ETV Bharat / state

জলপাইগুড়িতে হোটেলের আড়ালে মধুচক্রের আসর, গ্রেপ্তার 7 - honeytrap

বেশ কয়েকদিন ধরে শহরের কদমতলা মোড়ে একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল ৷ আজ দুপুরে ওই হোটেলে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে দুই মহিলা ও পাঁচ পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ ৷

মধুচক্রের আসর
author img

By

Published : Aug 17, 2019, 5:21 PM IST

জলপাইগুড়ি, 17 অগাস্ট : মধুচক্রের আসরে হানা দিয়ে দুই মহিলাসহ সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ জলপাইগুড়ির কদমতলা মোড়ের ঘটনা ৷

বেশ কয়েকদিন ধরে কদমতলা মোড়ের একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল ৷ আজ দুপুরে ওই হোটেলে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে দুই মহিলা ও পাঁচ পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এদের মধ্যে হোটেল মালিকও আছে ৷ জলপাইগুড়ির IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "বেশ কয়েকদিন ধরে আমাদের কাছে খবর আসছিল ওই হোটেলে দেহ ব্যবসা চলছে । আমরা আজ ওই হোটেলে হানা দিই ৷ এই ঘটনায় হোটেল মালিক সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।"

উল্লেখ্য, মাসখানেক আগে শহরের থানা রোডের একটি হোটেলেও অভিযান চালিয়েছিল পুলিশ ৷ সেই ঘটনাতেও পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল ৷ যদিও, হোটেলের মালিককে ধরা যায়নি ৷ পুলিশের দাবি , ওই হোটেলে সিংগিং বারের আড়ালে মধুচক্র চালানো হত ৷

জলপাইগুড়ি, 17 অগাস্ট : মধুচক্রের আসরে হানা দিয়ে দুই মহিলাসহ সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ জলপাইগুড়ির কদমতলা মোড়ের ঘটনা ৷

বেশ কয়েকদিন ধরে কদমতলা মোড়ের একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ আসছিল ৷ আজ দুপুরে ওই হোটেলে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে দুই মহিলা ও পাঁচ পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এদের মধ্যে হোটেল মালিকও আছে ৷ জলপাইগুড়ির IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "বেশ কয়েকদিন ধরে আমাদের কাছে খবর আসছিল ওই হোটেলে দেহ ব্যবসা চলছে । আমরা আজ ওই হোটেলে হানা দিই ৷ এই ঘটনায় হোটেল মালিক সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।"

উল্লেখ্য, মাসখানেক আগে শহরের থানা রোডের একটি হোটেলেও অভিযান চালিয়েছিল পুলিশ ৷ সেই ঘটনাতেও পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল ৷ যদিও, হোটেলের মালিককে ধরা যায়নি ৷ পুলিশের দাবি , ওই হোটেলে সিংগিং বারের আড়ালে মধুচক্র চালানো হত ৷

Intro:জলপাইগুড়িঃ- জলপাইগুড়ি শহরের প্রানকেন্দ্রের এক হোটেলে মধুচক্রের আসর।মধুচক্রের আসরে হানা দিয়ে মহিলা ও পুরুষ সহ মোট ৭জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ।গ্রেপ্তার হোটেল মালিকও।Body:জলপাইগুড়ি কদমতলা মোড়ের এক হোটেলে দীর্ঘ দিন থেকে মধুচক্রের ব্যবসা চালানোর অভিযোগ আসছিল । আজ দুপুরে গোলন সুত্রে খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ বিরাট পুলিশ বাহিনী নিয়ে গিয়ে হোটেলে অভিযান চালায়। হোটেলের ঘর থেকে দুজন মহিলা ও ৫জন পুরুষকে গ্রেপ্তার করে।৫জন পুরুষের মধ্যে হোটেল মালিকও রয়েছে।Conclusion:জলপাইগুড়ি কোতয়ালির থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন আমাদের কাছে গোপন সুত্রে খবর আসে হোটেলে দেহ ব্যবসা চলছে। সেই সুত্র মারফৎ আমরা পুলিশ বাহিনী নিয়ে হোটেলে অভিযান চালাই হোটেল মালিক সহ মোট ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.