ETV Bharat / state

Ivory Recovered In Jalpaiguri: জলপাইগুড়িতে উদ্ধার হাতির দাঁত, গ্রেফতার 3 - Smuggler Arrest In Jalpaiguri

ডুয়ার্সের ওদলাবড়ি এলাকা থেকে হাতির দাঁত-সহ 3 পাচারকারীকে গ্রেফতার করলেন বনকর্মীরা (Ivory Recovered In Jalpaiguri)। ধৃতরা আলিপুরদুয়ারের শামুকতলার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। বুধবার তাদের আদালতে তোলা হবে।

Smuggler Arrest In Jalpaiguri
Smuggler Arrest In Jalpaiguri
author img

By

Published : Feb 8, 2022, 2:46 PM IST

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি: হাতির দাঁত-সহ 3 পাচারকারীকে গ্রেফতার করলেন বনকর্মীরা (Ivory Recovered In Jalpaiguri)। ডুয়ার্সের ওদলাবড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় দু'কেজি ওজনের হাতির দাঁত। ধৃতরা আলিপুরদুয়ারের শামুকতলার বাসিন্দা। ধৃতদের নাম মোজামিল হক, জয়নাল রহমান এবং রসিদ মিঁঞা।

বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রে অভিযান চালিয়ে হাতির দাঁতগুলি উদ্ধার করা হয়। হাতির দাঁতগুলি ডুয়ার্স এলাকা দিয়ে পাচার করা হচ্ছিল। কুমারগ্রাম থেকে নিয়ে আসা হচ্ছিল হাতির দাঁতগুলিকে। বনকর্মীরা ওদলাবাড়িতে ওৎ পেতে ছিলেন। সন্দেহজনক গাড়িটি ওদলাবাড়িতে আসতেই গাড়িটিকে আটক করা হয়।

আরও পড়ুন: ফাঁকা মাঠে বসে শিক্ষক-শিক্ষিকারা, পড়ুয়াশূন্য জলপাইগুড়ির 'পাড়ায় শিক্ষালয়'

সবজি বোঝাই একটি অল্টোগাড়িতে হাতির দাঁতগুলি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। 10 লক্ষ টাকার বিনিময়ে হাতির দাঁতগুলি বিক্রি করার কথা জানা গিয়েছে। শিলিগুড়িতে একজনকে হাতির দাঁতগুলি বিক্রি করার কথা ছিল। বৈকুন্ঠপুর বনবিভাগের ডিএফও হরিকৃষ্ণান বলেন, "আমাদের কাছে খবর ছিল হাতির দাঁতগুলি পাচার করা হচ্ছে। সেই কারণেই আমাদের বেলাকোবা রেঞ্জের কর্মীরা ওদলাবাড়িতে ওৎ পেতে হাতির দাঁতগুলি উদ্ধার করেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাতির দাঁতগুলি তারা কোথা থেকে পেয়েছে। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে।"

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি: হাতির দাঁত-সহ 3 পাচারকারীকে গ্রেফতার করলেন বনকর্মীরা (Ivory Recovered In Jalpaiguri)। ডুয়ার্সের ওদলাবড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় দু'কেজি ওজনের হাতির দাঁত। ধৃতরা আলিপুরদুয়ারের শামুকতলার বাসিন্দা। ধৃতদের নাম মোজামিল হক, জয়নাল রহমান এবং রসিদ মিঁঞা।

বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রে অভিযান চালিয়ে হাতির দাঁতগুলি উদ্ধার করা হয়। হাতির দাঁতগুলি ডুয়ার্স এলাকা দিয়ে পাচার করা হচ্ছিল। কুমারগ্রাম থেকে নিয়ে আসা হচ্ছিল হাতির দাঁতগুলিকে। বনকর্মীরা ওদলাবাড়িতে ওৎ পেতে ছিলেন। সন্দেহজনক গাড়িটি ওদলাবাড়িতে আসতেই গাড়িটিকে আটক করা হয়।

আরও পড়ুন: ফাঁকা মাঠে বসে শিক্ষক-শিক্ষিকারা, পড়ুয়াশূন্য জলপাইগুড়ির 'পাড়ায় শিক্ষালয়'

সবজি বোঝাই একটি অল্টোগাড়িতে হাতির দাঁতগুলি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। 10 লক্ষ টাকার বিনিময়ে হাতির দাঁতগুলি বিক্রি করার কথা জানা গিয়েছে। শিলিগুড়িতে একজনকে হাতির দাঁতগুলি বিক্রি করার কথা ছিল। বৈকুন্ঠপুর বনবিভাগের ডিএফও হরিকৃষ্ণান বলেন, "আমাদের কাছে খবর ছিল হাতির দাঁতগুলি পাচার করা হচ্ছে। সেই কারণেই আমাদের বেলাকোবা রেঞ্জের কর্মীরা ওদলাবাড়িতে ওৎ পেতে হাতির দাঁতগুলি উদ্ধার করেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাতির দাঁতগুলি তারা কোথা থেকে পেয়েছে। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.