ETV Bharat / state

Gold Recovered: গাড়ি চালকের তৎপরতায় সোনা উদ্ধার, গ্রেফতার 2 - Gold Recovered

জলপাইগুড়িতে চালকের তৎপরতায় উদ্ধার 1 কেজি 600 গ্রাম সোনা । ধৃত 2 (Gold Recovered) ৷

Gold Recovered News
জলপাইগুড়িতে চালকের তৎপরতায় উদ্ধার সোনা
author img

By

Published : Nov 5, 2022, 8:39 PM IST

জলপাইগুড়ি, 5 নভেম্বর: সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার হল দু'জন । উদ্ধার হল 1 কেজি 600 গ্রাম সোনা । গাড়ি চালকের তৎপরতায় সোনা উদ্ধার (Gold Recovered) করল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ কর্মীরা (Jalpaiguri Sadar Traffic Police) ।

জানা গিয়েছে, আজ সকালে ধূপগুড়ি স্ট্যান্ড থেকে একটি ছোট গাড়ি ভাড়া নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় দুই যাত্রী । ধূপগুড়ির বাপি রায় নামে এক ব্যক্তির গাড়িতে করেই তাঁরা শিলিগুড়ি যাচ্ছিল । ধূপগুড়ি থেকে ময়নাগুড়ির মাঝে যাত্রীদের অঙ্গভঙ্গি ও কথোপকথন শুনে বাপির সন্দেহ হয় । এরপর তিনি বুদ্ধি করে তেল ভরার নাম করে ঝাঁঝাঙ্গি পেট্রল পাম্পে ঢোকে ৷ সেখান থেকেই গাড়ির চালক বাপি রায়, জলপাইগুড়ির ট্রাফিক ওসি বাপ্পা সাহাকে যাত্রীদের আচার-আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তাঁকে সাহায্য করার কথা জানান । এরপর ধূপগুড়ি-শিলিগুড়ির মাঝে 31 নং জাতীয় সড়কের গোশালা মোড়ে গাড়িটিকে আটকায় পুলিশ । কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এসে গাড়ির তল্লাশি করে 14টি সোনার বিস্কুট উদ্ধার করেন ৷

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত 1500 গ্রাম সোনা

তাদের কাছ থেকে প্রায় 1 কেজি 628 গ্রাম সোনা উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় 85 লক্ষ টাকা ৷ সোনা পাচারের সঙ্গে যুক্ত অভিযুক্তরা হল, সৌরভ মিন্ডে ও রাহুল কোডার । 2 জনেই মহারাষ্ট্রের বাসিন্দা ।

জলপাইগুড়িতে চালকের তৎপরতায় উদ্ধার সোনা

গাড়ির চালক বাপি রায় জানান, 2500 টাকা ভাড়া দিয়ে ধূপগুড়ি থেকে শিলিগুড়ি যাবার জন্য ভাড়া ঠিক করে দু'জন । তবে গাড়িতে ওঠার পর থেকে তাদের কথায় আমার অসঙ্গতি লাগে । আমি পেট্রল পাম্পে ঢুকে সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহাকে ফোন করে বিষয়টি জানাই । তারপর গাড়িটিকে ধূপগুড়ি-শিলিগুড়ির মাঝে 31 নং জাতীয় সড়কের গোশালা মোড়ে আটকানো হয় । ।

জলপাইগুড়ি, 5 নভেম্বর: সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার হল দু'জন । উদ্ধার হল 1 কেজি 600 গ্রাম সোনা । গাড়ি চালকের তৎপরতায় সোনা উদ্ধার (Gold Recovered) করল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ কর্মীরা (Jalpaiguri Sadar Traffic Police) ।

জানা গিয়েছে, আজ সকালে ধূপগুড়ি স্ট্যান্ড থেকে একটি ছোট গাড়ি ভাড়া নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় দুই যাত্রী । ধূপগুড়ির বাপি রায় নামে এক ব্যক্তির গাড়িতে করেই তাঁরা শিলিগুড়ি যাচ্ছিল । ধূপগুড়ি থেকে ময়নাগুড়ির মাঝে যাত্রীদের অঙ্গভঙ্গি ও কথোপকথন শুনে বাপির সন্দেহ হয় । এরপর তিনি বুদ্ধি করে তেল ভরার নাম করে ঝাঁঝাঙ্গি পেট্রল পাম্পে ঢোকে ৷ সেখান থেকেই গাড়ির চালক বাপি রায়, জলপাইগুড়ির ট্রাফিক ওসি বাপ্পা সাহাকে যাত্রীদের আচার-আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তাঁকে সাহায্য করার কথা জানান । এরপর ধূপগুড়ি-শিলিগুড়ির মাঝে 31 নং জাতীয় সড়কের গোশালা মোড়ে গাড়িটিকে আটকায় পুলিশ । কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এসে গাড়ির তল্লাশি করে 14টি সোনার বিস্কুট উদ্ধার করেন ৷

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত 1500 গ্রাম সোনা

তাদের কাছ থেকে প্রায় 1 কেজি 628 গ্রাম সোনা উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় 85 লক্ষ টাকা ৷ সোনা পাচারের সঙ্গে যুক্ত অভিযুক্তরা হল, সৌরভ মিন্ডে ও রাহুল কোডার । 2 জনেই মহারাষ্ট্রের বাসিন্দা ।

জলপাইগুড়িতে চালকের তৎপরতায় উদ্ধার সোনা

গাড়ির চালক বাপি রায় জানান, 2500 টাকা ভাড়া দিয়ে ধূপগুড়ি থেকে শিলিগুড়ি যাবার জন্য ভাড়া ঠিক করে দু'জন । তবে গাড়িতে ওঠার পর থেকে তাদের কথায় আমার অসঙ্গতি লাগে । আমি পেট্রল পাম্পে ঢুকে সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহাকে ফোন করে বিষয়টি জানাই । তারপর গাড়িটিকে ধূপগুড়ি-শিলিগুড়ির মাঝে 31 নং জাতীয় সড়কের গোশালা মোড়ে আটকানো হয় । ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.