জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর : শিক্ষক দিবসে প্রয়াত শিক্ষককে আমন্ত্রণপত্র পাঠাল জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক)- এর দপ্তর । এমন নয় যে, দপ্তর জানত না ওই শিক্ষক প্রয়াত । কারণ আমন্ত্রণপত্রের ঠিকানায় শিক্ষকের নামের আগে লেখা হয়েছে স্বর্গীয় নকুল রাজবংশী । জলপাইগুড়ির খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । ঘটনাটি জানাজানি হতে সোশাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড় । প্রশ্ন তুলেছেন নকুলবাবুর একসময়ের সহকর্মীরাও ।
জলপাইগুড়ি সদর ব্লকের খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন নকুলবাবু । চলতি বছরের মার্চে তাঁর মৃত্যু হয় । গতকাল স্কুলের ঠিকানায় জেলা স্কুল পরিদর্শকের তরফে একটি চিঠি আসে । চিঠি খুলে প্রধান শিক্ষকের চক্ষু চড়কগাছ । চিঠিটি পাঠানো হয়েছে স্বর্গীয় নকুল রাজবংশীকে । শিক্ষক দিবসের অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পরিষদে ভবনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করা হয়েছে তাঁকে ।
প্রশ্ন উঠছে, মৃত শিক্ষককে কীভাবে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো যায় ? সোশাল মিডিয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম দে । তাঁর কথায়, "একজন মৃত মানুষকে স্বর্গীয় লিখে কীভাবে তাঁকে চিঠি পাঠানো যায় ? না জেনে মৃত ব্যক্তির নামে অফিশিয়াল চিঠি তো প্রচুর যায়, এটা স্বাভাবিক বিষয় । কিন্তু, এক্ষেত্রে নকুলবাবুর নামের আগে স্বর্গীয় লেখা হয়েছে । অর্থাৎ প্রেরক জানেন যে নকুল রাজবংশী জীবিত নেই ।"
স্কুলের প্রধান শিক্ষক আব্বাস আলি বলেন, "আমি জেলা স্কুল পরিদর্শকের অফিসে বিষয়টি জানিয়েছি । তাঁরা ক্ষমা চেয়ে নিয়েছেন । তবে, বিষয়টি একেবারেই বাঞ্ছনীয় নয় ।"