ETV Bharat / state

NJP-তে তৈরি 200 বেডের আইসোলেশন কোচ - Isolation coach For Corona treatment

দেশজুড়ে রেলের তরফে একাধিক আইসোলেশন কোচ তৈরি করা হচ্ছে ৷ এবার নিউ জলপাইগুড়ি স্টেশনে 10টি কোচে তৈরি হল আইসোলেশন ওয়ার্ড ৷

আইসোলেশন কোচ
আইসোলেশন কোচ
author img

By

Published : Apr 5, 2020, 7:25 PM IST

Updated : Apr 7, 2020, 11:18 AM IST

শিলিগুড়ি, 5 এপ্রিল : কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে প্রস্তুত ভারতীয় রেলও ৷ আগেই রেলের তরফে জানানো হয়েছিল, ট্রেনের কামরাগুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হবে । সেই মতোই শুরু হয় কাজও ৷ এবার নিউ জলপাইগুড়ি স্টেশনে তৈরি করা হল 10টি কোচের আইসোলেশন ওয়ার্ড ৷ প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যাওয়া যাবে কোচগুলি ৷ তৈরি করা হচ্ছে আরও অতিরিক্ত 10টি কোচ ৷ সব মিলিয়ে মোট 200 জন রোগীর চিকিৎসা করা যাবে এখানে ৷

নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে দেখা গেল, কারশেডে দাঁড়িয়ে আছে একাধিক রেলের কামরা ৷ সেই কামরাগুলির মধ্যে কাজ করছেন রেলের জরুরি বিভাগের কর্মীরা ৷ ছুটি বাতিল করে সকাল থেকেই চলছে ওয়ার্ড তৈরির প্রস্তুতি ৷ রেল সূত্রে জানা গিয়েছে, আইসোলেশন কোচ তৈরি করতে গিয়ে কামরাগুলিতে পরিবর্তন করা হচ্ছে ৷ মাঝের বার্থের বেডগুলি খুলে ফেলা হয়েছে ৷ লোয়ার বার্থে রোগীর থাকার বন্দোবস্ত করা হচ্ছে ৷

চিকিৎসাজনিত বৈদ্যুতিক সরঞ্জাম চালানোর কথা ভেবে কোচের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে ৷ প্রত্যেকটি কূপে লাগানো হচ্ছে 15 অ্যাম্পিয়ার প্লাগ পয়েন্ট ৷ প্রতিটি কামরায় মোট 20 জন রোগী থাকার পাশাপাশি থাকতে পারবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ৷ প্রতিটি কূপের বাইরে লাগানো থাকবে প্লাস্টিকের পর্দা ৷ প্রয়োজনে এই কোচগুলিকে এক স্টেশন থেকে অন্য স্টেশনে নিয়ে যাওয়াও সম্ভব ৷

আইসোলেশন কোচ
আইসোলেশন কোচ তৈরির কাজ চলছে জোরকদমে

রেলের তরফে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়র দেবাশিস কুমার বলেন, "আমাদের 10টি কোচ মোটের উপর প্রস্তুত রয়েছে ৷ আরও 10টি কোচ তৈরির কাজ চলছে ৷ মন্ত্রকের নির্দেশিকা মেনেই পরিবর্তন করা হচ্ছে কোচগুলিতে ৷ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে এই আইসেলেশন কোচগুলি ৷ কোরোনা মোকাবিলায় এই কোচগুলি সহায়ক হতে পারে ৷"

শিলিগুড়ি, 5 এপ্রিল : কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে প্রস্তুত ভারতীয় রেলও ৷ আগেই রেলের তরফে জানানো হয়েছিল, ট্রেনের কামরাগুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হবে । সেই মতোই শুরু হয় কাজও ৷ এবার নিউ জলপাইগুড়ি স্টেশনে তৈরি করা হল 10টি কোচের আইসোলেশন ওয়ার্ড ৷ প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যাওয়া যাবে কোচগুলি ৷ তৈরি করা হচ্ছে আরও অতিরিক্ত 10টি কোচ ৷ সব মিলিয়ে মোট 200 জন রোগীর চিকিৎসা করা যাবে এখানে ৷

নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে দেখা গেল, কারশেডে দাঁড়িয়ে আছে একাধিক রেলের কামরা ৷ সেই কামরাগুলির মধ্যে কাজ করছেন রেলের জরুরি বিভাগের কর্মীরা ৷ ছুটি বাতিল করে সকাল থেকেই চলছে ওয়ার্ড তৈরির প্রস্তুতি ৷ রেল সূত্রে জানা গিয়েছে, আইসোলেশন কোচ তৈরি করতে গিয়ে কামরাগুলিতে পরিবর্তন করা হচ্ছে ৷ মাঝের বার্থের বেডগুলি খুলে ফেলা হয়েছে ৷ লোয়ার বার্থে রোগীর থাকার বন্দোবস্ত করা হচ্ছে ৷

চিকিৎসাজনিত বৈদ্যুতিক সরঞ্জাম চালানোর কথা ভেবে কোচের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে ৷ প্রত্যেকটি কূপে লাগানো হচ্ছে 15 অ্যাম্পিয়ার প্লাগ পয়েন্ট ৷ প্রতিটি কামরায় মোট 20 জন রোগী থাকার পাশাপাশি থাকতে পারবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ৷ প্রতিটি কূপের বাইরে লাগানো থাকবে প্লাস্টিকের পর্দা ৷ প্রয়োজনে এই কোচগুলিকে এক স্টেশন থেকে অন্য স্টেশনে নিয়ে যাওয়াও সম্ভব ৷

আইসোলেশন কোচ
আইসোলেশন কোচ তৈরির কাজ চলছে জোরকদমে

রেলের তরফে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়র দেবাশিস কুমার বলেন, "আমাদের 10টি কোচ মোটের উপর প্রস্তুত রয়েছে ৷ আরও 10টি কোচ তৈরির কাজ চলছে ৷ মন্ত্রকের নির্দেশিকা মেনেই পরিবর্তন করা হচ্ছে কোচগুলিতে ৷ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে এই আইসেলেশন কোচগুলি ৷ কোরোনা মোকাবিলায় এই কোচগুলি সহায়ক হতে পারে ৷"

Last Updated : Apr 7, 2020, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.