ETV Bharat / state

করোনা সংক্রমণ রুখতে জলপাইগুড়ির হোটেল-রিসর্টে অভিযান জেলা পুলিশ প্রশাসনের

পশ্চিমবঙ্গের উত্তরে জলপাইগুড়ি জেলায় একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্র রয়েছে ৷ সব ভয় দূরে রেখে সেখানে আসতে শুরু করেছেন পর্যটনপ্রেমীরা ৷ কিন্তু হোটেল, রিসর্টে থাকা পর্যটকদের কাছে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আছে কি না, প্রশাসনের নিয়ম মানা হচ্ছে কি না, দেখতে অভিযান চালাল পুলিশ ৷

করোনা পরীক্ষা চলছে পর্যটকদের
করোনা পরীক্ষা চলছে পর্যটকদের
author img

By

Published : Jul 23, 2021, 1:47 PM IST

জলপাইগুড়ি, 23 জুলাই : করোনা ঠেকাতে হোটেল ও রিসর্টে রাতভর অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন । রিসর্টে গিয়ে সেখানে থাকা পর্যটকদের করোনা টেস্টের রিপোর্ট-সহ কোভিডের দ্বিতীয় ডোজের সার্টিফিকেট খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা । পর্যটকদের জন্য জেলার 11টি জায়গায় ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের (RAT) ব্যবস্থা করল জেলা প্রশাসন । করোনার দ্বিতীয় ঢেউ চলছে ৷ তবে কিছুটা শিথিল করা হয়েছে করোনার বিধিনিষেধ ৷ যদিও তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু তার মধ্যে দীর্ঘদিন ঘরবন্দি মানুষ বেরিয়ে পড়েছেন ৷ ভিড় জমতে শুরু করেছে পর্যটন স্থলগুলিতে ৷

আরও পড়ুন : বাগান মালিককে গ্রেফতারের প্রতিবাদে থানায় বিক্ষোভ শ্রমিকদের

এই পরিস্থিতিতে করোনা মোকাবিলার পদক্ষেপ হিসেবে বিশেষ অভিযান শুরু করল জেলা প্রশাসন ৷ পর্যটকদের করোনার রিপোর্ট নেগেটিভ দেখে রিসর্টে ঢোকার ছাড়পত্র মিলছে ৷ জেলা প্রশাসন আগেই নির্দেশ জারি করেছিল জেলার হোটেল বা রিসর্টে পর্যটকদের থাকতে গেলে কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজের সার্টিফিকেট অথবা 48 ঘণ্টা আগে করা কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে । সেই নির্দেশ ঠিকঠাক পালন হচ্ছে কি না, তা নিজেদের চোখে দেখতে লাটাগুড়ির বিভিন্ন হোটেল ও রিসর্টে যান ক্রান্তি ফাঁড়ির ওসি সুব্রত গুণ, ক্রান্তি ব্লকের বিডিও প্রদীপকুমার সিনহা ।

জলপাইগুড়ি জেলায় 11টি জায়গায় পর্যটকদের আরএটি বা ব়্যাপিড অযান্টিজেন টেস্ট (RAT) করার নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা । মালবাজার মহকুমায় 7 টি ও জলপাইগুড়ি সদর মহকুমায় 4টি আরএটি সেন্টার খোলা হয়েছে । জলপাইগুড়ি জেলার মালবাজারে নিউ মালস্টেশন, মালবাজার, চালসা, মূর্তি, লাটাগুড়ি, ধুপঝোড়া, বাতাবাড়ি, নাগরাকাটা এবং সদর মহকুমার এনজেপি রেলওয়ে স্টেশন, শান্তিপাড়া বাসস্ট্যান্ড, রোড স্টেশন ও ময়নাগুড়িতে আরএটি-র ব্যবস্থা করা হয়েছে ৷

জলপাইগুড়ি, 23 জুলাই : করোনা ঠেকাতে হোটেল ও রিসর্টে রাতভর অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন । রিসর্টে গিয়ে সেখানে থাকা পর্যটকদের করোনা টেস্টের রিপোর্ট-সহ কোভিডের দ্বিতীয় ডোজের সার্টিফিকেট খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা । পর্যটকদের জন্য জেলার 11টি জায়গায় ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের (RAT) ব্যবস্থা করল জেলা প্রশাসন । করোনার দ্বিতীয় ঢেউ চলছে ৷ তবে কিছুটা শিথিল করা হয়েছে করোনার বিধিনিষেধ ৷ যদিও তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু তার মধ্যে দীর্ঘদিন ঘরবন্দি মানুষ বেরিয়ে পড়েছেন ৷ ভিড় জমতে শুরু করেছে পর্যটন স্থলগুলিতে ৷

আরও পড়ুন : বাগান মালিককে গ্রেফতারের প্রতিবাদে থানায় বিক্ষোভ শ্রমিকদের

এই পরিস্থিতিতে করোনা মোকাবিলার পদক্ষেপ হিসেবে বিশেষ অভিযান শুরু করল জেলা প্রশাসন ৷ পর্যটকদের করোনার রিপোর্ট নেগেটিভ দেখে রিসর্টে ঢোকার ছাড়পত্র মিলছে ৷ জেলা প্রশাসন আগেই নির্দেশ জারি করেছিল জেলার হোটেল বা রিসর্টে পর্যটকদের থাকতে গেলে কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজের সার্টিফিকেট অথবা 48 ঘণ্টা আগে করা কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে । সেই নির্দেশ ঠিকঠাক পালন হচ্ছে কি না, তা নিজেদের চোখে দেখতে লাটাগুড়ির বিভিন্ন হোটেল ও রিসর্টে যান ক্রান্তি ফাঁড়ির ওসি সুব্রত গুণ, ক্রান্তি ব্লকের বিডিও প্রদীপকুমার সিনহা ।

জলপাইগুড়ি জেলায় 11টি জায়গায় পর্যটকদের আরএটি বা ব়্যাপিড অযান্টিজেন টেস্ট (RAT) করার নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা । মালবাজার মহকুমায় 7 টি ও জলপাইগুড়ি সদর মহকুমায় 4টি আরএটি সেন্টার খোলা হয়েছে । জলপাইগুড়ি জেলার মালবাজারে নিউ মালস্টেশন, মালবাজার, চালসা, মূর্তি, লাটাগুড়ি, ধুপঝোড়া, বাতাবাড়ি, নাগরাকাটা এবং সদর মহকুমার এনজেপি রেলওয়ে স্টেশন, শান্তিপাড়া বাসস্ট্যান্ড, রোড স্টেশন ও ময়নাগুড়িতে আরএটি-র ব্যবস্থা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.