ETV Bharat / state

বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে জলপাইগুড়িতে স্বাস্থ্যকর্মীদের অনশন - জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর

আন্দোলনকারীদের অভিযোগ, ২০০৯ সালে সরকারের অস্থায়ী স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে তারা আবেদন করেছিল । ২০১০ সালে জেলাতে অস্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে ৬১ জন কাজে যোগ দেন । এরপর 2012 সালে একবার মাত্র তাদের বেতন বৃদ্ধি করা হয় । এই নিয়ে রাজ্যসরকারের কাছে আবেদন করার পরও কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়েই তারা অনশনে বসেছে ।

hunger strike of jalpaiguri temporary health worker
অনশনে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা
author img

By

Published : Feb 18, 2020, 11:11 AM IST

জলপাইগুড়ি , 18 ফেব্রুয়ারি : বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে আমরণ অনশনে বসলেন জলপাইগুড়ি স্বাস্থ্যদপ্তরের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা । তাদের আন্দোলন তুলে নেওয়ার আরজি জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

জেলার মোট 61 জন অস্থায়ী স্বাস্থ্য কর্মী এই অনশনে যোগ দিয়েছেন । তাঁদের দাবি, চাকরিতে স্থায়ী পদ দিতে হবে ও বেতন বাড়াতে হবে । এনিয়ে, তাঁরা এক মাস ধরে জেলার বিভিন্ন ব্লক হাসপাতালগুলিতে আরজি জানিয়েছিল । কিন্তু কোনও কাজ হয়নি । সেই কারণেই তাঁরা কাল থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে অনশন শুরু করেছেন । আন্দোলনকারী রাজু সরকার বলেন, "যতদিন না তাঁদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে ।" অন্যদিকে , জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক বলেন, আন্দোনকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে । এতে আমার কিছু করার নেই ।"

আন্দোলনকারীদের অভিযোগ, ২০০৯ সালে সরকারের অস্থায়ী স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে তাঁরা আবেদন করেছিলেন । ২০১০ সালে জেলায় অস্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে ৬১ জন কাজে যোগ দেন । কাজে যোগ দেওয়ার পর 2012 সালে একবার মাত্র তাঁদের বেতন বৃদ্ধি করা হয় । তারপর আর কোনও বেতন বাড়ানো হয়নি । একাধিকবার রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন তাঁরা । কিন্তু তাতে কর্ণপাত না করায় বাধ্য হয়েই তাঁরা অনশনে বসেছেন ৷

জলপাইগুড়ি , 18 ফেব্রুয়ারি : বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে আমরণ অনশনে বসলেন জলপাইগুড়ি স্বাস্থ্যদপ্তরের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা । তাদের আন্দোলন তুলে নেওয়ার আরজি জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

জেলার মোট 61 জন অস্থায়ী স্বাস্থ্য কর্মী এই অনশনে যোগ দিয়েছেন । তাঁদের দাবি, চাকরিতে স্থায়ী পদ দিতে হবে ও বেতন বাড়াতে হবে । এনিয়ে, তাঁরা এক মাস ধরে জেলার বিভিন্ন ব্লক হাসপাতালগুলিতে আরজি জানিয়েছিল । কিন্তু কোনও কাজ হয়নি । সেই কারণেই তাঁরা কাল থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে অনশন শুরু করেছেন । আন্দোলনকারী রাজু সরকার বলেন, "যতদিন না তাঁদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে ।" অন্যদিকে , জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক বলেন, আন্দোনকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে । এতে আমার কিছু করার নেই ।"

আন্দোলনকারীদের অভিযোগ, ২০০৯ সালে সরকারের অস্থায়ী স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে তাঁরা আবেদন করেছিলেন । ২০১০ সালে জেলায় অস্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে ৬১ জন কাজে যোগ দেন । কাজে যোগ দেওয়ার পর 2012 সালে একবার মাত্র তাঁদের বেতন বৃদ্ধি করা হয় । তারপর আর কোনও বেতন বাড়ানো হয়নি । একাধিকবার রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন তাঁরা । কিন্তু তাতে কর্ণপাত না করায় বাধ্য হয়েই তাঁরা অনশনে বসেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.