ETV Bharat / state

সুখবর, নেওড়াভ্যালিতে ফের ক্যামেরাবন্দী রয়্যাল বেঙ্গল টাইগার

নেওড়াভ্যালিতে বন্যপ্রাণ বিভাগের বিশেষ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি ৷ প্রাথমিক পর্যবেক্ষনে মনে করা হচ্ছে ক্যামেরাবন্দী বাঘটি পূর্ণ বয়স্ক পুরুষ । এই নিয়ে দ্বিতীয়বার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি ৷

Neora Valley
ক্যামেরাবন্দী হল রয়্যাল বেঙ্গল টাইগার
author img

By

Published : Jan 1, 2020, 9:51 PM IST

Updated : Jan 1, 2020, 10:17 PM IST

জলপাইগুড়ি, 1 ডিসেম্বর : ক্যামেরাবন্দী হল রয়্যাল বেঙ্গল টাইগার ৷ নতুন বছরের প্রথম দিনেই নেওড়াভ্যালির জাতীয় উদ্যানে দেখা মিলল বাঘের ৷ বন্যপ্রাণ বিভাগের বিশেষ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি ৷ এটিকে নতুন বছরের সুখবর হিসেবেই উল্লেখ করেছে বন দপ্তর ৷

জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগের 159.89 বর্গকিলোমিটার এলাকা জুড়ে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান । প্রাথমিক পর্যবেক্ষণে মনে করা হচ্ছে ক্যামেরাবন্দী বাঘটি পূর্ণবয়স্ক পুরুষ । 2017 সালে আনমোল ছেত্রী নামের এক গাড়িচালক রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলে প্রমাণ করেছিলেন নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে বাঘের অস্তিত্ব আছে । এরপর আজ জানুয়ারি মাসে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে বন্যপ্রাণ বিভাগের বিশেষ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ল ।

1998 সালে এই জঙ্গলে প্রথম বাঘের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় ৷ কিন্তু সেই সময় কোনও ছবি পায়নি বনদপ্তর । 2017 সালে প্রথমবারের জন্য ক্যামেরাবন্দী হয় রয়্যাল বেঙ্গল টাইগার । মাঝখানে আর কোনও ছবি ধরা পরেনি । 2019 সালের 18 ডিসেম্বর ফের ট্র‍্যাপ ক্যামেরায় বন্দী হয় নেওড়াভ্যালির বাঘ । এরপর আজ আবারও বাঘের ছবি ক্যামেরাবন্দীহল নেওড়াভ্যালিতে ৷ গরুমারা বন্যপ্রাণ বিভাগের আধিকারিক নিশা গোস্বামী জানান যে, আগের বাঘের ছবির সঙ্গে এই বাঘের ছবি মিলিয়ে দেখা হচ্ছে যে বাঘ দু'টি আলাদা কি না ।

জলপাইগুড়ি, 1 ডিসেম্বর : ক্যামেরাবন্দী হল রয়্যাল বেঙ্গল টাইগার ৷ নতুন বছরের প্রথম দিনেই নেওড়াভ্যালির জাতীয় উদ্যানে দেখা মিলল বাঘের ৷ বন্যপ্রাণ বিভাগের বিশেষ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি ৷ এটিকে নতুন বছরের সুখবর হিসেবেই উল্লেখ করেছে বন দপ্তর ৷

জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগের 159.89 বর্গকিলোমিটার এলাকা জুড়ে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান । প্রাথমিক পর্যবেক্ষণে মনে করা হচ্ছে ক্যামেরাবন্দী বাঘটি পূর্ণবয়স্ক পুরুষ । 2017 সালে আনমোল ছেত্রী নামের এক গাড়িচালক রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলে প্রমাণ করেছিলেন নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে বাঘের অস্তিত্ব আছে । এরপর আজ জানুয়ারি মাসে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে বন্যপ্রাণ বিভাগের বিশেষ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ল ।

1998 সালে এই জঙ্গলে প্রথম বাঘের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় ৷ কিন্তু সেই সময় কোনও ছবি পায়নি বনদপ্তর । 2017 সালে প্রথমবারের জন্য ক্যামেরাবন্দী হয় রয়্যাল বেঙ্গল টাইগার । মাঝখানে আর কোনও ছবি ধরা পরেনি । 2019 সালের 18 ডিসেম্বর ফের ট্র‍্যাপ ক্যামেরায় বন্দী হয় নেওড়াভ্যালির বাঘ । এরপর আজ আবারও বাঘের ছবি ক্যামেরাবন্দীহল নেওড়াভ্যালিতে ৷ গরুমারা বন্যপ্রাণ বিভাগের আধিকারিক নিশা গোস্বামী জানান যে, আগের বাঘের ছবির সঙ্গে এই বাঘের ছবি মিলিয়ে দেখা হচ্ছে যে বাঘ দু'টি আলাদা কি না ।

