ETV Bharat / state

জলপাইগুড়িতে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - The couple's hanging bodies recovered in Jalpaiguri

রবিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের ঝাকুয়াপাড়া এলাকায় এক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় ৷ মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ৷

জলপাইগুড়িতে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
জলপাইগুড়িতে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
author img

By

Published : Jul 25, 2021, 12:57 PM IST

জলপাইগুড়ি, 25 জুলাই : যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায় ৷ রবিবার সকালেই উদ্ধার হয়েছে মৃতদেহ দু'টি ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া পঞ্চায়েতের ঝাকুয়াপাড়া এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ।

এদিন সকালে ঝাকুয়াপাড়া এলাকার বাসিন্দারা দেখতে পান চা-বাগানের পাশে একটি গাছে এক পুরুষ ও এক মহিলার দেহ ঝুলছে । তাঁরাই খবর দেন থানায় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় ৷ মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

যুগলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এদিন স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়ায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুষ ও মহিলা দু'জনেই বিবাহিত ছিলেন । তাঁরা যথাক্রমে ঝাকুয়াপাড়া এবং সরকারপাড়ার বাসিন্দা ৷ দু'জনেরই সন্তান রয়েছে । তাঁরা একে অপরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন ৷ সামাজিক ভাবে সম্পর্কের মান্যতা না পেয়েই অবসাদ থেকে তাঁরা আত্মঘাতী হয়েছেন ৷

আরও পড়ুন : বাদুড়িয়ায় শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংঙ্ক থেকে যুবতীর দেহ উদ্ধার

জলপাইগুড়ি, 25 জুলাই : যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায় ৷ রবিবার সকালেই উদ্ধার হয়েছে মৃতদেহ দু'টি ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া পঞ্চায়েতের ঝাকুয়াপাড়া এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ।

এদিন সকালে ঝাকুয়াপাড়া এলাকার বাসিন্দারা দেখতে পান চা-বাগানের পাশে একটি গাছে এক পুরুষ ও এক মহিলার দেহ ঝুলছে । তাঁরাই খবর দেন থানায় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় ৷ মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

যুগলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এদিন স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়ায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুষ ও মহিলা দু'জনেই বিবাহিত ছিলেন । তাঁরা যথাক্রমে ঝাকুয়াপাড়া এবং সরকারপাড়ার বাসিন্দা ৷ দু'জনেরই সন্তান রয়েছে । তাঁরা একে অপরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন ৷ সামাজিক ভাবে সম্পর্কের মান্যতা না পেয়েই অবসাদ থেকে তাঁরা আত্মঘাতী হয়েছেন ৷

আরও পড়ুন : বাদুড়িয়ায় শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংঙ্ক থেকে যুবতীর দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.