ETV Bharat / state

শিকার উৎসব নয়, দোলে মাতলেন ডুয়ার্সের আদিবাসীরা - গরুমারা জাতীয় উদ্যান

শিকার উৎসব ভুলে ধামসা মাদল বাজিয়ে আবির খেলে দোল উৎসবে মাতলেন গোরুমারা জাতীয় উদ্যান লাগোয়া রামশাই চটুয়া বস্তির বাসিন্দারা ৷

Holi
আবির খেলে দোল উৎসবে মাতলেন ডুয়ার্সের আদিবাসীরা
author img

By

Published : Mar 9, 2020, 2:42 PM IST

Updated : Mar 9, 2020, 3:42 PM IST

জলপাইগুড়ি, 9 মার্চ: শিকার উৎসব ভুলে, ধামসা মাদল বাজিয়ে আবির খেলে দোল উৎসবে মাতলেন ডুয়ার্সের আদিবাসীরা । গোরুমারা জাতীয় উদ্যান লাগোয়া রামশাই চটুয়া বস্তির আদিবাসী বাসিন্দারা ধামসা মাদল বাজিয়ে,আবির খেলে দোল উৎসবের আনন্দে মাতলেন ৷

ডুয়ার্সের আদিবাসীরা হোলির দিন শিকার উৎসবে মেতে ওঠেন ৷ জঙ্গলে ঢুকে আদিবাসীরা শিকার করেন বুনো শুয়োর, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী ৷ তবে আইনবিরোধী হওয়ায় জঙ্গলে নিরাপত্তার কড়াকড়ি দেখা যায় এই সময় ৷ তবে পরিস্থিতি বদলে শিকারকে দূরে সরিয়ে রেখে মানবিকতার বার্তা দিল ডুয়ার্সের আদিবাসীরা ।

ধামসা-মাদলের তালে দোলের আনন্দে মাতলেন আদিবাসীরা

জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অনির্বাণ মজুমদার বলেন, ‘‘আমরা দোল উৎসবে আদিবাসীদের সঙ্গে শামিল হয়েছিলাম । তাদের হাতে উপহার ও বাচ্চাদের হাতে রং খেলার সামগ্রী তুলে দিয়েছি । এতে খুশি হয়েছে বনবস্তি এলাকার আদিবাসীরা । আমরাও চেষ্টা করছি বোঝাতে যাতে তারা শিকার উৎসবে না যায় ৷ আদিবাসীরা অনেকটাই সচেতন হয়েছে এ বিষয়ে ৷ তাই তারা আজ শিকারে না গিয়ে আবির খেলে দোল উৎসবে মেতেছেন ।’’

জলপাইগুড়ি, 9 মার্চ: শিকার উৎসব ভুলে, ধামসা মাদল বাজিয়ে আবির খেলে দোল উৎসবে মাতলেন ডুয়ার্সের আদিবাসীরা । গোরুমারা জাতীয় উদ্যান লাগোয়া রামশাই চটুয়া বস্তির আদিবাসী বাসিন্দারা ধামসা মাদল বাজিয়ে,আবির খেলে দোল উৎসবের আনন্দে মাতলেন ৷

ডুয়ার্সের আদিবাসীরা হোলির দিন শিকার উৎসবে মেতে ওঠেন ৷ জঙ্গলে ঢুকে আদিবাসীরা শিকার করেন বুনো শুয়োর, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী ৷ তবে আইনবিরোধী হওয়ায় জঙ্গলে নিরাপত্তার কড়াকড়ি দেখা যায় এই সময় ৷ তবে পরিস্থিতি বদলে শিকারকে দূরে সরিয়ে রেখে মানবিকতার বার্তা দিল ডুয়ার্সের আদিবাসীরা ।

ধামসা-মাদলের তালে দোলের আনন্দে মাতলেন আদিবাসীরা

জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অনির্বাণ মজুমদার বলেন, ‘‘আমরা দোল উৎসবে আদিবাসীদের সঙ্গে শামিল হয়েছিলাম । তাদের হাতে উপহার ও বাচ্চাদের হাতে রং খেলার সামগ্রী তুলে দিয়েছি । এতে খুশি হয়েছে বনবস্তি এলাকার আদিবাসীরা । আমরাও চেষ্টা করছি বোঝাতে যাতে তারা শিকার উৎসবে না যায় ৷ আদিবাসীরা অনেকটাই সচেতন হয়েছে এ বিষয়ে ৷ তাই তারা আজ শিকারে না গিয়ে আবির খেলে দোল উৎসবে মেতেছেন ।’’

Last Updated : Mar 9, 2020, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.