Intro:জলপাইগুড়ি : ফের ক্যামেরাবন্দী হল রয়্যাল বেঙ্গল টাইগার। সমতল থেকে ১১ হাজার ফুট উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধ্যান।উত্তরবঙ্গের একমাত্র ভার্জিন ফরেস্টে এক বছর বাদে ট্র‍্যাপ ক্যামেরায় ছবি ধরা পরায় উচ্ছ্বসিত বন্যপ্রাণী বিভাগ।



জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের ১৫৯. ৮৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে নেওড়াভ্যালির জাতীয় উদ্যান ।প্রাথমিক পর্যবেক্ষনে মনে করা হচ্ছে ক্যামেরা বন্দি বাঘটি পূর্ণ বয়স্ক পুরুষ।২০১৭ সালে ছোট গাড়ির ড্রাইভার আনমোল ছেত্রী রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলে প্রমান করেন নেওড়াভ্যালী জাতীয় উদ্যানে বাঘের অস্তিত্ব আছে। এরপর জানুয়ারি মাসেই নেওড়াভ্যালী জাতীয় উদ্যানের ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পরে।Body:গরুমারা বন্যপ্রাণী বিভাগের নেওরাভ্যালী জাতীয় উদ্যানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেল। ১৯৯৮ সালে এই জঙ্গলে বাঘের অস্তিত্বের প্রমান পায় বন দফতর।কিন্তু ছবি পাওয়া যায় নি। ২০১৭ সালে প্রায় চল্লিশ বছর পর ক্যামেরা বন্দি হয় রয়্যাল বেঙ্গল টাইগার। মাঝখানে আর কোন ছবি ধরা পরেনি।২০১৯ সালের ১৮ ডিসেম্বর সকালের ফের ট্র‍্যাপ ক্যামেরা বন্দি হয় নেওড়াভ্যালীতে বাঘ। আছে অনেক আগে থেকেই বন্যপ্রাণী বিভাগ দাবি করলেও কোন তথ্য প্রমান ছিল না।২০১৭ সালের আগে বাঘের ছবি তোলার জন্য ট্র‍্যাপ ক্যামেরা লাগিয়েও ছবি তোলা সম্ভব হয়নি।২০১৮ সালেও একাধিকবার ক্যামেরা বন্দি হয় বাঘ।উত্তরবঙ্গের একমাত্র ভার্জিন ফরেষ্ট বলেই চিহ্নিত ফলে গভীর জঙ্গলে বাঘের ছবি তোলা বা বাঘেদের কঠিন কাজ।যেখানে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের নাম থাকলেও বাঘেদের দেখা বা ছবি তোলা এখনো সম্ভব হয়নি।সেই জায়গায় নেওড়াভ্যালীতে বাঘের সন্ধান পাওয়ায় দেশের মানচিত্রে বন্যপ্রাণী সংরক্ষনের ক্ষেত্রে আলাদা জায়গা করে নিল জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগ। খুশির হাওয়া বনকর্মিদের মধ্যে।ন্যাওড়াভ্যালী জাতীয় উদ্যানে বাঘ রয়েছে তা অনেকদিন আগে থেকেই বনকর্মিরা দাবি করে আসছিল। তা ফের প্রমান হল।Conclusion:২০১৭ সালে ১৯ র পায়ের পেডং থেকে লাভা যাবার পথে আনমল ছেত্রী নামে এক ছোট গাড়ির ড্রাইভার পাহাড়ের কোলে গরুকে খেতে দেখে ডোরাকাটা এই বাঘটিকে।নিজের মোবাইল ক্যামেরার ছবি করার পরই চম্পট দেয় বাঘ।এরপরই লাভা রেঞ্জ অফিসে এসে বাঘের দর্শনের কথা আধিকারিকদের জানান তিনি। তারপর থেকে বেশ কয়েকবার বন দপ্তরের ট্র‍্যাপ ক্যামেরা বন্দী হল রয়্যাল বেঙ্গল টাইগার।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক নীশা গোস্বামী জানান, আগের বাঘের ছবির সাথে এই বাঘের ছবি মিলিয়ে দেখা হচ্ছে আলাদা বাঘ কিনা।আমরা খুব খুশি যে ফের একবার ক্যামেরা বন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার
Last Updated : Jan 1, 2020, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.