ETV Bharat / state

Complaint against Green Jalpaiguri: দেহ কাঁধে নিয়ে যাওয়ার ঘটনায় সাহায্যকারীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তৃণমূল সমর্থিত সংগঠন

গত বৃহস্পতিবার জলপাইগুড়িতে মায়ের দেহ কাঁধে নিয়ে যাওয়ার ঘটনায় (Youth Carries Mother Dead Body) ছেলে রামপ্রসাদ দেওয়ানের পাশে দাঁড়িয়েছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের (NGO) সম্পাদক ৷ তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল (Trinamool Congress) সমর্থিত সংগঠন ৷

Complaint against Green Jalpaiguri
Complaint against Green Jalpaiguri
author img

By

Published : Jan 7, 2023, 7:28 PM IST

আইএনটিটিইউসি সমর্থিত বেসরকারি অ্যাম্বুল্যান্স চালক সংগঠনের সম্পাদক দিলীপ দাসের বক্তব্য

জলপাইগুড়ি, 7 জানুয়ারি: বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকদের দাবি মতো টাকা দিতে না পেরে কাঁধেই মায়ের দেহ নিয়ে হাসপাতাল থেকে রওনা দিয়েছিলেন ছেলে (Youth Carries Mother Dead Body) ৷ অমানবিক সেই ঘটনায় মাল মহকুমার ক্রান্তির বাসিন্দা রামপ্রসাদ দেওয়ানের পাশে দাঁড়ায় গ্রিন জলপাইগুড়ি (Jalpaiguri) নামে এক স্বেচ্ছেসেবী সংগঠন (NGO) ৷ মায়ের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য রামপ্রসাদকে শববাহী গাড়ি ঠিক করে দেন সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস ৷ সেই কারণে তাঁকে পড়তে হল আইনি জটিলতায় ৷

তাঁর বিরুদ্ধে জলপাইগুড়ির কোতয়ালি থানায় দায়ের হল অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন আইএনটিটিইউসি (INTTUC) সমর্থিত বেসরকারি অ্যাম্বুল্যান্স চালক সংগঠনের সম্পাদক দিলীপ দাস ৷ তিনি এই ঘটনায় সরকার ও অ্যাম্বুল্যান্স (Ambulance) চালকদের বদনামের জন্য চক্রান্ত করার অভিযোগ তুলেছেন ৷ যদিও এই নিয়ে অঙ্কুর দাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ একই সঙ্গে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, যে ঘটনার জেরে এই অভিযোগ দায়ের হয়েছে, সেই ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ৷ রামপ্রসাদ দেওয়ানের মায়ের মৃত্যু হয় জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Hospital) ৷ অভিযোগ, মায়ের দেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে তিনি কোনও শববাহী গাড়ি পাননি ৷ হাসপাতালের বাইরে বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকরা তাঁর থেকে তিন হাজার টাকা দাবি করেন ৷ সেই টাকা না থাকায় তিনি কয়েক ঘণ্টা অপেক্ষা করেন ৷ তার পর কাঁধেই মায়ের দেহ নিয়ে বাড়ির দিকে রওনা দেন ৷

জানা গিয়েছে, রাস্তায় তাঁদের সঙ্গে অঙ্কুর দাসের কাকতালীয়ভাবে দেখা হয় ৷ অমানবিক ঘটনা দেখে তিনি তাঁর সংগঠনের শববাহী গাড়িতে রামপ্রসাদের মায়ের দেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন ৷ কিন্তু পুরো বিষয়টিকে কাকতালীয় বলে মানতে নারাজ আইএনটিটিইউসি সমর্থিত বেসরকারি অ্যাম্বুল্যান্স চালক সংগঠনের সম্পাদক দিলীপ দাস ৷

তাঁর অভিযোগ, ‘‘আমরা জলপাইগুড়ি কোতয়ালি থানায় গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাসের নামে অভিযোগ দায়ের করেছি । কারণ ,তিনি আমাদের অ্যাম্বুল্যান্স চালকদের ও সরকারকে বদনাম করার জন্যই এটা করেছেন । আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি ৷ সঠিক তদন্ত করে উপযুক্ত বিচার হোক ।’’

দিলীপ দাস তাঁর অভিযোগ পত্রে লিখেছেন, অঙ্কুর দাস দলবল নিয়ে নাটকীয় ভাবে কাঁধে করে মৃতদেহ নিয়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল করেন । এবং কিছু সাংবাদিক ও অঙ্কুর দাস মিলিতভাবে সরকারকে ও অ্যাম্বুল্যান্স সংগঠনকে কালিমালিপ্ত করার জন্যই প্রচার করেছেন ।

এদিন অঙ্কুর দাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে তিনি আগে অভিযোগ করেছিলেন যে জলপাইগুড়ি হাসপাতালের বাইরে বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকদের একটা অসাধু চক্র তৈরি হয়েছে ৷ ওই চক্র হাসপাতাল চত্বরে শববাহী গাড়ি ঢুকতে দেয় না ৷ আর তারা মৃতের আত্মীয়দের কাছ থেকে অনেক টাকার বিনিময়ে দেহ নিয়ে যায় ৷ এক্ষেত্রে রামপ্রসাদের অর্থ না থাকায় তিনি মায়ের দেহ কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, তাই এই বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে ৷

