ETV Bharat / state

প্রয়াত জেনেও শিক্ষককে আমন্ত্রণপত্র পাঠাল স্কুল পরিদর্শকের দপ্তর - School Teachers

জলপাইগুড়িতে শিক্ষক দিবস উপলক্ষ্যে মৃত শিক্ষকের নামে আমন্ত্রণপত্র পাঠালেন জেলা স্কুল শিক্ষা পরিদর্শক । ঘটনাটি জানাজানি হতে সোশাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড় ।

সেই আমন্ত্রণপত্র
author img

By

Published : Sep 5, 2019, 12:44 PM IST

জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর : শিক্ষক দিবসে প্রয়াত শিক্ষককে আমন্ত্রণপত্র পাঠাল জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক)- এর দপ্তর । এমন নয় যে, দপ্তর জানত না ওই শিক্ষক প্রয়াত । কারণ আমন্ত্রণপত্রের ঠিকানায় শিক্ষকের নামের আগে লেখা হয়েছে স্বর্গীয় নকুল রাজবংশী । জলপাইগুড়ির খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । ঘটনাটি জানাজানি হতে সোশাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড় । প্রশ্ন তুলেছেন নকুলবাবুর একসময়ের সহকর্মীরাও ।

জলপাইগুড়ি সদর ব্লকের খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন নকুলবাবু । চলতি বছরের মার্চে তাঁর মৃত্যু হয় । গতকাল স্কুলের ঠিকানায় জেলা স্কুল পরিদর্শকের তরফে একটি চিঠি আসে । চিঠি খুলে প্রধান শিক্ষকের চক্ষু চড়কগাছ । চিঠিটি পাঠানো হয়েছে স্বর্গীয় নকুল রাজবংশীকে । শিক্ষক দিবসের অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পরিষদে ভবনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করা হয়েছে তাঁকে ।

প্রশ্ন উঠছে, মৃত শিক্ষককে কীভাবে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো যায় ? সোশাল মিডিয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম দে । তাঁর কথায়, "একজন মৃত মানুষকে স্বর্গীয় লিখে কীভাবে তাঁকে চিঠি পাঠানো যায় ? না জেনে মৃত ব্যক্তির নামে অফিশিয়াল চিঠি তো প্রচুর যায়, এটা স্বাভাবিক বিষয় । কিন্তু, এক্ষেত্রে নকুলবাবুর নামের আগে স্বর্গীয় লেখা হয়েছে । অর্থাৎ প্রেরক জানেন যে নকুল রাজবংশী জীবিত নেই ।"

স্কুলের প্রধান শিক্ষক আব্বাস আলি বলেন, "আমি জেলা স্কুল পরিদর্শকের অফিসে বিষয়টি জানিয়েছি । তাঁরা ক্ষমা চেয়ে নিয়েছেন । তবে, বিষয়টি একেবারেই বাঞ্ছনীয় নয় ।"

জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর : শিক্ষক দিবসে প্রয়াত শিক্ষককে আমন্ত্রণপত্র পাঠাল জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক)- এর দপ্তর । এমন নয় যে, দপ্তর জানত না ওই শিক্ষক প্রয়াত । কারণ আমন্ত্রণপত্রের ঠিকানায় শিক্ষকের নামের আগে লেখা হয়েছে স্বর্গীয় নকুল রাজবংশী । জলপাইগুড়ির খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । ঘটনাটি জানাজানি হতে সোশাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড় । প্রশ্ন তুলেছেন নকুলবাবুর একসময়ের সহকর্মীরাও ।

জলপাইগুড়ি সদর ব্লকের খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন নকুলবাবু । চলতি বছরের মার্চে তাঁর মৃত্যু হয় । গতকাল স্কুলের ঠিকানায় জেলা স্কুল পরিদর্শকের তরফে একটি চিঠি আসে । চিঠি খুলে প্রধান শিক্ষকের চক্ষু চড়কগাছ । চিঠিটি পাঠানো হয়েছে স্বর্গীয় নকুল রাজবংশীকে । শিক্ষক দিবসের অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পরিষদে ভবনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করা হয়েছে তাঁকে ।

