ETV Bharat / state

Dhupguri Gramin Hospital Chaos: সন্তানের চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার শিশুর বাবা-মা - hospital

গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগে সন্তানের চিকিৎসার ওষুধ চাওয়ায় হেনস্থার শিকার মা ৷ কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে মাধররের অভিযোগ ওই মহিলার ৷ ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি ধূপগুড়ির গ্রামীণ হাসপাতালে ৷

Etv Bharat
সন্তানের চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার শিশুর বাবা-মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 2:57 PM IST

Updated : Aug 31, 2023, 5:01 PM IST

চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার শিশুর বাবা-মা

জলপাইগুড়ি, 31 অগস্ট: স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে কর্তব্যরত চিকিৎসকের হাতে হেনস্থার শিকার রোগীর বাবা-মা । অসুস্থ শিশু কন্যার বাবা-মায়ের সঙ্গে ধস্তাধস্তি এবং তাঁদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে । ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের বুধবার রাতের ঘটনা ।

এদিন রাতে ধূপগুড়ি ব্লকের মল্লিকশোভা এলাকার বাসিন্দা প্রশান্ত রায় ও তাঁর স্ত্রী চার বছরের অসুস্থ শিশু কন্যাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন । সেখানে ছিলেন কর্তব্যরত চিকিৎসক সাধন সরকার ৷ তিনি শিশুটির চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ লিখে দেন । জরুরি বিভাগে সেই ওষুধ নিতে গেলে, কর্তব্যরত নার্স জানান ওষুধ বাইরে থেকে পাওয়া যাবে, ইমার্জেন্সিতে নয় ৷

অভিযোগ, কেন ওষুধ পাওয়া যাবে না, তা জানতে গিয়েই হেনস্থার শিকার হতে হয় ওই শিশুর বাবা-মাকে ৷ কর্তব্যরত চিকিৎসক ধমক দেয় ওই শিশুর মাকে । এরপরই ওই চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা । শিশুর বাবা প্রশান্ত রায় এবং মায়ের অভিযোগ, এরপর দুজন চিকিৎসক তাঁদের ধাক্কা মেরে ভিতরে নিয়ে গিয়ে হেনস্থা করেন । হাসপাতালে আসে ধুপগুড়ি থানার পুলিশ । পুলিশ এসে পরিস্থিতি নিয়মন্ত্রণে আনে । তবে ওই শিশুর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ।

আরও পড়ুন: চা পাতার আড়ালে গবাদি পশু পাচার, 10টি গরু-সহ গ্রেফতার 3

ধূপগুড়ি ব্লকের স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, "ঘটনা শুরু হতেই কর্তব্যরত চিকিৎসক আমাকে ফোন করার চেষ্টা করেছিলেন । কিন্তু ফোনে পাননি । পরে হাসপাতালের গ্রুপ ডি কর্মী ফোন করে জানান অনেক রোগীর পরিবারের লোকজন ভিড় করছে তাতে ডিউটি করতে ভয় হচ্ছে । আমি বিষয়টি আইসি-কে জানাই ৷ তারপরই পুলিশ পৌঁছয় । তবে পরে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারি ওষুধ দেওয়া-নেওয়া নিয়ে রোগীর পরিবার মন্তব্য করেছিল । তাতেই হয়তো উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং বড়সড় আকার নেয় ৷" এবিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার শিশুর বাবা-মা

জলপাইগুড়ি, 31 অগস্ট: স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে কর্তব্যরত চিকিৎসকের হাতে হেনস্থার শিকার রোগীর বাবা-মা । অসুস্থ শিশু কন্যার বাবা-মায়ের সঙ্গে ধস্তাধস্তি এবং তাঁদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে । ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের বুধবার রাতের ঘটনা ।

এদিন রাতে ধূপগুড়ি ব্লকের মল্লিকশোভা এলাকার বাসিন্দা প্রশান্ত রায় ও তাঁর স্ত্রী চার বছরের অসুস্থ শিশু কন্যাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন । সেখানে ছিলেন কর্তব্যরত চিকিৎসক সাধন সরকার ৷ তিনি শিশুটির চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ লিখে দেন । জরুরি বিভাগে সেই ওষুধ নিতে গেলে, কর্তব্যরত নার্স জানান ওষুধ বাইরে থেকে পাওয়া যাবে, ইমার্জেন্সিতে নয় ৷

অভিযোগ, কেন ওষুধ পাওয়া যাবে না, তা জানতে গিয়েই হেনস্থার শিকার হতে হয় ওই শিশুর বাবা-মাকে ৷ কর্তব্যরত চিকিৎসক ধমক দেয় ওই শিশুর মাকে । এরপরই ওই চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা । শিশুর বাবা প্রশান্ত রায় এবং মায়ের অভিযোগ, এরপর দুজন চিকিৎসক তাঁদের ধাক্কা মেরে ভিতরে নিয়ে গিয়ে হেনস্থা করেন । হাসপাতালে আসে ধুপগুড়ি থানার পুলিশ । পুলিশ এসে পরিস্থিতি নিয়মন্ত্রণে আনে । তবে ওই শিশুর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ।

আরও পড়ুন: চা পাতার আড়ালে গবাদি পশু পাচার, 10টি গরু-সহ গ্রেফতার 3

ধূপগুড়ি ব্লকের স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, "ঘটনা শুরু হতেই কর্তব্যরত চিকিৎসক আমাকে ফোন করার চেষ্টা করেছিলেন । কিন্তু ফোনে পাননি । পরে হাসপাতালের গ্রুপ ডি কর্মী ফোন করে জানান অনেক রোগীর পরিবারের লোকজন ভিড় করছে তাতে ডিউটি করতে ভয় হচ্ছে । আমি বিষয়টি আইসি-কে জানাই ৷ তারপরই পুলিশ পৌঁছয় । তবে পরে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারি ওষুধ দেওয়া-নেওয়া নিয়ে রোগীর পরিবার মন্তব্য করেছিল । তাতেই হয়তো উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং বড়সড় আকার নেয় ৷" এবিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

Last Updated : Aug 31, 2023, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.