ETV Bharat / state

Compensation to Dead Student's Family: হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারকে আর্থিক সাহায্য

মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারকে আর্থিক সাহায্য করল রাজ্য সরকার (Compensation to Dead Student's Family) ৷ এদিন জলপাইগুড়ির জেলাশাসক মৃত পড়ুয়ার বাবার হাতে সাহায্যের চেক তুলে দেন ৷

Compensation to Dead Student's Family ETV BHARAT
Compensation to Dead Student's Family
author img

By

Published : Feb 24, 2023, 2:15 PM IST

জলপাইগুড়ির মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারকে আর্থিক সাহায্য

জলপাইগুড়ি, 24 ফেব্রুয়ারি: হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করল রাজ্য সরকার (Government Helps Madhyamik Student Family) ৷ পাশাপাশি, জঙ্গলের যে রাস্তায় গতকাল হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থী মৃত্যু হয়েছিল ৷ সেটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বৈকুণ্ঠপুর বনবিভাগ ৷ আজ মৃত মাধ্যমিক পরীক্ষার্থী বাবা বিষ্ণু দাসের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা ৷

উল্লেখ্য, গতকাল বৈকুণ্ঠপুরে জঙ্গলের রাস্তা দিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় অর্জুন দাস হাতির সামনে পড়ে যায় ৷ তার উপর হামলা করে হাতিটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ এদিন অর্জুনের বাড়িতে জেলাশাসকের সঙ্গে রাজ্যের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ, বৈকুণ্ঠপুর বন দফতরের ডিএফও উপস্থিত ছিলেন ৷ ডিএফও হরিকৃষ্ণণ জানিয়েছেন, মহারাজ ঘাট থেকে মেন রোডে ওঠার জঙ্গলের রাস্তা তাঁরা ড্রপ গেট দিয়ে বন্ধ করে দিয়েছেন ৷ আপাতত ওই রাস্তা বন্ধই থাকবে বলে জানিয়েছেন তিনি ৷

কারণ হিসেবে ডিএফও জানিয়েছেন, ওই এলাকায় এই মুহূর্তে হাতির পাল রয়েছে ৷ ফলে রাস্তা খোলা থাকলে ফের বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে ৷ তিনি গ্রামবাসীদের কাছে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন ৷ তিনি আরও জানান, রাস্তাটি অবস্থা খারাপ ৷ ফলে বাইক বা গাড়ি নিয়ে চলাচল করলেও বিপদ হতে পারে ৷ বেহাল রাস্তায় গাড়ি ঘোরাতেও সমস্যা হবে ৷ সেক্ষেত্রে হাতির সামনে পড়লে ফের বিপদ ঘটতে পারে ৷ তবে, জঙ্গলের রাস্তা বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: চোখের সামনে হাতি ছেলেকে তুলে আছাড় মারল, আক্ষেপ বিষ্ণু দাসের

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর বাবার হাতে আর্থিক সাহায্য বাবদ পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে ৷ কোনওরকম সমস্যা হলে মৃত ছাত্রের বাবা বিষ্ণু দাসকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন জেলাশাসক মৌমিতা গোদারা ৷ আর জঙ্গলে নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, গতকালের ওই ঘটনার পর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 9 জেলার সব বনকর্মী এবং আধিকারিকদের ছুটি বাতিল করেছেন ৷ পাশপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

জলপাইগুড়ির মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারকে আর্থিক সাহায্য

জলপাইগুড়ি, 24 ফেব্রুয়ারি: হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করল রাজ্য সরকার (Government Helps Madhyamik Student Family) ৷ পাশাপাশি, জঙ্গলের যে রাস্তায় গতকাল হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থী মৃত্যু হয়েছিল ৷ সেটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বৈকুণ্ঠপুর বনবিভাগ ৷ আজ মৃত মাধ্যমিক পরীক্ষার্থী বাবা বিষ্ণু দাসের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা ৷

উল্লেখ্য, গতকাল বৈকুণ্ঠপুরে জঙ্গলের রাস্তা দিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় অর্জুন দাস হাতির সামনে পড়ে যায় ৷ তার উপর হামলা করে হাতিটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ এদিন অর্জুনের বাড়িতে জেলাশাসকের সঙ্গে রাজ্যের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ, বৈকুণ্ঠপুর বন দফতরের ডিএফও উপস্থিত ছিলেন ৷ ডিএফও হরিকৃষ্ণণ জানিয়েছেন, মহারাজ ঘাট থেকে মেন রোডে ওঠার জঙ্গলের রাস্তা তাঁরা ড্রপ গেট দিয়ে বন্ধ করে দিয়েছেন ৷ আপাতত ওই রাস্তা বন্ধই থাকবে বলে জানিয়েছেন তিনি ৷

কারণ হিসেবে ডিএফও জানিয়েছেন, ওই এলাকায় এই মুহূর্তে হাতির পাল রয়েছে ৷ ফলে রাস্তা খোলা থাকলে ফের বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে ৷ তিনি গ্রামবাসীদের কাছে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন ৷ তিনি আরও জানান, রাস্তাটি অবস্থা খারাপ ৷ ফলে বাইক বা গাড়ি নিয়ে চলাচল করলেও বিপদ হতে পারে ৷ বেহাল রাস্তায় গাড়ি ঘোরাতেও সমস্যা হবে ৷ সেক্ষেত্রে হাতির সামনে পড়লে ফের বিপদ ঘটতে পারে ৷ তবে, জঙ্গলের রাস্তা বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: চোখের সামনে হাতি ছেলেকে তুলে আছাড় মারল, আক্ষেপ বিষ্ণু দাসের

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর বাবার হাতে আর্থিক সাহায্য বাবদ পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে ৷ কোনওরকম সমস্যা হলে মৃত ছাত্রের বাবা বিষ্ণু দাসকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন জেলাশাসক মৌমিতা গোদারা ৷ আর জঙ্গলে নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, গতকালের ওই ঘটনার পর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 9 জেলার সব বনকর্মী এবং আধিকারিকদের ছুটি বাতিল করেছেন ৷ পাশপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.