প্রশ্ন উঠছে, মৃত শিক্ষককে কীভাবে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো যায় ? সোশাল মিডিয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম দে । তাঁর কথায়, "একজন মৃত মানুষকে স্বর্গীয় লিখে কীভাবে তাঁকে চিঠি পাঠানো যায় ? না জেনে মৃত ব্যক্তির নামে অফিশিয়াল চিঠি তো প্রচুর যায়, এটা স্বাভাবিক বিষয় । কিন্তু, এক্ষেত্রে নকুলবাবুর নামের আগে স্বর্গীয় লেখা হয়েছে । অর্থাৎ প্রেরক জানেন যে নকুল রাজবংশী জীবিত নেই ।"

স্কুলের প্রধান শিক্ষক আব্বাস আলি বলেন, "আমি জেলা স্কুল পরিদর্শকের অফিসে বিষয়টি জানিয়েছি । তাঁরা ক্ষমা চেয়ে নিয়েছেন । তবে, বিষয়টি একেবারেই বাঞ্ছনীয় নয় ।"

Intro:জলপাইগুড়িঃঃ স্বর্গীয় লিখে মৃত শিক্ষককে শিক্ষক দিবসের আমন্ত্রন পত্র পাঠাল জেলা স্কুল শিক্ষা পরিদর্শক(মাধ্যমিক) ।মৃত শিক্ষকের নামে চিঠি পাঠাল শিক্ষা দপ্তর।তাও আবার স্বর্গীয় লিখে। জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের জারি করা এমন এক চিঠিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।ইতি মধ্যেই সোস্যাল মিডিয়ায় ছি ছি পরে গেছে।ভুলে ভরা চিঠি নিয়ে প্রশ্ন উঠেছে।Body:জলপাইগুড়ি সদর ব্লকের সদর নর্থ সার্কেলের অন্তর্গত খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এমনই চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ। জানা গেছে সদর ব্লকের
খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন নকুল রাজবংশী। তিনি
চলতি বছরের মার্চ মাসে মারা গেছেন। কিন্তু স্কুল শিক্ষা দপ্তর থেকে স্বর্গীয় নকুল রাজবংশীর নাম লিখে তার স্কুলে চিঠি পাঠিয়েছে। জাতীয় শিক্ষক কল্যান সংস্থা জলপাইগুড়ি শাখা, শিক্ষক দবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে ঐ শিক্ষকের উপস্থিতি কাম্য করে অজলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) তথা উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে স্বপন সামন্ত চিঠি পাঠিয়েছেন।Conclusion:মৃত স্কুল শিক্ষককে চিঠি পাঠিয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানের আমন্ত্রনকে কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়িতে। আর এতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে।একজন শিক্ষক যেখানে মারা গেছেন।তার নামের আগে স্বর্গীয় লিখে কি করে তাকে চিঠি দিয়ে আমন্ত্রন জানানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা।নকুল রাজবংশীর সহকর্মি গৌতম দে সোস্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন
" না জেনে মৃত ব্যক্তির নামে অফিসিয়াল চিঠি তো প্রচুর যায়।এটা নরমাল বিষয়।কিন্তু এ ক্ষেত্রে জলপাইগুড়ির এক আধিকারিক শিক্ষক মহাশয়ের নামের আগে "স্বর্গীয় " লিখে ওই শিক্ষক কে শিক্ষক দিবসের আমন্ত্রণ জানিয়েছেন ।মানে ওঁনারা জানেন যে শিক্ষক মহাশয় জীবিত নেই।তাহলে প্রশ্ন হলো চিঠি কোথায় পাঠাতে চাইলেন"।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.