আরও পড়ুন: শববাহী গাড়ি ভাড়ার টাকা নেই, হাসপাতাল থেকে কাঁধেই মায়ের দেহ নিয়ে বাড়ি ফিরল ছেলে

আইএনটিটিইউসি সমর্থিত বেসরকারি অ্যাম্বুল্যান্স চালক সংগঠনের সম্পাদক দিলীপ দাসের বক্তব্য

জলপাইগুড়ি, 7 জানুয়ারি: বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকদের দাবি মতো টাকা দিতে না পেরে কাঁধেই মায়ের দেহ নিয়ে হাসপাতাল থেকে রওনা দিয়েছিলেন ছেলে (Youth Carries Mother Dead Body) ৷ অমানবিক সেই ঘটনায় মাল মহকুমার ক্রান্তির বাসিন্দা রামপ্রসাদ দেওয়ানের পাশে দাঁড়ায় গ্রিন জলপাইগুড়ি (Jalpaiguri) নামে এক স্বেচ্ছেসেবী সংগঠন (NGO) ৷ মায়ের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য রামপ্রসাদকে শববাহী গাড়ি ঠিক করে দেন সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস ৷ সেই কারণে তাঁকে পড়তে হল আইনি জটিলতায় ৷

তাঁর বিরুদ্ধে জলপাইগুড়ির কোতয়ালি থানায় দায়ের হল অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন আইএনটিটিইউসি (INTTUC) সমর্থিত বেসরকারি অ্যাম্বুল্যান্স চালক সংগঠনের সম্পাদক দিলীপ দাস ৷ তিনি এই ঘটনায় সরকার ও অ্যাম্বুল্যান্স (Ambulance) চালকদের বদনামের জন্য চক্রান্ত করার অভিযোগ তুলেছেন ৷ যদিও এই নিয়ে অঙ্কুর দাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ একই সঙ্গে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, যে ঘটনার জেরে এই অভিযোগ দায়ের হয়েছে, সেই ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ৷ রামপ্রসাদ দেওয়ানের মায়ের মৃত্যু হয় জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Hospital) ৷ অভিযোগ, মায়ের দেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে তিনি কোনও শববাহী গাড়ি পাননি ৷ হাসপাতালের বাইরে বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকরা তাঁর থেকে তিন হাজার টাকা দাবি করেন ৷ সেই টাকা না থাকায় তিনি কয়েক ঘণ্টা অপেক্ষা করেন ৷ তার পর কাঁধেই মায়ের দেহ নিয়ে বাড়ির দিকে রওনা দেন ৷

জানা গিয়েছে, রাস্তায় তাঁদের সঙ্গে অঙ্কুর দাসের কাকতালীয়ভাবে দেখা হয় ৷ অমানবিক ঘটনা দেখে তিনি তাঁর সংগঠনের শববাহী গাড়িতে রামপ্রসাদের মায়ের দেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন ৷ কিন্তু পুরো বিষয়টিকে কাকতালীয় বলে মানতে নারাজ আইএনটিটিইউসি সমর্থিত বেসরকারি অ্যাম্বুল্যান্স চালক সংগঠনের সম্পাদক দিলীপ দাস ৷

তাঁর অভিযোগ, ‘‘আমরা জলপাইগুড়ি কোতয়ালি থানায় গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাসের নামে অভিযোগ দায়ের করেছি । কারণ ,তিনি আমাদের অ্যাম্বুল্যান্স চালকদের ও সরকারকে বদনাম করার জন্যই এটা করেছেন । আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি ৷ সঠিক তদন্ত করে উপযুক্ত বিচার হোক ।’’

দিলীপ দাস তাঁর অভিযোগ পত্রে লিখেছেন, অঙ্কুর দাস দলবল নিয়ে নাটকীয় ভাবে কাঁধে করে মৃতদেহ নিয়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল করেন । এবং কিছু সাংবাদিক ও অঙ্কুর দাস মিলিতভাবে সরকারকে ও অ্যাম্বুল্যান্স সংগঠনকে কালিমালিপ্ত করার জন্যই প্রচার করেছেন ।

এদিন অঙ্কুর দাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে তিনি আগে অভিযোগ করেছিলেন যে জলপাইগুড়ি হাসপাতালের বাইরে বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকদের একটা অসাধু চক্র তৈরি হয়েছে ৷ ওই চক্র হাসপাতাল চত্বরে শববাহী গাড়ি ঢুকতে দেয় না ৷ আর তারা মৃতের আত্মীয়দের কাছ থেকে অনেক টাকার বিনিময়ে দেহ নিয়ে যায় ৷ এক্ষেত্রে রামপ্রসাদের অর্থ না থাকায় তিনি মায়ের দেহ কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, তাই এই বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে ৷

আরও পড়ুন: শববাহী গাড়ি ভাড়ার টাকা নেই, হাসপাতাল থেকে কাঁধেই মায়ের দেহ নিয়ে বাড়ি ফিরল ছেলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.