ETV Bharat / state

হাসপাতালের বাইরে খাবার বিলি স্বেচ্ছাসেবী সংস্থার - হাসপাতালের বাইরে খাবার বিলি স্বেচ্ছাসেবী সংস্থার

রাজ্য কার্যত লকডাউনে বন্ধ খাবারের দোকান । এমন পরিস্থিতিতে হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা বিপাকে পড়েছেন ।

green valley
green valley
author img

By

Published : May 25, 2021, 3:09 PM IST

জলপাইগুড়ি, 25 মে : প্রশান্ত, সুব্রতরা কখন খাবার নিয়ে আসবে । সন্ধ্যা হলেই হাসপাতাল চত্বরে লাইন দিয়ে থাকেন কয়েকশো রোগীর আত্মীয় । আটটা বাজলেই জলপাইগুড়ি সদর হাসপাতালের বাইরে টোটো করে খাবার নিয়ে পৌঁছে যান গ্রিন ভ্যালি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷

রাজ্য কার্যত লকডাউনে বন্ধ খাবারের দোকান । এমন পরিস্থিতিতে হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা বিপাকে পড়েছেন । জলপাইগুড়ি সদর হাসপাতালে কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর রোগীরা আসেন চিকিৎসার জন্য ৷ রাতের বেলায় খাবার পাওয়া এক প্রকার দুষ্কর । এমন পরিস্থিতিতে তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে জলপাইগুড়ি গ্রিন ভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রশান্তরা । প্রতিদিন রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালের প্রায় 200 থেকে 250 জন রোগীর পরিবারের সদস্যদের খাবার সরবরাহ করেন গ্রিন ভ্যালির সদস্যরা । এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় আবেদন করে অর্থ সংগ্রহ করে এই কাজ চালাচ্ছেন ৷ মেনুতে থাকে ভাত, ডাল, মাছ ৷ এমন উদ্যোগে খুশি রোগীর আত্মীয়রা ।

হাসপাতালের বাইরে খাবার বিলি স্বেচ্ছাসেবী সংস্থার

আরও পড়ুন : ময়দানের মাঠকর্মীদের পাশে সিএবি, ইডেনের গ্যালারিতে অস্থায়ী আস্তানা

গ্রিন ভ্যালির সভাপতি প্রশান্ত সরকার বলেন, "রোগীর আত্মীয়দের খাবার জুটছে না । আমরা কোভিড ফাণ্ড ও সোশাল মিডিয়ায় আবেদনের মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য করার চেষ্টা করছি ৷ গতবছরও লকডাউনে মানুষকে খাইয়েছি । বিনামুল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে কোরোনা আক্রান্তদের বাড়িতে বা কনটেনমেন্ট জোনে থাকা মানুষদের বাজার করে দিই । আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে চাই ।"

জলপাইগুড়ি, 25 মে : প্রশান্ত, সুব্রতরা কখন খাবার নিয়ে আসবে । সন্ধ্যা হলেই হাসপাতাল চত্বরে লাইন দিয়ে থাকেন কয়েকশো রোগীর আত্মীয় । আটটা বাজলেই জলপাইগুড়ি সদর হাসপাতালের বাইরে টোটো করে খাবার নিয়ে পৌঁছে যান গ্রিন ভ্যালি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷

রাজ্য কার্যত লকডাউনে বন্ধ খাবারের দোকান । এমন পরিস্থিতিতে হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা বিপাকে পড়েছেন । জলপাইগুড়ি সদর হাসপাতালে কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর রোগীরা আসেন চিকিৎসার জন্য ৷ রাতের বেলায় খাবার পাওয়া এক প্রকার দুষ্কর । এমন পরিস্থিতিতে তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে জলপাইগুড়ি গ্রিন ভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রশান্তরা । প্রতিদিন রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালের প্রায় 200 থেকে 250 জন রোগীর পরিবারের সদস্যদের খাবার সরবরাহ করেন গ্রিন ভ্যালির সদস্যরা । এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় আবেদন করে অর্থ সংগ্রহ করে এই কাজ চালাচ্ছেন ৷ মেনুতে থাকে ভাত, ডাল, মাছ ৷ এমন উদ্যোগে খুশি রোগীর আত্মীয়রা ।

হাসপাতালের বাইরে খাবার বিলি স্বেচ্ছাসেবী সংস্থার

আরও পড়ুন : ময়দানের মাঠকর্মীদের পাশে সিএবি, ইডেনের গ্যালারিতে অস্থায়ী আস্তানা

গ্রিন ভ্যালির সভাপতি প্রশান্ত সরকার বলেন, "রোগীর আত্মীয়দের খাবার জুটছে না । আমরা কোভিড ফাণ্ড ও সোশাল মিডিয়ায় আবেদনের মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য করার চেষ্টা করছি ৷ গতবছরও লকডাউনে মানুষকে খাইয়েছি । বিনামুল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে কোরোনা আক্রান্তদের বাড়িতে বা কনটেনমেন্ট জোনে থাকা মানুষদের বাজার করে দিই । আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.