ETV Bharat / state

বিতর্কের জের, পোস্টার থেকে সরল জলপাইগুড়ির IC-র ছবি - ic picture changed , security guard poster for the no mask no sale awareness in jalpaiguri

প্রশ্ন তুলেছিলেন জলপাইগুড়ির পৌরপতি । এরপরই পোস্টারে IC-র ছবির বদলে দেওয়া হল সিকিউরিটি গার্ডের মাস্ক পরা ছবি ।

ic picture changed , security guard poster for the no mask no sale awareness in jalpaiguri
IC - র ছবি পোস্টারের জেরে বিতর্ক , রাতারাতি ছবি বদল
author img

By

Published : Apr 24, 2020, 6:59 PM IST

জলপাইগুড়ি, 24 এপ্রিল : কোরোনা সচেতনতার পোস্টারে ছিল জলপাইগুড়ির IC-র মাস্ক পরা ছবি । তা নিয়ে শুরু হয় বিতর্ক ৷ এরপরই পালটে গেল সেই ছবি। তাঁর ছবির জায়গায় দেওয়া হল সিকিউরিটি গার্ডের মাস্ক পরা ছবি ।

মুখ্যমন্ত্রীর ছবির বদলে IC -র ছবি দিয়ে কোরোনা সচেতেনতার প্রচার করাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছিলেন জলপাইগুড়ির পৌরপতি মোহন বোস । ছবি নিয়ে বিতর্ক শুরু হতেই দিনবাজার ব্যবসায়ীর সমিতির তরফে IC - র ছবির জায়গায় দেওয়া হল সিকিউরিটি গার্ডের ছবি ।

দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ির দিনবাজারে "নো মাস্ক, নো সেল" পোস্টার দেওয়া হয়েছিল । পোস্টারে IC-র ছবি ছিল । এরপরই "IC জেলার মালিক নাকি" বলে প্রশ্ন তুলেছিলেন পৌরপতি মোহন বোস । আর তারপরই আজ IC -র ছবির বদলে সেখানে লাগানো হল সিকিউরিটি গার্ডের মাস্ক পরা ছবি ।

জলপাইগুড়ি দিনবাজার এলাকায় নতুন বিল্ডিং, কালীবাড়ি ও তার সামনে IC বিশ্বাশ্রয় সরকারের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছিল ৷ এবিষয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বোস বলেছিলেন, "এক শ্রেণির পুলিশ আছে যারা রাজনৈতিক ব্যক্তিদের থেকেও বেশি রাজনীতি করছে । নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন ৷ IC কি এই জেলার মালিক নাকি । আমরা কাজ করছি না । আমরা কাজ করছি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, IC - ও কাজ করছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় । ছবি যদি থাকে তাহলে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে ৷ IC - র ছবি কেন থাকবে । এই IC কাজের থেকে নিজেকে শো করতে বেশি ভালোবাসেন । আমরা মানুষের জন্য কাজ করছি । যাঁরা কাজের থেকে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে কথা বলতে হবে ৷"

জলপাইগুড়ি, 24 এপ্রিল : কোরোনা সচেতনতার পোস্টারে ছিল জলপাইগুড়ির IC-র মাস্ক পরা ছবি । তা নিয়ে শুরু হয় বিতর্ক ৷ এরপরই পালটে গেল সেই ছবি। তাঁর ছবির জায়গায় দেওয়া হল সিকিউরিটি গার্ডের মাস্ক পরা ছবি ।

মুখ্যমন্ত্রীর ছবির বদলে IC -র ছবি দিয়ে কোরোনা সচেতেনতার প্রচার করাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছিলেন জলপাইগুড়ির পৌরপতি মোহন বোস । ছবি নিয়ে বিতর্ক শুরু হতেই দিনবাজার ব্যবসায়ীর সমিতির তরফে IC - র ছবির জায়গায় দেওয়া হল সিকিউরিটি গার্ডের ছবি ।

দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ির দিনবাজারে "নো মাস্ক, নো সেল" পোস্টার দেওয়া হয়েছিল । পোস্টারে IC-র ছবি ছিল । এরপরই "IC জেলার মালিক নাকি" বলে প্রশ্ন তুলেছিলেন পৌরপতি মোহন বোস । আর তারপরই আজ IC -র ছবির বদলে সেখানে লাগানো হল সিকিউরিটি গার্ডের মাস্ক পরা ছবি ।

জলপাইগুড়ি দিনবাজার এলাকায় নতুন বিল্ডিং, কালীবাড়ি ও তার সামনে IC বিশ্বাশ্রয় সরকারের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছিল ৷ এবিষয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বোস বলেছিলেন, "এক শ্রেণির পুলিশ আছে যারা রাজনৈতিক ব্যক্তিদের থেকেও বেশি রাজনীতি করছে । নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন ৷ IC কি এই জেলার মালিক নাকি । আমরা কাজ করছি না । আমরা কাজ করছি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, IC - ও কাজ করছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় । ছবি যদি থাকে তাহলে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে ৷ IC - র ছবি কেন থাকবে । এই IC কাজের থেকে নিজেকে শো করতে বেশি ভালোবাসেন । আমরা মানুষের জন্য কাজ করছি । যাঁরা কাজের থেকে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে কথা বলতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.