জলপাইগুড়ি, 26 সেপ্টেম্বর : আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো গড়ার কাজের নির্দেশ দিল হাইকোর্ট । উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মামলা এই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকেই করা যাবে । সার্কিট বেঞ্চের কাজের সুবিধার জন্য জেলা পরিষদের ভবন ভাড়া নেওয়া হবে । আজ জলপাইগুড়ি সার্কিট হাউজ়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিষয় নিয়ে বৈঠকে বসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । উপস্থিত ছিলেন সার্কিট বেঞ্চের রেজিস্টার সিদ্ধার্থ কাঞ্জিলাল, জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি, APP অদিতি শঙ্কর চক্রবর্তী এবং পূর্ত দপ্তরের আধিকারিক সভাধিপতি উত্তরা বর্মন-সহ অন্যান্যরা ।
পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের LR অফিস খুব দরকার । কলকাতায় গিয়ে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে । জেলা পরিষদের প্রত্যাশা ভাড়া নেওয়া হবে । আগামী 3 অক্টোবর কর্তৃপক্ষ দেখতে যাবেন । রেকর্ড রুম হবে । এছাড়া সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর জায়গায় মাটি কাটা হচ্ছিল । সেই জায়গায় পুলিশ পেট্রোলিং হচ্ছে ।"
এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের APP অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মামলাগুলির শুনানি খুব তাড়াতাড়ি করা যাবে । তাঁর প্রক্রিয়া চলছে । এছাড়া আগামী ডিসেম্বর মাসের মধ্যেই যাতে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর কাজ শুরু করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ।