিযুক্ত 6 সিএইএসএফ জওয়ান আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছেন, সেই মামলাটিও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে। অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ওয়াইজে দস্তুরের সওয়াল সত্ত্বেও এই আবেদনের শুনানি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের বদলে সার্কিট বেঞ্চেই হবে বলে জানা গিয়েছে ৷

গত 10 এপ্রিল রাজ্যে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন চলাকালীন শীতলকুচির এক ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ ওঠে ৷ গুলিতে মনিরুজ্জামান মিঞা, হামিদুল মিঞা, সামিউল হক ও নুর আলম মিঞা নামে চারজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয় ৷ রাজ্যের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারের একজনকে হোমিগার্ডের চাকরি দেওয়া হয়েছে ৷ রাজ্য সরকারের নির্দেশে ঘটনার সিআইডি তদন্তও হচ্ছে।

Last Updated : Dec 3, 2021, 5:40 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.