জলপাইগুড়ি, 2 জুন : জলপাইগুড়িতে শূকরের উৎপাত । কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের চারপাশে ঘুরে বেড়াচ্ছে শূকর ৷ পৌরসভা ও জেলা প্রশাসনকে শূকর সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ । জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডেপুটি রেজিস্ট্রার এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত জেলাশাসক, পৌরসভাকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আশপাশে সাফাই ও শূকরের অবাধ বিচরণ রোখার নির্দেশ দিয়েছেন ।
জলপাইগুড়ির কিছু ওয়ার্ড হাইকোর্ট সংলগ্ন জায়গায় শূকরের প্রাদুর্ভাব বেড়েছ ৷ জমেছে নোংরা আবর্জনা ৷ যে কারণে হাইকোর্ট সার্কিট বেঞ্চের ডেপুটি রেজিস্ট্রার চিঠি দিয়ে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে জলপাইগুড়ি পৌরসভা, প্রিন্সিপাল সেক্রেটারি অফ আরবান অ্যাফেয়ার্স ও অতিরিক্ত জেলাশাসককে (ডেভেলপমেন্ট) নির্দেশ দিয়েছেন । চিঠিতে বলা হয়েছে সার্কিট বেঞ্চের সামনে নোংরা আবর্জনা পড়ে থাকছে ৷ তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে । পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে শহরের 7, 10, 11, 14, 15, 16 নম্বর ওয়ার্ডের শুয়োরের বাড়বাড়ন্ত রয়েছে । তা রোখার নির্দেশ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন : কৃষ্ণনগরে চালু মা ক্যান্টিন
এই বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাত জানান, "সার্কিট বেঞ্চের নির্দেশ আমরা পেয়েছি । আমরা কাজও শুরু করে দিয়েছি ।"