জলপাইগুড়ি, 21 মার্চ : ব্যবসায় ক্ষতি হোক । তবুও কোরোনা সচেতনতায় প্রধানমন্ত্রীর জনতা কারফিউর ডাকে আগামীকাল সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন জলপাইগুড়ির ব্যবসায়ীরা । কোরোনার জেরে এমনিতেই দিনকয়েক ধরে ভিড় কমেছে দোকানগুলিতে । লোকসানে চলছে ব্যবসা। তারপরও নিজেদের ও এলাকাবাসীর সচেতনায় কাল দোকান বন্ধ রাখবেন ব্যবসায়ীরা ।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগামীকাল সকাল থেকে ঘরে থাকবেন তাঁরা । জলপাইগুড়ির সবচেয়ে বড় বাজার দিনবাজারের ব্যবসায়ীরা ইতিমধ্যে নানাভাবে সাধারণ মানুষকে সচেতন করছেন। দোকানে আসা ক্রেতাদেরও জানিয়ে দিয়েছেন, আগামীকাল বন্ধ থাকবে দোকান । যেন খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে না বের হন, সেকথাও বলা হচ্ছে ক্রেতাদের ।
জলপাইগুড়ি দিনবাজারের ব্যবসায়ী গোপাল কেডিয়া, রাম অবতার আগরওয়াল, আনন্দ আগরওয়ালরা জানান, এমনিতেই ব্যবসার অবস্থা খুব খারাপ। কিন্তু আগামীকাল তাঁরা কেউই দোকান খোলা রাখবেন না। আগামীকাল বাড়িতেই থাকবেন তাঁরা । প্রধানমন্ত্রী জনতা কারফিউর কথা বলেছেন, সেটা ১০০ শতাংশ পালন করা হবে ।
জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ শাহ বলেন, "কেউ যাতে আগামীকাল দোকান খোলা না রাখেন, সেজন্য আমরা সবাইকে অনুরোধ করেছি ।"