ETV Bharat / state

Guwahati-Bikaner Express Derail: ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ৷ লাইনচ্যুত গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস (Train Accident at North Bengal) ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে ঘটনাটি ঘটেছে ৷

guwahati-bikaner express derailed at mainaguri west bengal
Train Accident at North Bengal : ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা
author img

By

Published : Jan 13, 2022, 5:55 PM IST

Updated : Jan 13, 2022, 8:24 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident at North Bengal) ৷ লাইনচ্যুত 15633 গুয়াহাটি-বিকানের আপ এক্সপ্রেস ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে ঘটনাটি ঘটেছে ৷ রেলের তরফে জানানো হয়েছে যে 12টি বগি লাইনচ্যূত হয়েছে ৷

বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তাতে বহু যাত্রী আহত হয়েছেন ৷ রেলের তরফে উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে রিলিফ ট্রেন ও মেডিক্যাল ভ্যান নিয়ে হাজির হয়েছেন আলিপুরদুয়ারের ডিআরএম ও এডিআরএম ৷ জলপাইগুড়ির পুলিশ সুপারও ঘটনাস্থলে গিয়েছেন ৷

ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত 12টি বগি

আহত হয়েছেন অনেকে ৷ জলপাইগুড়ির জেলাশাসক জানিয়েছেন, আপাতত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে ৷ তাঁদের নাম-পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ যাঁদের আঘাত গুরুতর তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷ প্রায় 50টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে ৷ এনডিআরএফের দু’টি টিম পাঠানো হয়েছে ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থা জলপাইগুড়ি জেলা হাসপাতাল ও নিউ ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷

  • #UPDATE | Guwahati-Bikaner Express derailment: Ex gratia relief of Rs 5 lakhs for deceased, Rs 1 lakh for severely injured, and Rs 25,000 for those with minor injuries: Indian Railways

    — ANI (@ANI) January 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রেলের তরফে জানানো হয়েছে যে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে ৷ গুরুতর আহতদের 1 লক্ষ টাকা দেওয়া হবে ৷ যাঁদের আঘাত কম, তাঁদের 25 হাজার টাকা করে দেওয়া হবে ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন যে, তিনি এই দুর্ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আগামিকাল, শুক্রবার তিনি ঘটনাস্থলে যাচ্ছেন ৷

আহত এক যাত্রী জানিয়েছেন, হঠাৎ করেই ধাক্কা অনুভব করেন ৷ তার পর আর কিছু মনে নেই ৷ পরে দেখেন যে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়ে পড়ে রয়েছে ৷

  • Guwahati-Bikaner derailment: "I've spoken with PM Modi and apprised him about the rescue operations. I'm personally monitoring the situation for swift rescue operations," tweets Railways Minister Ashwini Vaishnaw pic.twitter.com/IcXUf5NGIQ

    — ANI (@ANI) January 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দুর্ঘটনার খবর যখন এসে পৌঁছয়, তখন দেশের সব রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) কাছে ঘটনার খবর নেন ৷ মুখ্যমন্ত্রী মমতাও আধিকারিকদের কাছ থেকে দুর্ঘটনার খবর নিয়েছেন ৷

কলকাতা, 13 জানুয়ারি : উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident at North Bengal) ৷ লাইনচ্যুত 15633 গুয়াহাটি-বিকানের আপ এক্সপ্রেস ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে ঘটনাটি ঘটেছে ৷ রেলের তরফে জানানো হয়েছে যে 12টি বগি লাইনচ্যূত হয়েছে ৷

বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তাতে বহু যাত্রী আহত হয়েছেন ৷ রেলের তরফে উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে রিলিফ ট্রেন ও মেডিক্যাল ভ্যান নিয়ে হাজির হয়েছেন আলিপুরদুয়ারের ডিআরএম ও এডিআরএম ৷ জলপাইগুড়ির পুলিশ সুপারও ঘটনাস্থলে গিয়েছেন ৷

ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত 12টি বগি

আহত হয়েছেন অনেকে ৷ জলপাইগুড়ির জেলাশাসক জানিয়েছেন, আপাতত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে ৷ তাঁদের নাম-পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ যাঁদের আঘাত গুরুতর তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷ প্রায় 50টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে ৷ এনডিআরএফের দু’টি টিম পাঠানো হয়েছে ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থা জলপাইগুড়ি জেলা হাসপাতাল ও নিউ ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷

  • #UPDATE | Guwahati-Bikaner Express derailment: Ex gratia relief of Rs 5 lakhs for deceased, Rs 1 lakh for severely injured, and Rs 25,000 for those with minor injuries: Indian Railways

    — ANI (@ANI) January 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রেলের তরফে জানানো হয়েছে যে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে ৷ গুরুতর আহতদের 1 লক্ষ টাকা দেওয়া হবে ৷ যাঁদের আঘাত কম, তাঁদের 25 হাজার টাকা করে দেওয়া হবে ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন যে, তিনি এই দুর্ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আগামিকাল, শুক্রবার তিনি ঘটনাস্থলে যাচ্ছেন ৷

আহত এক যাত্রী জানিয়েছেন, হঠাৎ করেই ধাক্কা অনুভব করেন ৷ তার পর আর কিছু মনে নেই ৷ পরে দেখেন যে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়ে পড়ে রয়েছে ৷

  • Guwahati-Bikaner derailment: "I've spoken with PM Modi and apprised him about the rescue operations. I'm personally monitoring the situation for swift rescue operations," tweets Railways Minister Ashwini Vaishnaw pic.twitter.com/IcXUf5NGIQ

    — ANI (@ANI) January 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই দুর্ঘটনার খবর যখন এসে পৌঁছয়, তখন দেশের সব রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) কাছে ঘটনার খবর নেন ৷ মুখ্যমন্ত্রী মমতাও আধিকারিকদের কাছ থেকে দুর্ঘটনার খবর নিয়েছেন ৷

Last Updated : Jan 13, 2022, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.